আধুনিক রাজনীতির মৌলিক ধারণাসমূহ (Mcq-H.S.11)

আধুনিক রাজনীতির মৌলিক ধারণাসমূহ


কোন্ কোন্ অর্থে আইনের প্রয়ােগ লক্ষ করা যায়?

ব্যাপক ও সংকীর্ণ অর্থে আইনের প্রয়োগ লক্ষ করা যায়।


বার্কারের মতে আইন কী?

বার্কারের মতে, আইন হবে বৈধ ও সর্বজনগ্রাহ্য।


ঐতিহাসিক প্রবক্তাদের মতে কালক্রমে কোনগুলি আইনের মর্যাদা লাভ করে?

ঐতিহাসিক প্রবক্তাদের মতে, সামাজিক প্রথা, রীতিনীতি ও লােকাচার কালক্রমে আইনের মর্যাদা লাভ করে।


প্রাচীন সমাজজীবনে ধর্মীয় অনুশাসন কী প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল?

প্রাচীন সমাজজীবনে ধর্মীয় অনুশাসন শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল।


রাষ্ট্রীয় আইনকে কী কী ভাগে ভাগ করা যায়?

রাষ্ট্রীয় আইনকে তিনটি ভাগে ভাগ করা যায় সরকারি আইন, সামাজিক আইন ও ফৌজদারি আইন।


সাংবিধানিক আইন কী কী ধরনের হয়?

সাংবিধানিক আইন দুধরনের—লিখিত ও অলিখিত।


ফৌজদারি আইনের উদ্দেশ্য কী?

ফৌজদারি আইনের উদ্দেশ্য হল আইনশৃঙ্খলার প্রতিষ্ঠা, নাগরিক জীবনে নিরাপত্তা প্রদান ও অপরাধীদের দণ্ডাজ্ঞা প্রদান।


জেরেমি বেন্থামের পূর্বে কারা আন্তর্জাতিক আইন সম্পর্কে আলােচনার সূত্রপাত করেছিলেন?

জেরেমি বেন্থামের পূর্বে সেন্ট টমাস অ্যাকুইনাস, হুগো গ্রোটিয়াস ও পুফেনডর্ফ আন্তর্জাতিক আইন সম্পর্কে আলােচনার সূত্রপাত করেছিলেন।


আন্তর্জাতিক আইনের সংজ্ঞাগুলিকে প্রধানত কী কী ভাগে ভাগ করা যায়?

আন্তর্জাতিক আইনের সংজ্ঞাগুলিকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় সনাতন সংজ্ঞা, সর্বাধুনিক সংজ্ঞা ও মার্কসীয় সংজ্ঞা।


সনাতন সংজ্ঞা অনুসারে আন্তর্জাতিক আইন কীসের সমন্বয়ে গড়ে ওঠে?

সনাতন সংজ্ঞা অনুসারে আন্তর্জাতিক নিয়ম, রীতিনীতি ও রাষ্ট্রীয় আইনের সমন্বয়ে আন্তর্জাতিক আইন গড়ে ওঠে।


আন্তর্জাতিক আইনকে আইন বলে কারা স্বীকার করেন না?

হবস, বার্কার, হল্যান্ড প্রমুখ রাষ্ট্রনীতিবিদগণ আন্তর্জাতিক আইনকে আইন বলে স্বীকার করেন না।


আন্তর্জাতিক আইনকে কারা আইন বলে স্বীকার করেন?

ওপেনহাইমার, ব্রিয়ারলি, পােলক প্রমুখ রাষ্ট্রনীতিবিদগণ আন্তর্জাতিক আইনকে আইন বলে স্বীকার করেন।


অধ্যাপক ল্যাঙ্কি স্বাধীনতার শর্ত হিসেবে কীসের কথা উল্লেখ করেছেন?

ল্যাঙ্কির মতে, সংরক্ষণের বিশেষ ব্যবস্থা ছাড়া অধিকাংশ মানুষের পক্ষে স্বাধীনতা ভোগ করা অসম্ভব।


স্বাধীনতার রক্ষাকবচ হিসেবে ক্ষমতা বিকেন্দ্রীকরণের পক্ষে ল্যান্কি কী বলেছেন?

স্বাধীনতার রক্ষাকবচ হিসেবে ক্ষমতা বিকেন্দ্রীকরণের পক্ষে ল্যাঙ্কি বলেছেন, যে রাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের হাতে অতিমাত্রায় ক্ষমতা কেন্দ্রীভূত থাকে, সেখানে কখনােই স্বাধীনতা থাকতে পারে না।


সর্বাপেক্ষা কম শক্তিশালী রাষ্ট্রের তত্ত্ব কে প্রচার করেছিলেন?

সর্বাপেক্ষা কম শক্তিশালী রাষ্ট্র’-এর তত্ত্ব নােজিক প্রচার করেছিলেন।


ল্যাঙ্কির মতে, স্বাধীনতার প্রকৃতির মধ্যেই কী নিহিত রয়েছে?

ল্যাঙ্কির মতে, স্বাধীনতার প্রকৃতির মধ্যেই নিয়ন্ত্রণ নিহিত রয়েছে।


স্বাধীনতা বলতে বার্কার কোন্ ধরনের স্বাধীনতাকে বুঝিয়েছিলেন?

স্বাধীনতা বলতে বার্কার শর্তসাপেক্ষ স্বাধীনতা বুঝিয়েছিলেন।


অ্যাডাম স্মিথ প্রমুখ স্বাধীনতা বলতে কীসের অনুপস্থিতিকে বােঝাতে চেয়েছেন?

অ্যাডাম স্মিথ প্রমুখ স্বাধীনতা বলতে সর্বপ্রকার বাধানিষেধের অনুপস্থিতিকে বােঝাতে চেয়েছেন।


স্বাধীনতা বলতে মার্কসবাদীরা কীসের পরিপূর্ণ বিকাশের কথা বলেছেন?

স্বাধীনতা বলতে মার্কসবাদীরা মানুষের সামর্থ্য ও যােগ্যতার পরিপূর্ণ বিকাশের কথা বলেছেন।


ল্যাঙ্কির মতে, কোন্ স্বাধীনতা না থাকলে অন্যান্য স্বাধীনতা‌ মানুষের কাছে অর্থহীন হয়ে দাঁড়ায়?

ল্যাঙ্কির মতে, অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে অন্যান্য স্বাধীনতা মানুষের কাছে অর্থহীন হয়ে দাঁড়ায়।


পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাম্য বলে বিবেচিত না হলেও কোন্ স্বাতন্ত্র্য একান্ত প্রয়ােজন?

পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাম্য বলে বিবেচিত না হলেও বিচারবিভাগীয় স্বাতন্ত্র্য একান্ত প্রয়ােজন।


স্বাধীনতার গুরুত্বপূর্ণ রক্ষাকবচগুলি উল্লেখ করাে।

স্বাধীনতার গুরুত্বপূর্ণ রক্ষাকবচগুলি হল- 

  • বিচারবিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা,

  • আইনের অনুশাসন,

  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ এবং

  • সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকার ও তার সংরক্ষণ।


স্বাধীনতার একটি রক্ষাকবচ উল্লেখ করাে।

স্বাধীনতার একটি রক্ষাকবচ হল সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকার।


স্বাধীনতার নেতিবাচক সংজ্ঞা দাও।

নেতিবাচক দিক থেকে স্বাধীনতার সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়, স্বাধীনতার অর্থ হল সমস্তরকম নিয়ন্ত্রণের অপসারণ এবং ব্যক্তির স্বাধীন আচরণের স্বীকৃতি।


ডাইসি আইনের অনুশাসন বলতে কী বুঝিয়েছেন?

ডাইসি আইনের অনুশাসন বলতে আইনের প্রাধান্য ও আইনের চোখে সমতাকে বুঝিয়েছেন।


রলস প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীরা কোন্ কোন্ ন্যায়ের প্রতিষ্ঠাকে স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ বলে মনে করেন?

রলস প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী সামাজিক ও রাজনৈতিক ন্যায়ের প্রতিষ্ঠাকে স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ বলে মনে করেন।


স্বাভাবিক সাম্যের কথা কোন্ কোন্ দার্শনিক প্রচার করেছেন?

সিসেরাে, পলিবিয়াস, রুশাে প্রমুখ দার্শনিক স্বাভাবিক সাম্যের কথা প্রচার করেছেন।


আইনগত সাম্যকে কী কী ভাগে ভাগ করা যায়?

আইনগত সাম্যকে তিন ভাগে ভাগ করা যায় ব্যক্তিগত সাম্য, রাজনৈতিক সাম্য ও অর্থনৈতিক সাম্য।


দার্শনিক অ্যারিস্টটল কী কী ধরনের ন্যায়ের কথা বলেছেন?

অ্যারিস্টটল বর্ণমূলক, সংশােধনমূলক ও বিনিময় সংক্রান্ত ন্যায়ের কথা বলেছেন।


'ন্যায় শব্দটি কোন্ কোন্ শব্দ থেকে উদ্ভূত হয়েছে?

লাতিন শব্দ জাস্টাস্ ও জাস্টিসিয়া থেকে ন্যায় শব্দটি উদ্ভূত হয়েছে।


মার্কসবাদী ধারণা অনুযায়ী সমাজে কীভাবে ন্যায় প্রতিষ্ঠিত হয়?

মার্কসবাদী ধারণা অনুযায়ী উৎপাদনের উপকরণ এবং বিনিময় ও বণ্টনের ওপর সামাজিক মালিকানা প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হয়।


কোন দার্শনিক সাম্যের ধারণাকে একটি বহুমাত্রিক ধারণা’ বলে অভিহিত করেছেন?

ফ্র্যাঙ্ক ঠাকুরদাস সাম্যের ধারণাকে একটি বহুমাত্রিক ধারণা বলে অভিহিত করেছেন।


বার্কার সাম্যের ধারণাকে কী বলে অভিহিত করেছেন?

বার্কারের মতে সাম্যের ধারণা একটি পরিবর্তনশীল ধারণা।


নেতিবাচক অর্থে সাম্য বলতে কী বোঝায়?

নেতিবাচক অর্থে সাম্য বলতে জাতি, ধর্ম, বর্ণ, সম্পত্তি, লিঙ্গ প্রভৃতির ভিত্তিতে কোনােরকম বৈষম্য না করাকে বােঝায়।


ইতিবাচক অর্থে সাম্য বলতে কী বােঝায়?

ইতিবাচক অর্থে পর্যাপ্ত সুযােগসুবিধা প্রদানকেই সাম্য বলা হয়।


মার্কসবাদীদের দৃষ্টিতে সাম্য কী?

মার্কসবাদীদের মতে, সমাজব্যবস্থা থেকে শ্রেণিবিভাগের লােপ পাওয়াকে সাম্য বলা হয়।


সামাজিক সাম্য বলতে কী বােঝায়?

সামাজিক সাম্য বলতে সামাজিক ক্ষেত্রে মানুষের সঙ্গে মানুষের সমতাকে বােঝায়।


আইনগত সাম্য বলতে কী বােঝায়?

আইনগত সাম্য বলতে আইনের দৃষ্টিতে সাম্য এবং আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকারকে বােঝায়।


আইনের দৃষ্টিতে সাম্য বলতে কী বােঝায়?

আইনের দৃষ্টিতে সাম্য বলতে বােঝায় কোনাে ব্যক্তিই আইনের উর্ধ্বে নয়।


ব্যক্তিগত সাম্য বলতে কী বােঝায়?

সমাজের মধ্যে প্রতিটি ব্যক্তি সমানভাবে সামাজিক অধিকার ভােগের সুযােগ লাভ করলে তাকে ব্যক্তিগত সাম্য বলে অভিহিত করা যায়।


রাজনৈতিক সাম্য বলতে কী বােঝায়?

রাজনৈতিক সাম্য বলতে সরকার গঠন ও পরিচালনার ক্ষেত্রে জাতি ধর্ম-বর্ণ-অর্থ-স্ত্রী-পুরুষ নির্বিশেষে সকলের সমান অংশগ্রহণের অধিকারকে বােঝায়।


অর্থনৈতিক সাম্য বলতে কী বােঝায়?

জাতি-ধর্মবর্ণ-স্ত্রী-পুরুষ নির্বিশেষে সকলের জন্য পর্যাপ্ত অর্থনৈতিক সুযােগসুবিধা প্রদানকে অর্থনৈতিক সাম্য বলে।


আন্তর্জাতিক সাম্য বলতে কী বােঝায়?

আন্তর্জাতিক ক্ষেত্রে সাম্যের নীতি সম্প্রসারণ করাকে আন্তর্জাতিক সাম্য বলা হয়।


বণ্টনমূলক ন্যায় কাকে বলে?

রাজনৈতিক জনসম্প্রদায়ের মধ্যে প্রত্যেক ব্যক্তি যখন তার উপযুক্ত সামাজিক মর্যাদা ও প্রাপ্য অংশ লাভ করে, তখন তাকে বণ্টনমূলক ন্যায় বলে।


কে ন্যায়কে একটি 'দুমুখাে ধারণা বলেছেন?

র্যাফেল ন্যায়কে একটি দুমুখাে ধারণা বলেছেন।


সংশােধনমূলক ন্যায় বলতে কী বােঝায়?

জনসম্প্রদায়ের সদস্যদের মধ্যে ব্যক্তিগত আদানপ্রদান চলাকালীন অনিচ্ছাকৃতভাবে সামাজিক মর্যাদা বা অধিকারের যে ক্ষতি সাধিত হয়, তার সংশােধনকে সংশােধনমূলক ন্যায় বলে।


বিনিময়-সংক্রান্ত ন্যায় কী?

বিনিময়-সংক্রান্ত ন্যায় বলতে ক্রয়বিক্রয় বা লেনদেনের স্বেচ্ছামূলক আদানপ্রদানের ক্ষেত্রে কোনাে দ্রব্য বা পরিসেবার বিনিময়ে অন্য দ্রব্য বা পরিসেবার অনুপাত নির্ধারণকে বােঝায়।


প্রিন্সিপলস অব সােশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি গ্রন্থটি কার রচনা?

প্রিন্সিপলস অব সােশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি গ্রন্থটি আর্নেস্ট বার্কারের রচনা।


রলসের মতে ন্যায়ের ভিত্তি কী?

রলসের মতে, ন্যায়ের ভিত্তি হল ন্যায্যতা।


মার্কসবাদীদের মতে ন্যায় কীভাবে প্রতিষ্ঠিত হয়?

মার্কসবাদীদের মতে, উৎপাদনের উপকরণ, বিনিময় ও বণ্টনের ওপর সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হলেই কেবল ন্যায় প্রতিষ্ঠিত হতে পারে।


রাজনৈতিক ন্যায় কাকে বলে?

রাজনৈতিক ন্যায় বলতে জাতি-ধর্মবর্ণ-স্ত্রী-পুরুষ-ধনী-নির্ধন নির্বিশেষে রাষ্ট্র কর্তৃক কতকগুলি রাজনৈতিক অধিকার প্রদান ও সংরক্ষণকে বােঝায়, যার মাধ্যমে কোনাে ব্যক্তি রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।


আইনগত ন্যায় বলতে কী বােঝায়?

আইনগত ন্যায় বলতে দেশের প্রচলিত আইন অনুযায়ী ন্যায়ের প্রতিষ্ঠাকে বােঝায়।


সংরক্ষণমূলক বৈষম্য বলতে কী বােঝায়?

যখন বিশেষ কোনাে সম্প্রদায় বা জাতির জন্য রাষ্ট্র কতকগুলি বিশেষ সুযােগসুবিধা প্রদান করে, তখন তাকে সংরক্ষণমূলক বৈষম্য বলে।


আর্নেস্ট বার্কার ন্যায়কে কী বলে চিহ্নিত করেছেন?

আর্নেস্ট বার্কার ন্যায়কে একটি সমন্বয়ী শব্দ বলে চিহ্নিত করেছেন।


রলস পার্থক্য নীতি’-র মাধ্যমে কী বােঝাতে চেয়েছেন?

রলস এর পার্থক্য নীতি অনুসারে সামাজিক ও অর্থনৈতিক অসাম্যকে এমনভাবে বিন্যস্ত করতে হবে, যাতে সেগুলি যুক্তিসংগতভাবে প্রত্যেকের, বিশেষত কম সুবিধাপ্রাপ্তদের সুবিধার অনুকূল হয়।


রলসের ম্যাক্সিমিন নীতি' কী?

সর্বাপেক্ষা কম সুবিধাপ্রাপ্তদের সর্বাপেক্ষা বেশি সুবিধা প্রদান করার নীতিই হল ম্যাক্সিমিন নীতি।


বেন ও পিটার্স ইতিবাচক সাম্য বলতে কী বুঝিয়েছেন?

বেন ও পিটার্স ইতিবাচক সাম্য বলতে প্রত্যেকের আত্মবিকাশের উপযােগী যথাযথ সুযােগসুবিধাকেই বুঝিয়েছেন।


আর্নেস্ট বার্কার তার কোন্ গ্রন্থে ন্যায় সম্পর্কে বিস্তারিতভাবে আলােচনা করেছেন?

প্রিন্সিপলস অব সােশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি নামক গ্রন্থে আর্নেস্ট বার্কার ন্যায় সম্পর্কে বিস্তারিতভাবে আলােচনা করেছেন।


ল্যাস্কির মতে, সাম্য বলতে কখনােই কীরূপ ব্যবহারকে বােঝায় না?

ল্যাস্কির মতে, সাম্য বলতে কখনােই সকলের প্রতি সমান ব্যবহারকে বােঝায় না।


ল্যাস্কির মতে, কেন সবার জন্য সমান সুযােগসুবিধা সম্ভব নয়?

যতদিন মানুষের অভাব, যােগ্যতা ও প্রয়ােজনের ক্ষেত্রে পার্থক্য থাকবে ততদিন সবার জন্য সমান সুযােগসুবিধা সম্ভব নয়।


একজন গণিতজ্ঞ ও রাজমিস্ত্রির প্রসঙ্গে ল্যাস্কি কী বলেছিলেন?

ল্যাস্কি বলেছিলেন, রাষ্ট্র যদি একজন গণিতজ্ঞ ও রাজমিস্ত্রিকে একই মূল্য দেয়, তাহলে প্রতিভার বিকাশ ঘটবে না।


ধনতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হওয়ায় সঙ্গে সঙ্গে কীরূপ সাম্যের ধারণা প্রসার লাভ করে?

ধনতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হওয়ায় সঙ্গে সঙ্গে রাজনৈতিক সাম্যের ধারণা প্রসার লাভ করে।


সর্বপ্রথম ন্যায়ের সন্ধান কার রচনায় পাওয়া যায়?

সর্বপ্রথম ন্যায়ের সন্ধান পিথাগােরাসের রচনায় পাওয়া যায়।


রলস ন্যায় বলতে কী বুঝিয়েছেন?

রলসের মতে, ন্যায় হল ক্ষমতা, সুযােগসুবিধা, অধিকার, স্বাধীনতা, আত্মমর্যাদা, আয় ও সম্পদের মতাে প্রাথমিক সামগ্রীর ন্যায্য বণ্টন।


রলসের বক্তব্য অনুসারে ন্যায়ের উদ্দেশ্য কী?

রলসের বক্তব্য অনুসারে সমস্ত মানুষের কল্যাণই হল ন্যায়ের উদ্দেশ্য।


প্লেটো কোন্ দৃষ্টিকোণ থেকে ন্যায়বিচারকে ব্যাখ্যা করেছেন?

প্লেটো আধ্যাত্মিক বা অধিবিদ্যামূলক দৃষ্টিকোণ থেকে ন্যায়বিচারকে ব্যাখ্যা করেছেন।


ন্যায়বিচার সম্পর্কে মার্কসবাদীদের মূল বক্তব্য কী?

মার্কসবাদীরা মনে করেন, পুঁজিবাদের অবসানের পর একমাত্র সমাজতান্ত্রিক সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।


মার্কসবাদ অনুসারে কোন্ সমাজে কখনােই ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়?

মার্কসবাদ অনুসারে ধনবৈষম্যমূলক সমাজে কখনােই ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।


ল্যাস্কির মতানুসারে, সাম্যের মূল বৈশিষ্ট্য উল্লেখ করাে।

ল্যাস্কির মতানুসারে, সাম্যের মূল বৈশিষ্ট্য হল— বিশেষ সুযােগসুবিধার অনুপস্থিতি এবং  সকলের জন্য পর্যাপ্ত সুযােগসুবিধা দান।


ন্যায়কে সমন্বয়কারী ধারণা বলে কে অভিহিত করেছেন?

ন্যায়কে সমন্বয়কারী ধারণা বলে অভিহিত করেছেন বার্কার।


বার্কার ন্যায় সম্পর্কে কোন্ তিনটি শব্দের উল্লেখ করেছেন, সেগুলির অর্থ কী?

বার্কার ন্যায় সম্পর্কে 'Jus', 'Justus', এবং 'Justitia' এই তিনটি শব্দের উল্লেখ করেছেন, এগুলির অর্থ হল সংযুক্ত করা বা খাপ খাওয়ানাে।


আইনের দৃষ্টিতে সাম্য কথার অর্থ কী?

আইনের দৃষ্টিতে সাম্য কথার অর্থ হল আইনের চোখে সবাই সমান।


সাম্যের ধারণা প্রথম কোথায় উৎপত্তি লাভ করে?

সাম্যের ধারণা প্রথম উৎপত্তি লাভ করে প্রাচীন গ্রিসে৷


ন্যায়ের ধারণাটি কে, কবে প্রথম প্রচার করেন?

খ্রিস্টপূর্ব ৫৮২-৫০৭ অব্দে, গ্রিক-পণ্ডিত পিথাগােরাসের অনুগামীরা প্রথম ন্যায়ের কথা প্রচার করেন।


স্বাভাবিক সাম্য বলতে কী বােঝায়?

স্বাভাবিক সাম্যের তত্ত্ব অনুসারে মানুষ জন্ম থেকেই স্বাধীন, স্বাভাবিক সাম্য অনুসারে প্রতিটি মানুষ সমান অধিকারসম্পন্ন।


সামাজিক ন্যায় বলতে কী বােঝায়?

সমাজের বৃহত্তর স্বার্থের সঙ্গে ব্যক্তি বা গােষ্ঠী স্বার্থের সমন্বয়সাধনকে সামাজিক ন্যায় বলা হয়।


ন্যায় সম্পর্কে ল্যাস্কির অভিমত কী?

অসাম্য ও বৈষম্যকে বজায় রেখে কখনােই প্রকৃত ন্যায়ের প্রতিষ্ঠা সম্ভব নয়।


‘ডিমােক্রেসি শব্দটি কোন্ কোন্ গ্রিক শব্দের সমন্বয়ে গড়ে উঠেছে?

ডিমােস ও ক্রাটোস এই দুটি গ্রিক শব্দের সমন্বয়ে 'ডিমােক্লেসি শব্দটি গড়ে উঠেছে।


সুইজি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীর মতে জনগণের শাসন বলতে কী বােঝায়?

সুইজি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীর মতে, জনগণই হল শাসনব্যবস্থার উৎসস্থল। জনগণ ও সরকার একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত।


প্রত্যক্ষ গণতন্ত্র কীরূপ প্রকৃতির হয়?

প্রত্যক্ষ গণতন্ত্র সহজ ও সরল প্রকৃতির হয়।


প্রত্যক্ষ গণতন্ত্র কীরূপ রাষ্ট্রের পক্ষে উপযােগী?

প্রত্যক্ষ গণতন্ত্র ছােটো ও সমজাতীয় রাষ্ট্রের পক্ষে উপযােগী।


বর্তমানে অনেক গণতান্ত্রিক রাষ্ট্রে কী কী প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা গৃহীত হয়েছে?

অনেক গণতান্ত্রিক রাষ্ট্রে বর্তমানে গণভােট, গণ-উদ্যোগ ও পদচ্যুতির মতাে প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা গৃহীত হয়েছে।


প্রাচীনকালে কোন্ কোন্ দেশে প্রত্যক্ষ গণতন্ত্র বিদ্যমান ছিল?

প্রাচীন গ্রিস ও রােমে প্রত্যক্ষ গণতন্ত্র বিদ্যমান ছিল।


প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা লােপ পাওয়ার কারণ কী?

বড়াে রাষ্ট্র ও জনসংখ্যা বৃদ্ধি প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা লােপ পাওয়ার মূল কারণ।


গণতন্ত্রকে কারা সর্বশ্রেষ্ঠ শাসন বলে অভিহিত করেছেন?

জন স্টুয়ার্ট মিল, বেন্থাম ও টকভিল গণতন্ত্রকে সর্বশ্রেষ্ঠ শাসন বলে অভিহিত করেছেন।


কারা গণতান্ত্রিক ব্যবস্থার সমালােচনা করেছেন?

লেকি, কার্লাইল, ফ্যাওয়ে প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী গণতান্ত্রিক ব্যবস্থার সমালােচনা করেছেন।


গণতন্ত্রে বিচারব্যবস্থা কীরূপ হয়?

গণতন্ত্রে বিচারব্যবস্থা হয় স্বাধীন ও নিরপেক্ষ।


কীসের উপর ভিত্তি করে গণতন্ত্রের ইমারত দাঁড়িয়ে থাকে?

সাম্য, স্বাধীনতা ও মৈত্রীর ওপর ভিত্তি করে গণতন্ত্রের ইমারত দাড়িয়ে থাকে।


জন স্টুয়ার্ট মিল গণতন্ত্রের সাফল্যের জন্য কী কী শর্তের কথা বলেছেন?

মিল গণতন্ত্রের সাফল্যের জন্য গণতন্ত্রকে গ্রহণ করার ইচ্ছা ও সামর্থ্য থাকা, জনগণের সদা সতর্ক থাকা, নিজ নিজ কর্তব্য পালন। করা ও অধিকার রক্ষা করার ইচ্ছা ও সামর্থ্য থাকার কথা বলেছেন।


প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের একটি পদ্ধতির নাম উল্লেখ করাে।

প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণের একটি পদ্ধতি হল গণভােট।


গণতন্ত্র' শব্দটির প্রথম প্রয়ােগ দেখা যায় কত শতাব্দীতে?

খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে গণতন্ত্র' শব্দটির প্রথম প্রয়ােগ দেখা যায়।


ডিমােক্রেসি' বা গণতন্ত্র শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী?

‘ডিমােক্রেসি’ বা ‘গণতন্ত্র' শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হল জনগণের শাসন।


ব্যাপক অর্থে গণতন্ত্র বলতে কী বােঝায়?

ব্যাপক অর্থে গণতন্ত্র হল এমন এক সমাজব্যবস্থা যেখানে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রভৃতি সর্বক্ষেত্রেই সাম্য প্রতিষ্ঠিত হয়।


সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে কী বােঝায়?

সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে গণতান্ত্রিক শাসনব্যবস্থা বা সরকারকেই বােঝায়।


প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কী বােঝায়?

প্রত্যক্ষ গণতন্ত্র বলতে সেই শাসনব্যবস্থাকে বােঝায়, যেখানে জনসাধারণ প্রত্যক্ষভাবে এবং সক্রিয়ভাবে শাসনকার্য পরিচালনায় অংশগ্রহণ করতে পারে।


প্রত্যক্ষ গণতন্ত্র কোন্ কোন্ দেশে লক্ষ করা যায়?

সুইটজারল্যান্ডের কয়েকটি ক্যান্টনে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে প্রত্যক্ষ গণতন্ত্র লক্ষ করা যায়।


গণতান্ত্রিক শাসনব্যবস্থার পক্ষে মতামত দিয়েছেন, এরূপ কয়েকজন দার্শনিকের নাম করাে।

জন স্টুয়ার্ট মিল, বেল্থাম, টকভিল, ল্যাঙ্কি, বার্কার, ব্রাইস প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী গণতান্ত্রিক শাসনব্যবস্থার পক্ষে মত দিয়েছেন।


সর্বাধিক জনগণের সর্বাধিক মঙ্গলের কথা কোন্ দার্শনিক বলেছেন?

বেন্থাম সর্বাধিক জনগণের সর্বাধিক মঙ্গলের কথা বলেছেন।


কার্লাইল গণতন্ত্রকে কী বলে অভিহিত করেছেন?

কার্লাইলের মতে, গণতন্ত্র হল মূর্খদের জন্য এবং মূর্খদের দ্বারা পরিচালিত শাসনপদ্ধতি।


লেকি গণতন্ত্রকে কীভাবে ব্যাখ্যা করেছেন?

লেকির মতে, গণতন্ত্র হল সর্বাপেক্ষা দরিদ্র, সর্বাপেক্ষা অজ্ঞ এবং সর্বাপেক্ষা অকর্মণ্য ব্যক্তির শাসন।


গণতান্ত্রিক শাসনব্যবস্থার একটি ত্রুটি উল্লেখ করাে।

সমালােচকরা মনে করেন, গণতান্ত্রিক ব্যবস্থা জরুরি অবস্থার পক্ষে সম্পূর্ণ অনুপযুক্ত।


গণতন্ত্র সম্পর্কে সিলির অভিমত কী?

রাষ্ট্রবিজ্ঞানী সিলির মতে, গণতন্ত্র হল সেই শাসনব্যবস্থা যাতে প্রত্যেকের অংশগ্রহণ করার অধিকার আছে।


গণতন্ত্র সম্পর্কে ডাইসি কী বলেছেন?

গণতন্ত্র সম্পর্কে ডাইসি বলেছেন যে শাসনব্যবস্থায় তুলনামূলকভাবে জনসংখ্যার একটি গরিষ্ঠ অংশের হাতে শাসনক্ষমতা অর্পিত থাকে। তাই হল গণতন্ত্র।


গণতন্ত্র বলতে লর্ড ব্রাইস কী বুঝিয়েছেন?

গণতান্ত্রিক শাসনব্যবস্থায় শাসন ক্ষমতা দেশের সকলের হাতে অর্পিত থাকলেও কার্যত তা সংখ্যাগরিষ্ঠের শাসনে পর্যবসিত হয়।


গণতন্ত্র সম্পর্কে বার্নসের অভিমত কী?

গণতন্ত্র সম্পর্কে বার্নস বলেছেন, গণতন্ত্র হল এমন এক সমাজব্যবস্থা যেখানে সব মানুষ সমান না হলেও এক অর্থে সমমর্যাদার অধিকারী।


গণতন্ত্র সম্পর্কে সমাজতন্ত্রবাদীদের অভিমত কী?

গণতন্ত্র সম্পর্কে সমাজতন্ত্রবাদীদের অভিমত হল অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত না হলে প্রকৃত গণতান্ত্রিক সমাজ গঠন করা কখনােই সম্ভব নয়।


"গণতান্ত্রিক শাসনব্যবস্থা হল আধুনিককালের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার” '-এ কথা কে বলেছেন?

প্রশ্নোদ্ধৃত কথাটি বলেছেন জেমস মিল।


"গণতন্ত্রে যথাবিহিত আইন পদ্ধতি ছাড়া আমাদের ব্যক্তিজীবনের উপর হস্তক্ষেপ করা সম্ভব নয়”—উক্তিটি কে করেছেন?

প্রশ্নোষ্ধৃত উক্তিটি করেছেন রাষ্ট্রবিজ্ঞানী ফাইনার।


"গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করার জন্য স্থানীয় স্বায়ত্তশাসন একান্ত প্রয়ােজন”—এ কথা কে বলেছেন?

প্রশ্নোদ্ধৃত কথাটি বলেছেন লর্ড ব্রাইস।


“গণতন্ত্রের সাফল্যের জন্য প্রয়ােজন ন্যায়পরায়ণ, যুক্তিবাদী এবং বিবেকবান নেতৃত্ব”—উক্তিটি কে করেছেন?

প্রশ্নোদ্ধৃত উক্তিটি করেছেন স্যুমপিটার।


একনায়তন্ত্রের প্রকারভেগুলি কী কী?

একনায়কতন্ত্র তিন প্রকার—দলগত, শ্রেণিগত ও ব্যক্তিগত।


একনায়কতন্ত্রে কীসের শ্রেষ্ঠত্বের কথা বলা হয়?

একনায়কতন্ত্রে রাষ্ট্রের ও নায়কের শ্রেষ্ঠত্বের কথা বলা হয়।


দলগত একনায়কতন্ত্রের নেতা কে কে ছিলেন?

জার্মানিতে হিটলার ও ইতালিতে মুসােলিনি ছিলেন দলগত একনায়কতন্ত্রের নেতা।


একনায়কতন্ত্র বলতে কী বােঝায়?

রাষ্ট্রের মধ্যে একজন বা কয়েকজন ব্যক্তি যখন দেশের যাবতীয় শাসনক্ষমতা করায়ত্ত করে অপ্রতিহতভাবে তা প্রয়ােগ করে থাকেন, তখন সেই শাসনব্যবস্থাকে একনায়কতন্ত্র বলে অভিহিত করা হয়।


দলগত একনায়কতন্ত্র কাকে বলে?

যখন একটিমাত্র দলের হাতে রাষ্ট্রক্ষমতা সম্পূর্ণভাবে কেন্দ্রীভূত থাকে এবং সেই দল ছাড়া ওই দেশে অন্য কোনাে দলের অস্তিত্ব থাকে না, তখন তাকে দলগত একনায়কতন্ত্র বলা হয়।


সামরিক একনায়কতন্ত্র আছে এরূপ দেশের নাম লেখো।

মায়ানমার বা বার্মাতে সামরিক একনায়কতন্ত্র আছে।


সামরিক একনায়কতন্ত্র কাকে বলে?

যদি কোনাে সেনানায়ক সেনাবাহিনীর সমর্থন ও সহযােগিতায় সামরিক অভ্যুত্থান ঘটিয়ে কোনাে দেশের রাজনৈতিক ক্ষমতা দখলের মাধ্যমে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন, তখন তাকে সামরিক একনায়কতন্ত্র বলা হয়।


ব্যক্তিগত একনায়কতন্ত্র কাকে বলে?

যখন একজন ব্যক্তি বা নেতার হাতে দেশের যাবতীয় ক্ষমতা চূড়ান্তভাবে কেন্দ্রীভূত থাকে, তখন তাকে ব্যক্তিগত একনায়কতন্ত্র বলে।


এমন একটি দেশের নাম লেখাে, যেখানে ব্যক্তিগত একনায়কতন্ত্র ছিল।

আফ্রিকা মহাদেশের ঘানায় নকুমার শাসন ছিল ব্যক্তিগত একনায়কতন্ত্রের উদাহরণ।


‘কালাে কুর্তা’ কোন্ একনায়কের বাহিনীর নাম ছিল?

ইতালির মুসােলিনির বাহিনীর নাম ছিল কালাে কুর্তা।


‘গেস্টাপাে’ কোন্ একনায়কের বাহিনীর নাম ছিল?

জার্মানিতে হিটলারের বাহিনীর নাম ছিল 'গেস্টাপাে।


“স্ত্রীলােকের কাছে মাতৃত্ব যেমন কাম্য, পুরুষের কাছে যুদ্ধও তেমনই কাম্য”—উক্তিটি কার?

প্রশ্নোষ্ধৃত উক্তিটি বেনিটো মুসােলিনির।


একনায়কতন্ত্রের একটি সুবিধা বা গুণ উল্লেখ করাে।

একনায়কতন্ত্রের একটি সুবিধা বা গুণ হল একনায়কতন্ত্র দলীয় ব্যবস্থার কুফলমুক্ত।


একনায়কতন্ত্রের একটি অসুবিধা বা দোষ উল্লেখ করাে।

একনায়কতন্ত্রের একটি অসুবিধা বা দোষ হল একনায়কতন্ত্রে ব্যক্তিস্বাধীনতা থাকে না।


একনায়কতন্ত্রের একটি রূপের নাম লেখাে।

একনায়কতন্ত্রের একটি রূপ হল সামরিক একনায়কতন্ত্র।


সামরিক একনায়কতন্ত্রের দুটি উদাহরণ দাও।

সামরিক একনায়কতন্ত্রের দুটি উদাহরণ হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মিশর ও নাইজিরিয়া।


একনায়কতন্ত্রের পক্ষে একটি যুক্তি দাও।

একনায়কতন্ত্রের পক্ষে একটি যুক্তি হল একনায়কতন্ত্র জরুরি অবস্থার পক্ষে উপযুক্ত।