"গরিবের গতর এরা শস্তা দেখে।”—কে, কাদের সম্পর্কে মন্তব্যটি করেছে? মন্তব্যটির প্রেক্ষাপট আলােচনা করাে।

বন্ধা এবং উদ্দিষ্ট ব্যক্তিবর্গ: মহাশ্বেতা দেবীর 'ভাত' গল্পে উচ্ছব নাইয়ার গ্রাম সম্পর্কিত বােন বাসিনী তার মনিব অর্থাৎ শহরের বড়াে বাড়ির লােকদের সম্পর্কে উক্ত মন্তব্যটি করেছে।


প্রেক্ষাপট : পরিবার হারানাের পর গ্রামতুতো বােন বাসিনীর মনিব বাড়িতে উচ্ছব কাজ খুঁজতে আসে। গ্রামের বাদা অঞ্চল থেকে অভুক্ত উচ্ছব শহরের বড় বাড়িতে কাজ করতে এসেছিল—কাজের বদলে খেতে পাবে বলে। লিভার ক্যানসারে আক্রান্ত বড়ােকর্তাকে সুস্থ করে তােলার জন্য তান্ত্রিক ডেকে হােমযজ্ঞের আয়ােজন হলে উচ্ছবের উপরে দায়িত্ব পড়ে সেই যজ্ঞের কাঠ কাটার। আড়াই মন কাঠ কাটার দায়িত্ব দেওয়া হয় তাকে। ক্ষুধার্ত উচ্ছবের কাছে প্রাথমিক প্রতিশ্রুতি ছিল যজ্ঞ শুরু হওয়ার আগেই খাওয়াদাওয়া পর্ব মিটে যাবে। কিন্তু পরে তান্ত্রিকের নতুন বিধান আসে যে, হােম শেষ হওয়ার আগে খাওয়া যাবে না। কিন্তু ফুটন্ত ভাতের গন্ধ উচ্ছবকে উতলা করে তােলে। উচ্ছব খিদের জ্বালায় বাসিনীর কাছে শুকনাে চাল চায়। এই সময়ে বাসিনী শাক ধুতে উঠোনে আসে। কিন্তু বাসিনী তাকে একটি ঠোঙা দিয়ে বলে যে, ছাতুটুকু খেয়ে দ্রুত সে যেন রাস্তার কল থেকে জল খেয়ে আসে। বাড়ির মালিকদের হৃদয়হীনতা বাসিনী ভালােভাবেই জানত। পরিশ্রমের মূল্য দিতে যে তাদের প্রবল অনীহা তা সে কাছ থেকে প্রত্যক্ষ করেছিল। তাই মনিববাড়িকে সে 'পিশাচের বাড়ি' বলে সম্বোধন করে এবং উল্লিখিত মন্তব্যটি করে।


তুমি কী বুঝবে সতীশবাবু।- সতীশবাবু কী বুঝবে না? সতীশবাবু উচ্ছবের সঙ্গে কেমন আচরণ করেছিল? 


নইলে দেহে ক্ষমতা ছিল না।- কার দেহে ক্ষমতা ছিল না? কেন ক্ষমতা ছিল না? 


কি হয়েছে বাবু?- কে এই প্রশ্নটি করেছিল? প্রসঙ্গ উল্লেখ করাে। 


মারতে মারতে উচ্ছবকে ওরা থানায় নিয়ে যায়।- কারা, কেন উচ্ছবকে মারতে মারতে থানায় নিয়ে যায়? 


বাদার ভাত খেলে তবে তাে সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন।—বাদা কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কী? 


আসল বাদাটার খোজ করা হয় না আর উচ্ছবের।—উচ্ছবের পরিচয় দাও। তার পক্ষে আসল বাদাটার খোঁজ করা হয়ে ওঠেনি কেন? 


ঝড়জল-বন্যার রাতের আকস্মিক আঘাত উচ্ছবের মনােজগতে কী কী প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল, তা ভাত ছােটোগল্প অবলম্বনে লেখাে। 


মহাশ্বেতা দেবীর ভাত ছােটোগল্পে যে হােমযজ্ঞ হয়েছিল, তার বর্ণনা দাও। 


মহাশ্বেতা দেবীর ভাত ছােটোগল্পে বুড়ােকর্তার মৃত্যুর পর বড়াে বাড়িতে কী কী ঘটনা ঘটেছিল? 


মহাশ্বেতা দেবীর ভাত ছােটোগল্প অবলম্বনে বুড়ােকর্তার চরিত্র বিশ্লেষণ করাে। 


মহাশ্বেতা দেবীর ভাত ছােটোগল্প অবলম্বন করে বড়ােপিসিমার চরিত্র আলােচনা করাে। 


মহাশ্বেতা দেবীর ভাত ছােটোগল্পে উচ্ছবের গ্রামের মানুষদের পরিচয় দাও।