মনােবিদ পিকুনাস জীবনবিকাশের স্তরকে কীভাবে ভাগ করেছেন তা লেখাে।

মনােবিদ পিকুনাস জীবনবিকাশের স্তর

মনােবিদ পিকুনাস মানুষের জীবনবিকাশের বিভিন্ন স্তরগুলিতে বয়সের ভিত্তিতে দশটি ভাগে ভাগ করেছেন। নীচে এগুলির সংক্ষিপ্ত আলােচনা করা হল一


(১) প্রাকজন্মস্তর: গর্ভসঞ্চার থেকে শুরু করে জন্মাবার পূর্ব মুহূর্ত পর্যন্ত সময়কালকে বলে প্রাকৃজন্মস্তর।


(২) সদ্যোজাত স্তর: জন্মের সময় থেকে চার সপ্তাহ পর্যন্ত সময়কালকে বলা হয় সদ্যোজাত স্তর।


(৩) প্রারম্ভিক শৈশব স্তর: একমাস থেকে দেড় বছর বয়স পর্যন্ত সময়কালকে বলা হয় প্রারম্ভিক শৈশব স্তর।


(৪) প্রান্তীয় শৈশব স্তর: দেড় বছর থেকে আড়াই বছর বয়সকালকে বলা হয় প্রান্তীয় শৈশব স্তর।


(৫) প্রারম্ভিক বাল্য: আড়াই বছর থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত সময়কালকে বলা হয় প্রারম্ভিক বাল্য।


(৬) মধ্যবাল্য: পাঁচ বছর থেকে নয় বছর বয়স পর্যন্ত সময়কালকে বলা হয় মধ্যবাল্য।


(৭) প্রান্তীয় বাল্য: নয় বছর থেকে বারাে বছর বয়স পর্যন্ত সময়কালকে বলা হয় প্রান্তীয় বাল্য।


(৮) যৌবনাগমের স্তর: বারাে বছর থেকে একুশ বছর বয়সকালকে বলা হয় যৌবনাগমের স্তর।


(৯) প্রাপ্তবয়স্ক স্তর: একুশ বছর বয়সকাল থেকে সত্তর বছর বয়সকালকে বলা হয় প্রাপ্তবয়স্ক স্তর।


(১০) বার্ধক্য স্তর: সত্তর বছর বয়সের পরবর্তী সময়কালকে বলা হয় বার্ধক্য স্তর।


পিকুনাসের মতে, জীবনবিকাশের স্তরগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বয়সের ভিত্তিতে শিক্ষার কাঠামাে বিন্যাস করলে একদিকে যেমন শিক্ষা কার্যকরী হয়, অপরদিকে ব্যক্তির সুসংহত ব্যক্তিত্বের বিকাশ ঘটে।


মাধ্যমিক শিক্ষালয়ের শ্রেণিবিভাগ করাে।


মাধ্যমিক শিক্ষার ত্রূটি কী কী? ওই ত্রূটিগুলি দূর করার জন্য কী কী ব্যবস্থা নেওয়া উচিত?


উচ্চমাধ্যমিক শিক্ষার সমস্যা ও তার সমাধান সম্পর্কে লেখাে।


প্রাকপ্রাথমিক শিক্ষার লক্ষ্যগুলি কী কী? এই লক্ষ্যগুলি কীভাবে পূরণ করা যায়?


শিশুর সুষম বিকাশে প্রাথমিক শিক্ষার ভূমিকা কী?


প্রাকপ্রাথমিক শিক্ষার সমস্যা ও সমাধান সম্পর্কে আলােচনা করাে।


বাল্যকালে শিশুরা সাধারণত কোন্ শিক্ষাস্তরের পাঠগ্রহণ করে? এই প্রসঙ্গে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য ও পাঠক্রম আলােচনা করাে।