“মেজ বউ উনােন পাড়ে বসেছে।”—উনার পাড়ে বসে মেজোবউ কোন্ কাজ করছিল এবং কেন? বাড়ির বড়ােবউয়ের কাজ কী?

মেজোবউয়ের দায়িত্ব: মহাশ্বেতা দেবীর লেখা 'ভাত' ছোটগল্পে আমরা বড়াে বাড়ির মেজোবউকে দেখি উনানের পাড়ে বসে শাশুড়ির জন্য রান্না করতে। মেজোবউয়ের বিরাশি বছরের শ্বশুরমশাই লিভারের ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুপথযাত্রী। বিধবা হয়ে গেলে শাশুড়ি আর মাছ খেতে পারবেন না। এই আশঙ্কায় মেজো বউ কয়েকদিন ধরে বড়াে ইলিশ, পাকা পােনার পেটি, চিতলের কোল, ডিমপােরা ট্যাংরা, বড়া ভেটকি ইত্যাদি রান্না করে ও বেড়ে শাশুড়িকে খাওয়াচ্ছিল। তাই সে উনােপাড়ে বসে রান্না করছিল।


বড়ােবউয়ের দায়িত্ব : বাড়ির বড়ােবউ কাজকর্মে বেশ দক্ষ ছিল। আর শ্বশুর তার কাছে ছিল 'ঠাকুরদেবতা সমান'। সে শ্বশুরের জন্য প্রতিদিন দই পেতে সেই দইয়ের সঙ্গে ইসবগুল মিশিয়ে শরবত করে দিত। শ্বশুর খেতে আসার পাঁচ মিনিট আগে তার জন্য রুটি বা লুচি তৈরি করত সে প্রতিদিন। প্রতিদিন শ্বশুরের বিছানা করত, শােওয়ার আগে শ্বশুরের পা টিপে দিত। এ ছাড়াও শ্বশুরের এবং সংসারের অন্য অনেক কাজই করত এই কর্মপটীয়সী নারী। শ্বশুর মৃত্যুশয্যায় থাকায় সে শঙ্কা প্রকাশ করে- "কত কাজ করতে হত সারা জীবন ধরে। এখন সে সব কি আর করতে হবে না...।”


মহাশ্বেতা দেবীর ভাত ছোটগল্প অবলম্বন করে ঝড়জল-বন্যার রাতের বর্ণনা দাও। 


লক্ষ্মী না আসতে সেধে ভাসান যাচ্ছে তাকাব না এতটুকু?- বক্তার এই মন্তব্যের প্রেক্ষাপট আলোচনা করাে। 


যা আর নেই, যা ঝড়-জল-মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উচ্ছব পাগল হয়েছিল।- দুর্যোগের বর্ণনা দাও। দুর্যোগটি উচ্ছবকে কীভাবে প্রভাবিত করেছিল? 


তারপরই মনে পড়ে যে রাতে ঝড় হয়।- কোন কথার পর ঝড়ের রাতের কথা উদ্দিষ্ট ব্যক্তির মনে পড়ে? কোন্ কোন কথা এ প্রসঙ্গে মনে পড়ে তার? 


ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে।- কার কথা বলা হয়েছে? এই গন্ধ তাকে উতলা করে কেন? 


সেই সন্ধেয় অনেকদিন বাদে সে পেট ভরে খেয়েছিল।- সে কে? কোন সন্ধেয় সে পেট ভরে খেয়েছিল? সেই দিনটায় কী ঘটেছিল? 


গরিবের গতর এরা শস্তা দেখে।—কে, কাদের সম্পর্কে মন্তব্যটি করেছে? মন্তব্যটির প্রেক্ষাপট আলােচনা করাে। 


তুমি কী বুঝবে সতীশবাবু।- সতীশবাবু কী বুঝবে না? সতীশবাবু উচ্ছবের সঙ্গে কেমন আচরণ করেছিল? 


নইলে দেহে ক্ষমতা ছিল না।- কার দেহে ক্ষমতা ছিল না? কেন ক্ষমতা ছিল না? 


কি হয়েছে বাবু?- কে এই প্রশ্নটি করেছিল? প্রসঙ্গ উল্লেখ করাে। 


মারতে মারতে উচ্ছবকে ওরা থানায় নিয়ে যায়।- কারা, কেন উচ্ছবকে মারতে মারতে থানায় নিয়ে যায়? 


বাদার ভাত খেলে তবে তাে সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন।—বাদা কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কী?