কৈশাের বা বয়ঃসন্ধি বলতে কী বােঝ? বয়ঃসন্ধিকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি লেখাে। ওই সময়ে কী কী চাহিদা দেখা দেয়?

কৈশাের বা বয়ঃসন্ধি

কৈশােরের বয়সকাল 12 থেকে 20 বছর। দেশভেদে এবং আর্থসামাজিক অবস্থাভেদে ও লিঙ্গভেদে বয়ঃসন্ধিক্ষপের সূচনায় পার্থক্য দেখা যায়।


ডরােথি রােজার্সের মতে, বয়ঃসন্ধিকাল হল জীবনের এমন একটি সময় যখন সমাজ ব্যক্তিকে শিশু হিসেবেও গণ্য করে না, আবার প্রাপ্তবয়স্কদের মর্যাদাও দেয় না। মনােবিদ এ. টি. জারসিল্ডের মতে, বয়ঃসন্ধি হল এমন একটি বয়ঃস্তর যে সময়ে ছেলেমেয়েরা মানসিক, প্রাক্ষোভিক, সামাজিক ও দৈহিক দিক থেকে বাল্যকাল থেকে বয়স্ককালের পথে এগিয়ে চলে।


বয়ঃসন্ধিকালের বিকাশগত বৈশিষ্ট্য


এই স্তরে বিকাশের একটি বৈশিষ্ট্য হল বিকাশ হঠাৎ ঘটে, যার প্রতি কিশােরকিশােরীরা সচেতন থাকে না ফলে নানারকম সমস্যা দেখা দেয়। বিকাশের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি হল一


(১) দৈহিক বিকাশ: বয়ঃসন্ধিকালে ছেলে, মেয়ে উভয়ের মধ্যেই ব্যাপক দৈহিক পরিবর্তন দেখা দেয়। এই সময়ের দৈহিক বিকাশের বিভিন্ন দিকগুলি হল


  • উচ্চতা ও ওজন বৃদ্ধি: এই সময়ে ছেলে ও মেয়েদের উচ্চতা ও ওজন বৃদ্ধি পায়। লিঙ্গভেদে এই উচ্চতা ও ওজন বৃদ্ধিতে পার্থক্য দেখা যায়।


  • দেহের বিভিন্ন অংশের বৃদ্ধি: উচ্চতা ও ওজন বৃদ্ধি ছাড়াও দেহের বিভিন্ন অংশের আনুপাতিক বৃদ্ধি ও অস্থির পরিবর্তন ঘটে।


  • কণ্ঠস্বর পরিবর্তন: তাদের গলার স্বরেও পরিবর্তন আসে। কিশােরদের গলার স্বর কর্কশ হয়। কিশােরীদের গলার স্বর মিষ্টি হয়।


  • যৌন পরিবর্তন: যৌনাঙ্গের ক্ষেত্রেও গৌণ পরিবর্তন দেখা যায়। কিশােরদের যৌনাঙ্গ বড়াে হয়, কিশােরীদের যৌনাঙ্গ পরিণত হয়।


  • সঞ্চালনগত পরিবর্তন: অস্থি ও পেশি সুগঠিত হওয়ার ফলে সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পায়। এক্ষেত্রে কিশােরেরা এগিয়ে থাকে।


(২) মানসিক বিকাশ: কৈশােরে ছেলেমেয়েদের মানসিক বিকাশে লিঙ্গগত পার্থক্য তেমন স্পষ্ট নয়।


  • চিন্তনের বিকাশ: এই সময় ছেলেমেয়েদের মধ্যে চিন্তনের বিকাশ ঘটে।


  • সমস্যা সমাধানের সামর্থ্য: ছেলেমেয়েরা স্বাধীনভাবে নানান সমস্যার সমাধান করতে পারে।


  • যুক্তিবুদ্ধির বিকাশ: এসময়ে তাদের যুক্তি, বিচার ও সামাজিকীকরণের ক্ষমতার বিকাশ ঘটে।


  • স্মৃতি ও কল্পনার বিকাশ: এই সময় থেকে কিশাের কিশােরীদের মধ্যে স্মৃতি ও কল্পনাশক্তি বিকশিত হয়।


  • সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার বিকাশ: বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের মধ্যে যুক্তি ও বিচার ক্ষমতার বিকাশের ফলে এসময় তারা যুক্তি দ্বারা কোনো কিছু বিচারের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণে সমর্থ হয়।


  • নৈতিকতার বিকাশ: এই বয়সে ছেলেমেয়েদের মধ্যে নীতিবােধের ধারণা গড়ে ওঠে।


(৩) সামাজিক বিকাশ: এই সময় ছেলেমেয়েদের মধ্যে বিভিন্ন সামাজিক চেতনার বিকাশ ঘটে। এর মধ্যে উল্লেখযোগ্য হল


  • গুরুজনের প্রতি দায়িত্বপালন: বাবা-মা, বয়ঙ্কদের প্রতি দায়িত্ব পালনে ছেলেমেয়েরা উৎসাহী হয়। পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগ্রহণে তারা অংশগ্রহণ করে।


  • বন্ধুসংখ্যা সীমিতকরণ: আগ্রহ বিশেষদিকে রূপ পাওয়ার ফলে এ বয়সে বন্ধুসংখ্যা সীমিত হয় কিন্তু বন্ধুত্বের গভীরতা বৃদ্ধি পায়।


  • বয়স্কদের ভূমিকা পালন: এ সময় তারা নিজেদের বয়স্ক বলে ভাবে এবং বয়স্কদের ভূমিকা পালন করতে সক্রিয় হয়।


  • বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ: বয়ঃসন্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক বিকাশ হল বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ।


(৪) প্রাক্ষোভিক বিকাশ


  • দুশ্চিন্তাগ্রস্ততা: বয়ঃসন্ধিক্ষণের ছেলেমেয়েদের বাড়িতে বিদ্যালয়ে এবং সমাজে নতুন ভূমিকা এবং দায়িত্ব পালন করতে হয়। অনভিজ্ঞতার কারণে এই দায়িত্ব পালন এবং তাতে বড়ােদের সমর্থন সম্পর্কে তাদের মধ্যে দুশ্চিন্তা দেখা দেয়।


  • অত্যধিক আবেগপ্রবণতা: বাবা-মায়ের অসহযােগিতামূলক আচরণ বয়ঃসন্ধিক্ষণের ছেলেমেয়েদের প্রাক্ষোভিক বিশৃঙ্খলার কারণ হয়। তারা এই বয়সি ছেলেমেয়েদের সঙ্গে বালকসুলভ আচরণ করেন, যা তাদের কাছে বিরক্তিকর| সামান্য কারণেই তারা মাবাবা ভাইবােনের প্রতি রেগে যায়। এ ছাড়া এই বয়সের বৈশিষ্ট্য সম্পর্কে তারা সচেতন না থাকায় এবং বয়স্করা এ ব্যাপারে কোনাে সাহায্য না করায় তাদের মধ্যে ভয়-ভীতি, আশঙ্কা, উদ্বেগ দেখা দেয়।


বিকাশের বৈশিষ্ট্য ও নীতি উল্লেখ করাে। বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্যগুলি কী?


কৈশােরের চাহিদাগুলি কী? মাধ্যমিক শিক্ষা কীভাবে এই বয়সের ওই চাহিদাগুলি পূরণে সহায়তা করতে পারে?


মানবশিশুর জীবনবিকাশের পর্যায় বলতে কী বােঝায়? এইরূপ পর্যায়ের গুরুত্ব বা তাৎপর্য লেখাে।


শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি লেখে। ওই সময় শিশুর মধ্যে কী কী চাহিদা দেখা দেয়, তা আলােচনা করাে।

অথবা, শৈশব বলতে কী বােঝ? শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে।


বাল্যকালের পর্যায় বলতে কী বােঝায়? বাল্যকালের বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে। এই স্তরের শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি বর্ণনা করাে।


প্রারম্ভিক বাল্য বলতে কী বােঝায়? প্রারম্ভিক বাল্যের বৈশিষ্ট্য কী? প্রারম্ভিক বাল্যের চাহিদাগুলি সম্পর্কে বিস্তারিত আলােচনা করাে।


প্রান্তীয় বাল্যের বিকাশগত বৈশিষ্ট্য ও চাহিদাগুলি সম্পর্কে যা জনি লেখাে।