নাগরিকত্ব (Mcq-H.S.11)

নাগরিকত্ব


প্রাচীন গ্রিসে কাদের নাগরিক মর্যাদা প্রদান করা হত না?

প্রাচীন গ্রিসে দাস, শ্রমিক ও স্ত্রীলােকদের নাগরিকের মর্যাদা প্রদান করা হত না।


একটি রাষ্ট্রের মধ্যে বসবাসকারী জনগণকে প্রধানত কী কী ভাগে ভাগ করা যায়?

একটি রাষ্ট্রের মধ্যে বসবাসকারী জনগণকে প্রধানত নাগরিক ও বিদেশি—এই দু-ভাগে ভাগ করা যায়।


বিদেশিরাও নাগরিকদের মতাে কী কী অধিকার ভোগ করতে পারে?

বিদেশিরাও নাগরিকদের মতাে অর্থনৈতিক, সামাজিক ও আইনগত অধিকার ভােগ করতে পারে।


নাগরিক বলতে কী বােঝ?

সাধারণ অর্থে নাগরিক বলতে নগরের অধিবাসী বা সভ্যকে বােঝায়।


প্রাচীন গ্রিসে ও রােমে কাদের নাগরিক বলা হত?

প্রাচীন গ্রিস ও রােম নগররাষ্ট্রে বসবাসকারী জনগণের মধ্যে যারা সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনার কাজে অংশগ্রহণ করত, তাদেরই নাগরিক বলা হত।


শ্ৰীনিবাস শাস্ত্রীর মতে কাদের নাগরিক বলা যায়?

যে ব্যক্তি রাষ্ট্রের সভ্য এবং রাষ্ট্রের মধ্যে থেকে পরিপূর্ণ আত্মবিকাশের জন্য সচেষ্ট ও সমাজের সার্বিক কল্যাণ সম্পর্কে সচেতন থাকে, তাকেই নাগরিক বলে অভিহিত করা যায়।


বিচারপতি মিলারের মতে নাগরিক কাকে বলে?

মিলারের মতে, যারা নিজেদের ব্যক্তিগত ও সমষ্টিগত অধিকার সংরক্ষণের জন্য সরকার গঠন করে এবং সরকারের কাছে বশ্যতা স্বীকার করে তারা নাগরিক।


বিদেশি কাকে বলে?

যখন কোনাে ব্যক্তি তার নিজ রাষ্ট্র ছেড়ে বিশেষ কোনাে কার্য উপলক্ষ্যে অন্য কোনাে রাষ্ট্রে সাময়িকভাবে বসবাস করে, তখন তাকে বিদেশি বলা হয়।


বন্ধুভাবাপন্ন বিদেশি কাদের বলা হয়?

যেসব রাষ্ট্রের সঙ্গে কোনাে বহিঃরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, সেইসব রাষ্ট্রের নাগরিকরা ওই বহিঃরাষ্ট্রের কাছে বন্ধুভাবাপন্ন বিদেশি বলে বিবেচিত হয়।


শত্রুভাবাপন্ন বিদেশি কাদের বলা হয়?

যেসব রাষ্ট্রের সঙ্গে বহিঃরাষ্ট্রের বৈরিতাপূর্ণ সম্পর্ক থাকে, সেইসব রাষ্ট্রের নাগরিকরা ওই বহিঃরাষ্ট্রের কাছে শত্রুভাবাপন্ন বিদেশি বলে বিবেচিত হয়।


বিদেশিরা নাগরিকদের অনুরূপ কোন্ অধিকার ভােগ করতে পারে না?

বিদেশিরা নাগরিকদের অনুরূপ রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না।


স্বাভাবিক নাগরিক কাদের বলা হয়?

যারা জন্মসূত্রে নাগরিকত্ব অর্জন করে, তাদের স্বাভাবিক নাগরিক বলা হয়।


কৃত্রিম বা অনুমােদনসিদ্ধ নাগরিক কাদের বলে?

কৃত্রিম উপায়ে বা অনুমােদনের মাধ্যমে যারা নাগরিকত্ব অর্জন করে, তাদের কৃত্রিম বা অনুমােদনসিদ্ধ নাগরিক বলে।


নাগরিকের একটি কর্তব্যের উল্লেখ করাে।

নাগরিকের একটি কর্তব্য হল সময়মতাে কর প্রদান করা।


অধিকারের সঙ্গে কী ওতপ্রােতভাবে জড়িত?

অধিকারের সঙ্গে কর্তব্য ওতপ্রােতভাবে জড়িত।


সুনাগরিকত্বের পথে একটি প্রতিবন্ধকতার উল্লেখ করাে।

সুনাগরিকত্বের পথে অন্যতম প্রতিবন্ধকতা হল নির্লিপ্ততা।


অসম্পূর্ণ নাগরিক কাদের বলা হয়?

যারা রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত, তাদের অসম্পূর্ণ নাগরিক বলা হয়।


নাগরিকের জীবন ও সম্পত্তি রক্ষা করা কার কর্তব্য?

নাগরিকের জীবন ও সম্পত্তি রক্ষা করা রাষ্ট্রের কর্তব্য।


কোনাে বিদেশি যতদিন একটি রাষ্ট্রে থাকবে ততদিন তাকে ওই রাষ্ট্রের কী মেনে চলতে হবে?

কোনো বিদেশি যতদিন একটি রাষ্ট্রে থাকবে ততদিন তাকে ওই রাষ্ট্রের রাষ্ট্রীয় আইন মেনে চলতে হবে।


কোনাে নাগরিক তার রাষ্ট্রের কীরূপ বাসিন্দা?

কোনাে নাগরিক তার রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা।


স্বদেশ বা বিদেশে থাকা যে-কোনাে ব্যক্তির কীসের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের কর্তব্য?

স্বদেশ বা বিদেশে থাকা যেকোনাে ব্যক্তির জীবন ও সম্পত্তির অধিকার নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের কর্তব্য।


বিদেশি কোনাে রাষ্ট্রে বসবাস করলে তার জীবন ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব সংশ্লিষ্ট রাষ্ট্রকে কতদিন পালন করতে হয়?

বিদেশি কোনাে রাষ্ট্রে বসবাস করলে তার জীবন ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব যতদিন বিদেশি ওই রাষ্ট্রের মধ্যে থাকে ততদিন সংশ্লিষ্ট রাষ্ট্রকে পালন করতে হয়।


কার মতে, নাগরিকতা হল জনকল্যাণের উদ্দেশ্যে নিজের সুচিন্তিত বিচারবুদ্ধি প্রয়ােগের ক্ষমতা?

ল্যাঙ্কির মতে নাগরিকতা হল জনকল্যাণের উদ্দেশ্যে নিজের সুচিন্তিত বিচারবুদ্ধি প্রয়ােগের ক্ষমতা।


"রাজনৈতিক সমাজের সদস্যদের নাগরিক বলে অভিহিত করা যেতে পারে”—এ কথা কে বলেছেন?

"রাজনৈতিক সমাজের সদস্যদের নাগরিক বলে অভিহিত করা যেতে পারে এ কথা বলেছেন মিলার।


কার মতে, সমাজের মধ্যে বসবাসকারী সামগ্রিক কল্যাণ সম্বন্ধে ওয়াকিবহাল ব্যক্তিবর্গকে নাগরিক বলে?

শ্রীনিবাস শাস্ত্রীর মতে সমাজের মধ্যে বসবাসকারী সামগ্রিক কল্যাণ সম্বন্ধে ওয়াকিবহাল ব্যক্তিবর্গকে নাগরিক বলে।


প্রাচীন গ্রিস ও রােমে কারা নাগরিক মর্যাদা লাভের যােগ্য ছিলেন?

প্রাচীন গ্রিস ও রােমে শুধু অভিজাত পুরুষরা 'নাগরিক মর্যাদা লাভের যােগ্য ছিলেন।


প্রাচীন গ্রিসে রাষ্ট্র পরিচালনার কাজে কারা অংশ নিতে পারতেন না?

প্রাচীন গ্রিসে ক্রীতদাস, মহিলা ও শ্রমিকরা রাষ্ট্র পরিচালনার কাজে অংশ নিতে পারতেন না।


বর্তমান যুগে কাদের নাগরিক রূপে অভিহিত করা হয়?

বর্তমানে কোনাে রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী ও রাষ্ট্রের উদ্দেশ্যে আনুগত্য প্রদর্শনকারী সমস্ত ব্যক্তিকেই নাগরিক রূপে অভিহিত করা হয়।


নাগরিকরা রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনের বিনিময়ে কী পেয়ে থাকেন?

নাগরিক রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনের বিনিময়ে রাষ্ট্রপ্রদত্ত কিছু সুযােগসুবিধা ভােগ করে থাকেন।


নাগরিকদের জন্য রাষ্ট্রপ্রদত্ত সুযােগসুবিধাকে কী বলে?

নাগরিকদের জন্য রাষ্ট্রপ্রদত্ত সুযােগসুবিধাকে অধিকার বলে৷


আধুনিক রাষ্ট্রে নাগরিক ব্যতীত বসবাসকারী অন্যান্য ব্যক্তিরা কী নামে পরিচিত?

আধুনিক রাষ্ট্রে নাগরিক ব্যতীত বসবাসকারী অন্যান্য ব্যক্তিরা বিদেশি নামে পরিচিত।


বিদেশি আর নাগরিকের মধ্যে রাষ্ট্রপ্রদত্ত অধিকার ভােগের ক্ষেত্রে কোনাে পার্থক্য আছে কি?

বিদেশি আর নাগরিকদের মধ্যে রাষ্ট্রপ্রদত্ত অধিকার ভােগের নিরিখে মৌলিক পার্থক্য রয়েছে।


রাষ্ট্রপ্রদত্ত অধিকার ভােগের ক্ষেত্রে নাগরিক ও বিদেশির মধ্যে মৌলিক পার্থক্যটি কী?

একজন বিদেশি ব্যক্তিগত অধিকার, সামাজিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার ভােগের অনুমতিপ্রাপ্ত হলেও সে কোনােভাবেই সেই দেশের নাগরিকদের অনুরূপ রাজনৈতিক অধিকার ভােগ করতে পারে না।


নাগরিকত্ব কাকে বলে?

নাগরিকদের রাষ্ট্র কর্তৃক স্বীকৃতির বিষয়টিকে সাধারণভাবে নাগরিকত্ব বলা হয়।


কোন্ দেশে একই সঙ্গে কেন্দ্র ও রাজ্যের জন্য আলাদা নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা চালু রয়েছে?

মার্কিন যুক্তরাষ্ট্রে একই সঙ্গে কেন্দ্র ও রাজ্যের জন্য আলাদা নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা চালু রয়েছে।


নাগরিক বলতে অ্যারিস্টটল কাকে বুঝিয়েছেন?

অ্যারিস্টটলের মতে, ন্যায় প্রশাসনে অংশগ্রহণকারী এবং প্রশাসনিক পদের অধিকারী ব্যক্তিকে নাগরিক বলা যায়।


সুনাগরিক-এর সংজ্ঞা দাও।

সাধারণভাবে নাগরিকদের মধ্যে যাঁরা বিশেষ কয়েকটি উৎকৃষ্ট গুণের অধিকারী, তাদের সুনাগরিক বলা হয়।


লর্ড ব্রাইসের মতে, সুনাগরিকের তিনটি প্রধান গুণ কী?

লর্ড ব্রাইসের মতে, সুনাগরিকের তিনটি প্রধান গুণ হল-

  • বুদ্ধিমত্তাসম্পন্ন,

  • আত্মসংযমী, 

  • বিবেকবান।


অধ্যাপক হ্যারল্ড ল্যাস্কি সুনাগরিক বলতে কাকে বুঝিয়েছেন?

অধ্যাপক হ্যারল্ড ল্যাঙ্কির মতে, সুনাগরিক হলেন সেই নাগরিক, যিনি নিজের কল্যাণের সঙ্গে বৃহত্তর সমাজের কল্যাণের কথা ভাবেন।


সুনাগরিকতার পথে প্রধান প্রতিবন্ধকতাগুলি কী?

সুনাগরিকতার পথে প্রধান প্রতিবন্ধকতাগুলি হল নির্লিপ্ততা, স্বার্থপরতা, দলীয় সংকীর্ণতা, অজ্ঞতা, গণমাধ্যমে নিরপেক্ষতার অভাব ইত্যাদি।


সুনাগরিকতার পথে প্রতিবন্ধকতা দূরীকরণের শাসনতান্ত্রিক প্রতিবিধানগুলি কী?

সুনাগরিকতার পথে প্রতিবন্ধকতা দূরীকরণের শাসনতান্ত্রিক প্রতিবিধানগুলি হল বাধ্যতামূলক ভােটদান, প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ, স্বায়ত্বশাসন প্রতিষ্ঠা প্রভৃতি।


সুনাগরিকতার পথে প্রতিবন্ধকতা দূরীকরণের প্রসঙ্গে মার্কসবাদীদের অভিমত কী?

মার্কসবাদীদের মতে, যতদিন পর্যন্ত নাগরিকদের অর্থনৈতিক জীবনে নিরাপত্তা প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত তাদের সুনাগরিক হিসেবে গড়ে তােলার সব প্রচেষ্টাই অলীক স্বপ্ন থেকে যাবে।


নাগরিক কর্তব্যকে ক-টি ভাগে ভাগ করা যায়, সেগুলি কী?

নাগরিক কর্তব্যকে প্রকৃতি অনুযায়ী দুটি ভাগে ভাগ করা যায়-

  • নৈতিক কর্তব্য,

  • আইনগত কর্তব্য।


নাগরিকদের রাষ্ট্রের প্রতি আইনগত কর্তব্যগুলি কী?

নাগরিকদের রাষ্ট্রের প্রতি আইনগত কর্তব্যগুলি হল-

  • আনুগত্য প্রদর্শন,

  • আইনের প্রতি মান্যতা,

  • কর প্রদান,

  • ভােটাধিকারের যথাযথ প্রয়ােগ প্রভৃতি।


নাগরিক ও বিদেশির মধ্যে সাদৃশ্যগুলি কী?

নাগরিক ও বিদেশির মধ্যে সাদৃশ্যগুলি হল 0 

  • আইনগত আনুগত্য প্রদর্শন,

  • ব্যক্তিগত, 

  • সামাজিক ও অর্থনৈতিক অধিকার ভােগ,

  • কর প্রদান।


একজন অসম্পূর্ণ নাগরিক কোন্ অধিকার ভোগ করে না?

একজন অসম্পূর্ণ নাগরিক রাজনৈতিক অধিকার ভোগ করে না।


দ্বিনাগরিকতা আছে এমন একটি দেশের নাম লেখো।

দ্বিনাগরিকতা আছে এমন একটি দেশের নাম হল মার্কিন যুক্তরাষ্ট্র।


নাগরিক কথাটির উৎপত্তি হয়েছে কোন্ শব্দ থেকে?

সাধারণভাবে নাগরিক বলতে নগরের অধিবাসীকে বােঝায়। প্রাচীন গ্রিস ও রােমের ‘নগররাষ্ট্র’ শব্দটি থেকে নাগরিক শব্দটির উদ্ভব ঘটেছে।


দ্বৈতনাগরিকতা কাকে বলে?

রক্তের সম্পর্ক নীতি ও জন্মস্থান নীতি একইসঙ্গে অনুসরণ করার ফলে যে নাগরিকতার উদ্ভব ঘটে তাকে দ্বৈতনাগরিকতা বলে।


সাধারণত কী কী উপায়ে নাগরিকত্ব অর্জন করা যায়?

সাধারণত স্বাভাবিকভাবে ও কৃত্রিম উপায়ে নাগরিকত্ব অর্জন করা যায়।


অনুমােদনের দ্বারা কীভাবে নাগরিকত্ব অর্জন করা যায়?

অনুমােদনের দ্বারা ব্যষ্টিগত ও সমষ্টিগতভাবে নাগরিকত্ব অর্জন করা যায়।


অনুমােদনসিদ্ধ কথাটি কী কী অর্থে ব্যবহৃত হয়?

অনুমােদনসিদ্ধ কথাটি সীমাবদ্ধ বা সংকীর্ণ অর্থে এবং ব্যাপক অর্থে ব্যবহৃত হয়।


ভারতভুক্তির সূত্রে নাগরিকত্বের উদাহরণ দাও।

চন্দননগর পণ্ডিচেরি, গােয়া, দমন ও দিউ সহ সিকিমের অধিবাসীরা ভারতভুক্তির সূত্রে ভারতীয় নাগরিকত্ব লাভ করেছে।


দেশীয়করণের মাধ্যমে নাগরিকত্ব অর্জনকারী কোনাে ভারতীয় নাগরিককে কী কী কারণে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা যায়?

দেশীয়করণের মাধ্যমে নাগরিকত্ব অর্জনকারী কোনাে ভারতীয় নাগরিককে জালিয়াতি, সংবিধানের বিরােধিতা ও যুদ্ধের সময় শত্রুপক্ষের সঙ্গে সংযােগরক্ষা প্রভৃতি কারণে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা যায়।


কী কী কারণে ভারতের সংবিধান রচনার সময় ভারতীয় নাগরিকত্বর বিষয়টি সমস্যা হিসেবে দেখা দিয়েছিল?

সংবিধান রচনার সময় বহুসংখ্যক ভারতীয়ের স্বদেশভূমি পরিত্যাগ ও ভারত বিভাজনের কারণে ভারতীয় নাগরিকত্বর বিষয়টি সমস্যা হিসেবে দেখা দিয়েছিল।


কোন্ দেশে কোনাে অনুমােদিত নাগরিক সেই দেশের রাষ্ট্রপতি হতে পারেন না?

মার্কিন যুক্তরাষ্ট্রে কোনাে অনুমােদিত নাগরিক রাষ্ট্রপতি হতে পারেন না।


রাষ্ট্র অসদাচরণের জন্য কাদের বহিষ্কার করতে পারে?

রাষ্ট্র অসদাচরণের জন্য তার নাগরিকদের বহিষ্কার করতে পারে।


রাষ্ট্র গুরুতর অপরাধের জন্য কাদের মৃত্যুদণ্ড দিতে পারে?

রাষ্ট্র তার নাগরিকদের গুরুতর অপরাধের জন্য মৃত্যুদণ্ড দিতে পারে।


দ্বৈত নাগরিকত্ব সমস্যা কী?

নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে রক্তের সম্পর্ক ও জন্মস্থান নীতি অনুসরণের ফলে কোনাে শিশু একই সঙ্গে দুটি দেশের নাগরিকত্ব অর্জন করতে পারে। এইভাবে দ্বৈত নাগরিকত্ব সমস্যার উদ্ভব হয়।


দ্বৈত নাগরিকতার সমস্যা সমাধানের একটি উপায় লেখাে।

দ্বৈত নাগরিকতার সমস্যা সমাধানের একটি উপায় হল দ্বৈত্ব নাগরিকতা প্রাপ্ত কোনাে শিশু প্রাপ্তবয়স্ক হলে তাকে যে-কোনাে একটি রাষ্ট্রের নাগরিকতা বেছে নিতে বলা।


ব্যষ্টিগত নাগরিকত্ব অর্জন বলতে কী বােঝায়?

যখন কোনাে রাষ্ট্রের নাগরিক আবেদনের মাধ্যমে একাকী নাগরিকত্ব অর্জন করে, তখন সেই নাগরিকত্ব অর্জনকে ব্যষ্টিগত নাগরিকত্ব বলা হয়।


সমষ্টিগত নাগরিকত্ব অর্জন বলতে কী বোঝায়?

যখন কোনাে অঞ্চলের অধিবাসীরা সমষ্টিগতভাবে নাগরিকত্ব অর্জন করে, তখন সেই পদ্ধতিকে সমষ্টিগত নাগরিকত্ব অর্জন বলে।


পূর্ণ নাগরিক কাদের বলে?

অনুমােদনের মাধ্যমে নাগরিকত্ব অর্জনকারী নাগরিক যখন অন্য নাগরিকদের মতাে সমস্ত অধিকার ভােগ করে, তখন তাকে পূর্ণ নাগরিক বলে।


আংশিক নাগরিক কাদের বলে?

অনুমােদনের মাধ্যমে নাগরিকতা অর্জনকারী নাগরিক যখন অন্য নাগরিকদের মতাে সমস্ত অধিকার ভােগ করতে পারেন না, তখন তাকে আংশিক নাগরিক বলে।


ভারতীয় পার্লামেন্ট কখন ভারতীয় নাগরিকত্ব আইন প্রণয়ন করে?

১৯৫৫ সালে ভারতীয় পার্লামেন্ট ভারতীয় নাগরিকতা আইন প্রণয়ন করে।


রাষ্ট্রহীন ব্যক্তি কাকে বলে?

কোনো গুরুতর অপরাধের জন্য স্বদেশ থেকে বহিষ্কৃত ব্যক্তি তার নিজের দেশের নাগরিকত্ব হারায়। এই অবস্থায় সেই ব্যক্তিকে রাষ্ট্রহীন ব্যক্তি বলা হয়।


ভারতীয় সংবিধানের কোন্ কোন্ ধারায় নাগরিকত্ব সম্পর্কে আলােচনা করা হয়েছে?

ভারতীয় সংবিধানের ৫ থেকে ১১নং ধারায় নাগরিকত্ব সম্পর্কে আলােচনা করা হয়েছে।


ভারতীয় সংবিধানের কোন্ অংশে নাগরিকত্ব সম্পর্কে আলােচনা করা হয়েছে?

ভারতীয় সংবিধানের দ্বিতীয় অংশে নাগরিকত্ব সম্পর্কে আলােচনা করা হয়েছে।


নাগরিকত্ব সম্পর্কে ভারতীয় সংবিধানের ৯নং ধারায় কী বলা আছে?

ভারতীয় সংবিধানের ৯ নং ধারায় বলা হয়েছে যে, কোনো ব্যক্তি বিদেশি কোনাে রাষ্ট্রের নাগরিকত্ব স্বেচ্ছায় গ্রহণ করলে তার ভারতীয় নাগরিকত্ব বিলুপ্ত হবে।


সংবিধানে ৫নং ধারায় ভারতের নাগরিকত্ব সম্পর্কে কী উল্লেখ আছে?

ভারতীয় সংবিধানের ৫নং ধারায় ভারতের নাগরিকত্ব অর্জন সম্পর্কিত বিষয়ের আলােচনা রয়েছে।


সংবিধানের ৬নং ধারায় ভারতের নাগরিকত্ব সম্পর্কে কী উল্লেখ আছে?

ভারতীয় সংবিধানের ৬নং ধারায় পাকিস্তান থেকে ভারতে আগত ব্যক্তিদের নাগরিকত্ব অর্জন-সম্পর্কিত বিষয়ের আলােচনা রয়েছে।


সংবিধানের ৭নং ধারায় ভারতের নাগরিকত্ব-সম্পর্কিত বিষয়ে কী উল্লেখ আছে?

১৯৪৭ সালের ১ মার্চের পর যারা ভারতীয় ভূখণ্ড ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন, তাদের নাগরিকত্ব-সম্পর্কিত আলােচনা রয়েছে ভারতীয় সংবিধানের ৭নং ধারায়।


ভারতীয় সংবিধানের ৮নং ধারায় নাগরিকত্ব সম্পর্কে কী আলােচনা আছে?

সংবিধানের ৮নং ধারায় ভারতের বাইরে বসবাসকারী ভারতীয় বংশােদ্ভূতদের নাগরিকত্বের অধিকার স্বীকার করে নেওয়া হয়েছে।


ভারতীয় সংবিধানের ১১নং ধারায় নাগরিকত্ব সম্পর্কে কী উল্লেখ আছে?

ভারতীয় সংবিধানের ১১নং ধারা অনুসারে নাগরিকত্ব অর্জন, বিলােপ ও নাগরিকত্ব-সংক্রান্ত যাবতীয় বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা সংসদের রয়েছে।


১৯৯২ সালের ভারতীয় নাগরিকত্বের সংশােধনী আইনে কী বলা হয়েছে?

১৯৯২ সালের ভারতীয় নাগরিকত্বের সংশােধনী আইনে বলা হয়েছে যে, যেসব ব্যক্তি সংবিধান বা আইনের মাধ্যমে নাগরিকত্ব অর্জন করেননি অথচ ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে ইচ্ছুক, সেইসব ব্যক্তিরা কেন্দ্রীয় সরকার কর্তৃক নিবন্ধভুক্তির মাধ্যমে নাগরিকত্ব অর্জন করতে পারেন।


নাগরিকতা বিলােপের একটি কারণ উল্লেখ করাে।

যুদ্ধের সময় শত্রুপক্ষে যােগদান করলে নাগরিকতা লােপ পায়।


ভারতে নাগরিকতা অর্জনের একটি পদ্ধতি উল্লেখ করাে।

জন্মসূত্র পদ্ধতির মাধ্যমে ভারতের নাগরিকত্ব অর্জন করা যায়।


বিদেশি ও নাগরিকের প্রধান পার্থক্য লেখাে।

অসদাচরণের জন্য রাষ্ট্র নাগরিককে বহিষ্কার করতে পারে না, কিন্তু বিদেশিকে বহিষ্কার করতে পারে।


ভারতে নাগরিকতা বিলুপ্তির একটি কারণ উল্লেখ করে।

কোনাে ভারতীয় নাগরিক স্বেচ্ছায় অন্য কোনাে রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে, স্বাভাবিকভাবে তার ভারতীয় নাগরিকত্বের বিলুপ্তি ঘটবে।


কোনাে শিশু জাহাজ কিংবা বিমানের মধ্যে জন্মালে, সে কোন্ দেশের নাগরিকত্ব পাবে?

জাহাজ বা বিমানটি যে দেশের, শিশুটি সেই দেশেরই নাগরিকত্ব লাভ করবে।


ফ্রান্সে নাগরিকত্ব নির্ধারণের ক্ষেত্রে কোন্ নীতি অনুসরণ করা হয়?

ফ্রান্সে নাগরিকত্ব নির্ধারণের ক্ষেত্রে রক্তের সম্পর্ক নীতি অনুসরণ করা হয়।


সুইটজারল্যান্ডে নাগরিকত্ব নির্ধারণের ক্ষেত্রে কোন্ নীতি অনুসৃত হয়?

সুইটজারল্যান্ডে নাগরিকত্ব নির্ধারণের ক্ষেত্রে রক্তের সম্পর্ক নীতি অনুসৃত হয়।


সুইডেনে নাগরিকত্ব নির্ধারণের ক্ষেত্রে কোন্ নীতি অনুসৃত হয়?

সুইডেনে নাগরিকত্ব নির্ধারণের ক্ষেত্রে রক্তের সম্পর্ক নীতি অনুসৃত হয়।


ব্যষ্টিগত নাগরিকত্ব কীরূপ নাগরিকত্ব বলে পরিচিত?

ব্যষ্টিগত নাগরিকত্ব অনুমােদনসিদ্ধ নাগরিকত্ব বলে পরিচিত।


ভারতে অনুমােদনসিদ্ধ নাগরিক হওয়ার জন্য কোনাে ব্যক্তিকে কমপক্ষে কত বছর ভারতে বসবাস করতে হয়?

ভারতে অনুমােদনসিদ্ধ নাগরিক হওয়ার জন্য কোনাে ব্যক্তিকে কমপক্ষে ১০ বছর ভারতে বসবাস করতে হয়।


অনুমােদনসিদ্ধ নাগরিক ফ্রান্সে কীরূপ নাগরিক বলে বিবেচিত হয়?

অনুমােদনসিদ্ধ নাগরিক ফ্রান্সে আংশিক বা অসম্পূর্ণ নাগরিক বলে বিবেচিত হয়।


বেলজিয়ামে অনুমােদনসিদ্ধ নাগরিকগণ কীরূপ নাগরিক বলে বিবেচিত হয়?

বেলজিয়ামে অনুমােদনসিদ্ধ নাগরিকগণ আংশিক বা অসম্পূর্ণ নাগরিক হিসেবে বিবেচিত হয়।


ভারত রাষ্ট্রে অন্তর্ভুক্ত হওয়ার আগে চন্দননগর কোন্ দেশের অধীনে ছিল?

ভারত রাষ্ট্রে অন্তর্ভুক্ত হওয়ার আগে চন্দননগর ফ্রান্সের অধীনে ছিল।


গােয়া, দমন ও দিউ ভারত রাষ্ট্রে অন্তর্ভুক্ত হওয়ার আগে কোন দেশের অধীনে ছিল?

গােয়া, দমন ও দিউ ভারত রাষ্ট্রে অন্তর্ভুক্ত হওয়ার আগে পাের্তুগালের অধীনে ছিল।


ভারতীয় নাগরিকত্ব সম্পর্কে ভারতীয় সংবিধানের কোন্ অংশে আলােচনা করা হয়েছে?

ভারতীয় নাগরিকত্ব সম্পর্কে ভারতীয় সংবিধানের দ্বিতীয় অংশে আলােচনা করা হয়েছে।


১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইনে কটি ধারা ছিল?

১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইনে মােট ১৯ টি ধারা ছিল।


১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইনে কটি তপশিল ছিল?

১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইনে ৪টি তপশিল ছিল।


১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইন ২০০৩ সাল পর্যন্ত মোট কতবার সংশােধিত হয়েছে?

১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইন ২০০৩ সাল পর্যন্ত মােট ৬ বার সংশােধিত হয়েছে।


কোন্ ব্রিটিশ বিজ্ঞানীকে ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হয়েছিল?

বিশ্ববিখ্যাত ব্রিটিশ বিজ্ঞানী হ্যালডেনকে ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হয়েছিল।


ভারতীয় নাগরিকত্ব আইনের কোন্ সালের সংশােধনীতে 'প্রবাসী নাগরিকত্ব-এর বিষয়টি আলােচিত হয়েছে?

ভারতীয় নাগরিকত্ব আইনের ২০০৩ সালের সংশােধনী আইনে প্রবাসী নাগরিকত্ব-এর বিষয়টি আলােচিত হয়েছে।


নাগরিকত্ব অর্জনের 'রক্তের সম্পর্ক নীতি বলতে তুমি কী বােঝ?

রক্তের সম্পর্ক নীতি' অনুসারে, একটি শিশু যে রাষ্ট্রেই জন্মগ্রহণ করুক না কেন, শিশুটির পিতা-মাতা যে দেশের নাগরিক, শিশুটি উত্তরাধিকারসূত্রে সেই দেশের নাগরিকত্ব লাভ করবে।


কোন্ নীতি অনুসারে শিশু যে রাষ্ট্রের অভ্যন্তরে জন্মগ্রহণ করে, তাকে সেই রাষ্ট্রের বলে গণ্য করা হয়?

জন্মস্থান নীতি অনুসারে শিশু যে রাষ্ট্রের অভ্যন্তরে জন্মগ্রহণ করে, তাকে সেই রাষ্ট্রের বলে গণ্য করা হয়।


যখন আবেদনের মাধ্যমে বিশেষ একজন ব্যক্তি নাগরিকতা লাভ করে তখন তাকে কীরূপ নাগরিকতা বলা হয়?

যখন আবেদনের মাধ্যমে বিশেষ একজন ব্যক্তি নাগরিকতা লাভ করে তখন তাকে ব্যষ্টিগত (ব্যক্তিগত) নাগরিকতা বলা হয়।


যখন কোনাে রাষ্ট্রে এক বা একাধিক অঞ্চল অন্য একটি রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়, তখন শেষােক্ত অঞ্চলে অধিবাসীরা কীরূপ পদ্ধতিতে নাগরিকতা অর্জন করে?

যখন কোনাে রাষ্ট্রে এক বা একাধিক অঞ্চল অন্য একটি রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়, তখন শেষােত্ত অঞ্চলে অধিবাসীরা সমষ্টিগত নাগরিকতা পদ্ধতিতে নাগরিকতা অর্জন করে।


দ্বৈত নাগরিকতা বা দ্বিনাগরিকতায় কীভাবে সমস্যার উদ্ভব হয়?

জন্মস্থান নীতি ও রক্তের সম্পর্ক নীতি যখন কোনো ব্যক্তির ক্ষেত্রে একই সঙ্গে প্রযােজ্য হয় তখন দ্বৈত নাগরিকতা বা দ্বিনাগরিকতায় সমস্যার উদ্ভব হয়।


চন্দননগরের অধিবাসীরা কীভাবে ভারতের নাগরিকতা লাভ করে?

চন্দননগরের অধিবাসীরা সমষ্টিগত নাগরিকতা অর্জনের পদ্ধতির মাধ্যমে ভারতের নাগরিকতা লাভ করে।


নাগরিকত্ব অর্জনের সাধারণত কটি পদ্ধতি দেখা যায়, সেগুলি কী কী?

নাগরিকত্ব অর্জনের সাধারণত দুটি পদ্ধতি দেখা যায়। এগুলি হল-

  • জন্মসূত্রে, 

  • অনুমােদন সূত্রে।


জন্মসূত্রে নাগরিকত্ব অর্জনের ক-টি পদ্ধতি রয়েছে, সেগুলি কী কী?

জন্মসূত্রে নাগরিকত্ব অর্জনের দুটি পদ্ধতি রয়েছে। এগুলি হল-

  • জন্মস্থান সূত্রে এবং

  • রক্তের সম্পর্ক সূত্রে প্রাপ্ত নাগরিকত্ব।


কোন্ দেশে অনুমােদন সূত্রে নাগরিকত্ব প্রাপ্ত ব্যক্তিদের রাষ্ট্রীয় সর্বোচ্চ পদে আসীন হতে দেওয়া হয় না?

মার্কিন যুক্তরাষ্ট্রে অনুমােদন সূত্রে নাগরিকত্ব প্রাপ্ত ব্যক্তিদের রাষ্ট্রীয় সর্বোচ্চ পদে আসীন হতে দেওয়া হয় না।


ভারতে অনুমােদন সূত্রে নাগরিকত্ব প্রাপ্ত ব্যক্তিদের রাষ্ট্রীয় সর্বোচ্চ পদে আসীন হওয়ার নিয়মটি কীরূপ?

ভারতে অনুমােদন সূত্রে নাগরিকত্ব প্রাপ্ত ব্যক্তিদের রাষ্ট্রীয় সর্বোচ্চ পদে আসীন হওয়ার অনুমতি রয়েছে।


দ্বৈত নাগরিকত্ব বা দ্বিনাগরিকতা প্রদানের নিয়ম কি ভারতে প্রচলিত আছে?

ভারতে দ্বৈত নাগরিকত্ব বা দ্বিনাগরিকতা প্রদানের নিয়ম প্রচলিত নেই।


নাগরিকতা অর্জনের ক্ষেত্রে জন্মস্থান সম্পর্কিত নীতি বলতে কী বোঝায়?

জন্মস্থান সম্পর্কিত নীতি বলতে বােঝায় যে, একটি শিশু যে রাষ্ট্রে জন্মগ্রহণ করে সেই রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করে।


নাগরিকত্ব নির্ধারণের ব্যাপারে রক্তের সম্পর্ক নীতির প্রধান ত্রুটি কী?

রক্তের সম্পর্ক নীতির প্রধান দুটি হল, পিতা-মাতা দুজনে দুটি ভিন্ন দেশের নাগরিক হলে সন্তানের নাগরিকত্ব নির্ধারণে সমস্যা দেখা দেয়।


জন্মস্থান সম্পর্কিত নীতির প্রধান ত্রুটি কী?

জন্মস্থান সম্পর্কিত নীতি অনুযায়ী আকস্মিক ঘটনার ভিত্তিতে কোনাে শিশুর ওপর জোর করে নাগরিকতা চাপিয়ে দেওয়া হয়।


অনুমােদন সূত্রে নাগরিকত্ব কাকে বলে?

বিদেশি রাষ্ট্রের কোনাে নাগরিক অন্য রাষ্ট্রের কাছে নাগরিকত্বের আবেদন জানালে সেই রাষ্ট্র যদি তা মঞ্জুর করে, তাহলে তাকে অনুমােদন সূত্রে নাগরিকত্ব বলে।


অনুমােদন সূত্রে নাগরিকত্ব কত প্রকারের ও কী কী?

অনুমােদন সূত্রে নাগরিকত্ব দুপ্রকারের- ব্যষ্টিগত (ব্যক্তিগত) অনুমােদন, সমষ্টিগত অনুমােদন।


সমষ্টিগত অনুমােদন কাকে বলে?

যখন কোনাে একটি দেশ বা অঞ্চল অন্য রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয় তখন সেই দেশ বা অঞ্চলের অধিবাসীরা যেভাবে সেই রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করে, তাকে সমষ্টিগত অনুমােদন বলে।


ভারতে সমষ্টিগত অনুমোদনের একটি উদাহরণ দাও।

সিকিম ভারতের অন্তর্ভুক্ত হওয়ায় সিকিমের অধিবাসীরা সমষ্টিগত অনুমােদনের সাহায্যে ভারতীয় নাগরিকত্ব লাভ করে।


অনুমােদন সূত্রে নাগরিকতা কত প্রকার ও কী কী?

অনুমােদন সূত্রে নাগরিকতা দুপ্রকার, এগুলি হল- আংশিক নাগরিকতা, পূর্ণ নাগরিকতা।


আংশিক নাগরিকত্ব কাকে বলে?

অনুমােদনসিদ্ধ নাগরিকদের প্রয়ােজনীয় অধিকারগুলি প্রদানের সঙ্গে রাষ্ট্র কর্তৃক কয়েকটি বিশেষ মর্যাদাপূর্ণ অধিকার থেকে বঞ্চিত রাখা হলে, তাকে আংশিক নাগরিকত্ব বলা হয়।


পূর্ণ নাগরিকত্ব কাকে বলে?

পূর্ণ নাগরিকত্ব বলতে বােঝায় সেই নাগরিকত্ব যা অনুমােদন সূত্রে অর্জিত হলেও স্বাভাবিক নাগরিকত্বের মতাে যাবতীয় অধিকার ভােগের সুযােগ লাভ করে।


ভারতীয় নাগরিকত্ব অর্জনের কতগুলি পদ্ধতি রয়েছে?

ভারতীয় নাগরিকত্ব অর্জনের দুটি পদ্ধতি রয়েছে- জন্মসূত্র পদ্ধতি, অনুমােদন পদ্ধতি।


ভারতীয় নাগরিকত্ব অর্জনের জন্মসূত্র সম্পর্কিত পদ্ধতিটি কীরূপ?

১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইন অনুযায়ী ১৯৫০ সালের ২৬ জানুয়ারি বা তারপরে যারা ভারতে জন্মগ্রহণ করেছেন তারা সবাই ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃত হবেন।


ভারতীয় নাগরিকত্ব অর্জনের রক্তের সম্পর্ক পদ্ধতিটি কী?

ভারতীয় নাগরিকত্ব অর্জনের রক্তের সম্পর্ক নীতি অনুসারে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি বা তারপরে ভারতীয় নাগরিকদের যেসব সন্তান-সন্ততি বিদেশে জন্মগ্রহণ করেছে তারা সবাই রক্তের সম্পর্ক সূত্রে ভারতের নাগরিকত্ব লাভ করবে।


ভারতীয় নাগরিকত্বের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরে আবেদনক্রমে নথিভুক্তকরণের মাধ্যমে কারা নাগরিকত্ব লাভের যােগ্য বলে বিবেচিত হবেন?

ভারতীয় নাগরিকত্বের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরে আবেদনক্রমে তিন ধরনের ব্যক্তি ভারতীয় নাগরিকত্ব লাভের যােগ্য বলে বিবেচিত হবেন—

  • বিদেশে বসবাসকারী অনাবাসী ভারতীয়,

  • ভারতীয় নাগরিককে বিবাহ করেছেন এমন বিদেশি মহিলা বা তার অপ্রাপ্তবয়স্ক সন্তান,

  • কমনওয়েলথ গােষ্ঠীভুক্ত দেশগুলির নাগরিক।


দেশীয়করণ সূত্রে ভারতীয় নাগরিকত্ব লাভের ব্যাপারে কী বলা হয়েছে?

বিদেশি নাগরিকরা ভারত সরকারের কাছে নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে আবেদন করলে যে পদ্ধতিতে ভারতীয় নাগরিকত্ব লাভ করেন তাকে দেশীয়করণ সূত্রে প্রাপ্ত নাগরিকত্ব বলা হয়।


ভারতভুক্তির সূত্রে নাগরিকত্ব কাকে বলে?

যখন কোনাে ভূখণ্ড ভারতের অন্তর্ভুক্ত হয় তখন ওই ভূখণ্ডের সমস্ত অধিবাসী ভারতভুক্তির সূত্রে ভারতীয় নাগরিকত্ব লাভ করেন।


নাগরিকতা বিলােপের প্রধান কারণগুলি কী?

নাগরিকতা বিলােপের প্রধান কারণগুলি হল বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ, বিদেশিকে বিবাহ, বিদেশি রাষ্ট্রে সরকারি চাকুরি গ্রহণ ইত্যাদি।


নাগরিকতা বিলােপের কারণগুলি পৃথিবীর সবদেশে কি সমানভাবে প্রযোজ্য হয়?

নাগরিকতা বিলােপের কারণগুলি পৃথিবীর সবদেশে সমানভাবে প্রযােজ্য নয়।


ভারতীয় নাগরিকতা বিলােপের প্রধান কারণগুলি কী?

ভারতীয় নাগরিকতা বিলােপের প্রধান কারণগুলির মধ্যে রয়েছে বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ, অসদুপায়ে ভারতীয় নাগরিকত্ব অর্জন, শত্নুরাষ্ট্রের সঙ্গে সহযােগিতার কাজে যুক্ত থাকা, দু'বছরের অধিক সময় ব্যাপী বিদেশে কারাবাস ভােগ প্রভৃতি।


একটানা কত বছর বিদেশে বসবাস করলে একজন ভারতীয়ের নাগরিকত্ব লােপ পায়?

একটানা ৭ বছর বিদেশে বসবাস করলে একজন ভারতীয়ের নাগরিকত্ব লােপ পায়।


কোন ধরনের নাগরিকরা মার্কিন রাষ্ট্রপতি হতে পারেন না?

অনুমােদন সূত্রে নাগরিকত্ব প্রাপ্ত নাগরিকরা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারেন না৷


ভারতে অনুমােদনসিদ্ধ নাগরিকতা অর্জন করতে হলে কোনাে ব্যক্তিকে ভারতে কত বছর স্থায়ীভাবে বসবাস করতে হবে?

ভারতে অনুমােদনসিদ্ধ নাগরিকতা অর্জন করতে হলে কোনাে ব্যক্তিকে ভারতে ৭ বছর স্থায়ীভাবে বসবাস করতে হবে|


ভারতের কোনাে নাগরিককে ভােটাধিকার পেতে কত বছর বয়স হতে হয়?

ভারতের কোনাে নাগরিককে ভােটাধিকার পেতে ১৮ বছর বয়স হতে হয়।


ভারতে সমষ্টিগত অনুমােদন দ্বারা নাগরিকতা লাভ করেছে এমন দুটি ভূভাগের নাম লেখাে।

ভারতে সমষ্টিগত অনুমােদন দ্বারা নাগরিকতা লাভ করেছে এমন দুটি ভূভাগের নাম হল সিকিম এবং পণ্ডিচেরী।


সম্পূর্ণ নাগরিকরা কোন্ গুরুত্বপূর্ণ অধিকার ভােগ করে?

সম্পূর্ণ নাগরিকরা রাজনৈতিক অধিকার ভােগ করে।


ভারতীয়রা কখন প্রজা বলে বিবেচিত হতেন?

ব্রিটিশ শাসনাধীন ভারতে ভারতীয়রা ইংরেজ সরকারের প্রজা বলে বিবেচিত হতেন।


কোনাে ফরাসি দম্পতির সন্তান যদি ব্রিটেনে জন্মগ্রহণ করে, তবে শিশুটি কোন্ দেশের নাগরিকত্ব পাবে?

কোনো ফরাসি দম্পতির সন্তান যদি ব্রিটেনে জন্মগ্রহণ করে, তবে শিশুটি ব্রিটেনের নাগরিকত্ব পাবে।


কোনাে ব্যক্তি দেশদ্রোহিতার অপরাধে অভিযুক্ত হলে তার নাগরিকত্ব কি বিলুপ্ত হবে?

দেশদ্রোহিতার অপরাধে অভিযুক্ত হলে সংশ্লিষ্ট বক্তির নাগরিকতা অবশ্যই বিলুপ্ত হবে।


কোনাে ভারতীয় নাগরিক তার কাজকর্ম বা বক্তৃতার মাধ্যমে ভারতীয় সংবিধানের বিরােধিতা করলে তার ফলাফল কী হতে পারে?

কোনো ভারতীয় নাগরিক তার কাজকর্ম বা বক্তৃতার মাধ্যমে ভারতীয় সংবিধানের বিরােধিতা করলে তার নাগরিকত্ব বিলুপ্ত হতে পারে।


নাগরিকতা অর্জনের জন্মস্থানগত নীতি বলতে তুমি কী বােঝাে?

নাগরিকতা অর্জনের জন্মস্থানলাভ নীতি বলতে বােঝায় এমন একটি নীতি, যে নীতির মাধ্যমে একটি শিশু যে রাষ্ট্রে জন্মগ্রহণ করে, সেই রাষ্ট্রেরই নাগরিকত্ব লাভ করে থাকে।