মুক্ত বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে।

মুক্ত বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্যাবলি

শিক্ষাজগতে এক নতুন সংযােজন হল মুক্ত বিশ্ববিদ্যালয়। এধরনের বিশ্ববিদ্যালয়গুলির বৈশিষ্ট্যগুলি হল一


(১) স্বনিয়ন্ত্রণ: মুক্ত বিশ্ববিদ্যালয়গুলি স্বাধীন এবং স্বনিয়ন্ত্রিত।


(২) ভিন্ন প্রকৃতির সেনেট ও কাউন্সিল: মুক্ত বিশ্ববিদ্যালয়ে কাউন্সিল এবং সেনেট থাকে, যদিও সাধারণ বিশ্ববিদ্যালয়ের তুলনায় এগুলি কিছুটা ভিন্ন প্রকৃতির হয়ে থাকে।


(৩) বিভিন্ন পদাধিকারী: মুক্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, সেক্রেটারি, অ্যাকাডেমিক বিভাগের প্রধান, হােম স্টাডিজের ডিরেক্টর প্রমুখ পদাধিকারী নিযুক্ত থাকেন।


(৪) ডিগ্রি: মুক্ত বিশ্ববিদ্যালয়ে 'সাধারণ ডিগ্রি এবং 'বিশেষ ধরনের ডিগ্রি প্রদানের ব্যবস্থা থাকে। তবে ডিগ্রি বা ডিপ্লোমা গ্রহণ বাধ্যতামূলক নয়।


(৫) ফাউন্ডেশন কোর্স: মুক্ত বিশ্ববিদ্যালয়ে সাধারণত গণিত, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি এবং সমাজবিজ্ঞানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফাউন্ডেশন কোর্সের ব্যবস্থা থাকে।


(৬) কোর্সের সময়সীমা: মুক্ত বিশ্ববিদ্যালয়ে সাধারণত তিন বছরের স্নাতক স্তর এবং দুই বছরের স্নাতকোত্তর স্তরের কোর্স থাকে। মেধাবী শিক্ষার্থীকে কম সময়ে কোর্স শেষ করার সুযােগ দেওয়া হয়। প্রতিটি কোর্স শেষ করার সর্বাধিক সময়সীমা পাঁচ বছর।


(৭) ক্রেডিট স্থানান্তকরণের ব্যবস্থা: মুক্ত বিশ্ববিদ্যালয়ে একটি কোর্স থেকে অন্য কোর্সে ক্রেডিট বা প্রাপ্ত নম্বর স্থানান্তকরণ করার ব্যবস্থা থাকে।


(৮) মূল্যায়ন: মুক্ত বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিক অ্যাসেসমেন্ট ও চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে পরীক্ষার্থীর মূল্যায়ন করা হয়।


বিভিন্ন ধরনের প্রথাবহির্ভূত শিক্ষার প্রতিষ্ঠান বা শিক্ষালয় সম্পর্কে আলােচনা করাে।


প্রথাবহির্ভূত শিক্ষা বলতে কী বোঝ? এই শিক্ষার সীমাবদ্ধতা উল্লেখ করাে।


ভারতে মুক্ত বিদ্যালয়গুলির বৈশিষ্ট্য এবং পরীক্ষাব্যবস্থা আলােচনা করাে।


দূরাগত শিক্ষা ও নিয়ন্ত্রিত শিক্ষার পার্থক্যগুলি উল্লেখ করাে।


মুক্ত শিক্ষার অসুবিধাগুলি উল্লেখ করাে।


মুক্তশিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখাে।


মুক্ত বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যগুলি উল্লেখ করাে। মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন পদ্ধতি কী রূপ?