উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করাে।

উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের সাদৃশ্য

উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সাদৃশ্য লক্ষ করা যায়। যেমন一


[1] আধিপত্য প্রতিষ্ঠা: উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ—উভয়েরই লক্ষ্য হল শক্তিশালী রাষ্ট্রের দ্বারা দুর্বল রাষ্ট্রের ওপর নিজেদের রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করা।


[2] সাম্রাজ্যবাদের অংশ: শক্তিশালী কোনাে দেশ বিভিন্ন উপায়ে সাম্রাজ্যবাদী নীতি বাস্তবায়িত করে অন্য কোনাে দেশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। এই বিভিন্ন উপায়ের মধ্যে অন্যতম হল উপনিবেশবাদ।


[3] মাত্রা: সাম্রাজ্যবাদী নীতি বিভিন্ন উপায়ে বাস্তবায়িত হয়ে থাকে। এর মধ্যে অন্যতম একটি উপায় হল ঔপনিবেশিক আগ্রাসন। অর্থাৎ মাত্রার বিচারে সাম্রাজ্যবাদের ব্যপ্তি উপনিবেশবাদের তুলনায় অনেক বেশি।


[4] আগ্রাসন: উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ—উভয়ের লক্ষ্য হল অন্য রাষ্ট্রের ভূখণ্ডে আগ্রাসন চালানাে। তবে উপনিবেশবাদী আগ্রাসনের তুলনায় সাম্রাজ্যবাদী আগ্রাসন অনেক বেশি তীব্র। এক কথায়, উপনিবেশবাদকে দুর্বল সাম্রাজ্যবাদী আগ্রাসন বলে অভিহিত করা যায়।


উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের পার্থক্য


উপনিবেশবাদ


  • উপনিবেশবাদ বলতে বােঝায় একটি শক্তিশালী রাষ্ট্রের দ্বারা অন্য কোনাে দুর্বল রাষ্ট্র বা জাতির ওপর নিজেদের নেতৃত্ব বা দায়িত্ব প্রতিষ্ঠার মানসিকতা।


  • প্রাচীনত্বের বিচারে সাম্রাজ্যবাদের তুলনায় উপনিবেশবাদ হল নতুন ভাবধারা। উপনিবেশবাদের প্রসার শুরু হয় মােটামুটিভাবে খ্রিস্টীয় পঞ্চদশ শতকের পর থেকে।


  • উপনিবেশবাদের লক্ষ্য হল বিজিত রাষ্ট্রে নিজেদের শাসননীতির প্রচলন, নিজ দেশের স্বার্থে বিজিত রাষ্ট্রের সম্পদ ব্যবহার প্রভৃতি।


  • নৌশক্তিতে উন্নত ইউরােপীয় দেশগুলি পঞ্চদশ শতকের পর থেকে উপনিবেশ প্রতিষ্ঠার পদক্ষেপ হিসেবে বাণিজ্যের প্রসার ঘটানাের উদ্যোগ নেয়।


  • ঔপনিবেশিক রাষ্ট্র থেকে প্রচুর মানুষ এসে উপনিবেশে বসবাস শুরু করে। তবে আগত এই জনগণের আনুগত্য থাকে মাতৃভূমির প্রতি।


  • কোনাে ঔপনিবেশিক রাষ্ট্রের বিপুল সংখ্যক মানুষ অন্য দেশে গিয়ে বসবাস শুরু করার মাধ্যমে সেখানে উপনিবেশ প্রতিষ্ঠা করে এবং উপনিবেশে অবস্থান করেই সেই স্থানে নিয়ন্ত্রণ চালায়। ক্রমে সেই উপনিবেশের বাসিন্দারাই সেখানকার রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ দখল করতে শুরু করে। যেমন-ইংল্যান্ডের প্রচুর মানুষ একদা উত্তর আমেরিকায় গিয়ে ত্রয়ােদশ উপনিবেশ গড়ে তােলে এবং সেখানকার রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়।


  • উনবিংশ শতকে বিভিন্ন ইউরােপীয় শক্তি ভারত, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, আলজেরিয়া প্রভৃতি দেশে যে ধরনের আধিপত্য প্রতিষ্ঠা করে তা উপনিবেশবাদের উদাহরণ।


সাম্রাজ্যবাদ


  • সাম্রাজ্যবাদ বলতে বােঝায় কোনাে রাষ্ট্র বা জাতির ওপর অন্য কোনাে শক্তিশালী রাষ্ট্রের রাজনৈতিক বা অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা।


  • উপনিবেশবাদের চেয়ে অনেক প্রাচীন ভাবধারা হল সাম্রাজ্যবাদ। প্রাচীন রােমান সাম্রাজ্যের যুগেও সাম্রাজ্যবাদের আগ্রাসন ছিল।


  • সাম্রাজ্যবাদের লক্ষ্য হল প্রত্যক্ষ অভিযানের মাধ্যমে অন্য কোনাে রাষ্ট্রের ভূখণ্ড দখল করে নিজ রাষ্ট্রের সীমানার প্রসার ঘটানাে।


  • শক্তিশালী রাষ্ট্রগুলি প্রাচীনকাল থেকে সাম্রাজ্যবাদী আগ্রাসন বাস্তবায়িত করতে গিয়ে অন্যদেশের ভূখণ্ড দখল করে চলেছে।


  • সাম্রাজ্যবাদী রাষ্ট্রের জনগণ নতুন দখল করা রাষ্ট্রে বসবাস নাও করতে পারে। দখল করা অঞ্চলের সার্বভৌম ক্ষমতা কেড়ে নিয়ে বিজিত অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠা করা হয়।


  • সাম্রাজ্যবাদের দ্বারা সামরিক অভিযানের মাধ্যমে অন্য কোনাে স্থান নিজ রাষ্ট্রের দখলে এনে সেখানে নিজেদের প্রত্যক্ষ শাসন প্রতিষ্ঠা করা হয়। সেক্ষেত্রে বিজয়ী রাষ্ট্রের বিপুল সংখ্যক জনগণের বিজিত রাষ্ট্রে বসবাসের প্রয়ােজন পড়ে না। যেমন— আমেরিকা একদা ফিলিপিনস দ্বীপপুঞ্জে প্রত্যক্ষ সামরিক অভিযান চালিয়ে স্থানটি দখল করে নেয়।


  • উনবিংশ শতকের শেষদিকে ইউরােপের বিভিন্ন দেশ আফ্রিকার বিভিন্ন অঞ্চল যেভাবে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় তা সাম্রাজ্যবাদের উদাহরণ।