ইটালির নবজাগরণের সাথে বাংলার নবজাগরণের সাদৃশ্য ও বৈসাদৃশ্য কী?

ইটালির নবজাগরণের সঙ্গে বাংলার নবজাগরণের তুলনা

অধ্যাপক সুশােভন সরকার প্রমুখ ইটালি এবং বাংলার নবজাগরণের মধ্যে মিল ও অমিল উভয়ই খুঁজে পেয়েছেন। আবার ড. অমলেশ ত্রিপাঠী প্রমুখ মনে করেন যে, ইটালির নবজাগরণের সঙ্গে বাংলার নবজাগরণের তুলনা অর্থহীন।


ইটালির নবজাগরণের সঙ্গে বাংলার নবজাগরণের সাদৃশ্য


ইটালির নবজাগরণ


  • ইটালির নবজাগরণ মধ্যযুগের কুসংস্কার, জড়তা ও অন্ধকার থেকে ইউরােপকে মুক্তির পথ দেখায়।

  • ইটালির নবজাগরণের অনুপ্রেরণার উৎস ছিল প্রাচীন গ্রিক ও লাতিন সাহিত্য।

  • ইটালির নবজাগরণের স্বাধীন, যুক্তিবাদী, মানবতাবাদী ও অনুসন্ধানী মানসিকতা লক্ষ করা যায়।

  • ইটালির নবজাগরণে কথ্যভাষায় সাহিত্যের প্রসার ঘটে।


বাংলার নবজাগরণ


  • বাংলার নবজাগরণ মধ্যযুগের কুসংস্কার, জড়তা ও অন্ধকার থেকে ভারতকে মুক্তির পথ দেখায়।

  • বাংলার নবজাগরণের প্রেরণার উৎস ছিল প্রাচীন সংস্কৃত, মধ্যযুগীয় ফারসি এবং আধুনিক ইংরেজি সাহিত্য।

  • বাংলার নবজাগরণেও স্বাধীন, যুক্তিবাদী, মানবতাবাদী ও অনুসন্ধানী মানসিকতা লক্ষ করা যায় যার প্রকৃষ্ট উদাহরণ হলেন রাজা রামমােহন রায়, বিদ্যাসাগর প্রমুখ।

  • বাংলার নবজাগরণে বাংলা ভাষায় সাহিত্যের অগ্রগতি ঘটে।


ইটালির নবজাগরণের সঙ্গে বাংলার নবজাগরণের বৈসাদৃশ্য


ইটালির নবজাগরণ


  • ইউরােপে দ্বাদশ শতকের নবজাগরণ, বাণিজ্য বিপ্লব, নগর বিপ্লব প্রভৃতি ঘটনা ইটালির নবজাগরণের প্রেক্ষাপট রচনা করেছিল।

  • ইতালীয় তথা ইউরােপীয় নবজাগরণে প্রবল গতিবেগ, উদ্যম ও বহুমুখী সৃজনশীলতা লক্ষ করা যায়।

  • ফ্লোরেন্স নগরীকে কেন্দ্র করে স্বাধীন ও মুক্ত পরিবেশে ইটালির নবজাগরণ বিকশিত হয়েছিল।

  • ইটালির নবজাগরণ ছিল সার্বিক ও ব্যাপক। এই নবজাগরণ সমাজের উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত—প্রায় সব স্তরের মানুষকে স্পর্শ করেছিল। ইটালির সীমা অতিক্রম করে এই নবজাগরণ ইউরােপের অন্যান্য দেশেও প্রসারিত হয়েছিল।


বাংলার নবজাগরণ


  • বাংলার নবজাগরণে এরূপ প্রেক্ষাপট অনুপস্থিত ছিল বলে ড. অমলেশ ত্রিপাঠী মনে করেন।

  • ইটালির নবজাগরণের মতাে গতিবেগ, উদ্যম ও বহুমুখী সৃজনশীলতা বাংলার নবজাগরণে লক্ষ করা যায় না।

  • কলকাতাকেন্দ্রিক বাংলার নবজাগরণের সময় কলকাতা ও বাংলা ছিল ব্রিটিশদের কাছে পরাধীন।

  • বাংলার নবজাগরণ ছিল সীমাবদ্ধ নবজাগরণ। এই নবজাগরণ কেবলমাত্র সমাজের উচ্চশ্রেণির মধ্যেই সীমাবদ্ধ ছিল। হিন্দুসমাজের বৃহত্তর নিম্নবর্গের মানুষ, কৃষক সমাজ বা মুসলিম সমাজের সঙ্গে এই নবজাগরণের কোনাে সম্পর্ক ছিল না। এজন্য ড. অনিল শীল একে 'এলিটিস্ট' আন্দোলন বলে অভিহিত করেছেন।