সার্বিক প্রাপ্তবয়স্কের ভােটাধিকার (Mcq-H.S.11)

সার্বিক প্রাপ্তবয়স্কের ভােটাধিকার


ভারতে সার্বিক ভােটাধিকারের গুরুত্ব কী?

নিরক্ষর ও অশিক্ষিত ভারতীয়রা ভােটাধিকার প্রয়ােগের ক্ষেত্রে বারংবার রাজনৈতিক সচেতনতার পরিচয় দিয়েছে প্রতিটি নির্বাচনে ভােটদাতাদের ভােটদানের অংশগ্রহণের গড় হার ক্রমশ বৃদ্ধি পেয়েছে ও গণসার্বভৌমত্বের বাস্তব রূপায়ণ সম্ভব হচ্ছে।


ভারতে নির্বাচনি ব্যবস্থার প্রকৃতি বিশ্লেষণ করাে।

ভারতে নির্বাচনি ব্যবস্থার প্রকৃতি বিশ্লেষণ করে বলা যায় যে, এদেশে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভােটাধিকারকে স্বীকৃতি প্রদান করা হয়েছে, অনগ্রসর শ্রেণিদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের উপস্থিতি লক্ষ করা গেছে।


সার্বিক প্রাপ্তবয়স্কের ভােটাধিকার বলতে কী বােঝ?

যখন জাতিধর্মবর্ণ, স্ত্রী-পুরুষ, ধনী-নির্ধন, শিক্ষিত-অশিক্ষিত নির্বিশেষে দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিক ভােট দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে পারে, তখন তাকে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভােটাধিকার বলা হয়।


সার্বিক প্রাপ্তবয়স্কের ভােটাধিকারের পক্ষে একটি যুক্তি দাও।

গণতন্ত্রের ক্ষেত্রে সার্বিক প্রাপ্তবয়স্কের ভােটাধিকার অপরিহার্য।


সার্বিক প্রাপ্তবয়স্কের ভােটাধিকার সম্পর্কে আপ্লাদোরাই কী বলেছেন?

আগ্লাদোরাইয়ের মতে, যে প্রাথমিক উপায়ে জনসাধারণ তাদের সার্বভৌম ক্ষমতাকে কার্যকর করে, তাই হল ভােটব্যবস্থা।


প্রাপ্তবয়স্কের ভােটাধিকার সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের বক্তব্য কী?

মিল মনে করেন, যা সকলকে স্পর্শ করে, তা সকলের দ্বারা নির্ধারিত হওয়া প্রয়ােজন।


প্রাপ্তবয়স্কের ভােটাধিকারের পক্ষে ল্যাস্কি কী বলেছেন?

ল্যাস্কি বলেছেন, “শাসনক্ষমতায় অংশগ্রহণের অধিকার থেকে যারা বঞ্চিত, তারা শাসনক্ষমতার সুফল কখনােই ভােগ করতে পারে না।


জনগণের সার্বভৌমিকতার তত্ত্ব কারা প্রচার করেছিলেন?

লক, রুশাে, জেফারসন প্রমুখ জনগণের সার্বভৌমিকতার তত্ত্ব প্রচার করেছিলেন।


কোন্ কোন্ দার্শনিক সার্বিক প্রাপ্তবয়স্কের ভােটাধিকারের পক্ষে মতামত দিয়েছেন?

আপ্লাদোরাই, লক, রুশাে প্রমুখ দার্শনিক সার্বিক প্রাপ্তবয়স্কের ভােটাধিকারের পক্ষে মতামত দিয়েছেন।


কোন্ কোন্ দার্শনিক সার্বিক প্রাপ্তবয়স্কের ভােটাধিকারের বিরােধিতা করেছেন?

লেকি, হেনরি মেইন, মেকলে প্রমুখ দার্শনিক সার্বিক প্রাপ্তবয়স্কের ভােটাধিকারের বিরােধিতা করেছেন।


জন স্টুয়ার্ট মিল 'শিক্ষা বলতে কী বুঝিয়েছেন?

মিল 'শিক্ষা বলতে লেখাপড়া ও সাধারণ অঙ্কশাস্ত্রে জ্ঞানার্জনের কথাই বলেছেন।


ভারতে কোন্ সালে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?

1951-52 সালে ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।


নারীদের ভােটাধিকার প্রদানের বিরুদ্ধে প্রধান যুক্তিটি কী?

নারীদের ভােটাধিকার প্রদানের বিরুদ্ধে প্রধান যুক্তিটি হল নারীদের ভােটাধিকার প্রদান করা হলে গার্হস্থ্যজীবন অবহেলিত হবে এবং পারিবারিক জীবনের শান্তিশৃঙ্খলা নষ্ট হবে।


নারীদের ভােটাধিকারের পক্ষে কী যুক্তি প্রদান করা হয়?

নারীদের ভােটাধিকারের পক্ষে বলা হয়, দেশরক্ষা, শিল্পসাহিত্য, রাজনীতি ইত্যাদি প্রায় সমস্ত ক্ষেত্রে নারীরা পুরুষদের মতােই পারদর্শিতা ও যােগ্যতার পরিচয় দিতে সক্ষম হয়েছে।


ভারতীয় সংবিধানের কত নং ধারায় সার্বিক প্রাপ্তবয়স্কের ভােটাধিকারকে স্বীকৃতি জানানাে হয়েছে?

ভারতীয় সংবিধানের ৩২৬ নং ধারায় সার্বিক প্রাপ্তবয়স্কের ভােটাধিকারকে স্বীকৃতি জানানাে হয়েছে।


সংবিধানের কত নং সংশােধনের মাধ্যমে ভারতে ভােটাধিকারের ক্ষেত্রে বয়স ২১ থেকে কমিয়ে ১৮ করা হয়েছে?

সংবিধানের ৬১তম সংশােধনের মাধ্যমে ভারতে ভােটাধিকারের ক্ষেত্রে বয়স কমিয়ে ১৮ করা হয়েছে।


ভারতীয় সংবিধানের ৬১তম সংশােধন কত সালে হয়?

১৯৮৮ সালে ভারতীয় সংবিধানের ৬১তম সংশােধন হয়।


কত সালের জনপ্রতিনিধিত্ব আইনে নির্বাচন প্রার্থীদের যােগ্যতা নির্ধারণ করা হয়েছে?

১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনে নির্বাচন প্রার্থীদের যােগ্যতা নির্ধারণ করা হয়েছে।


প্রথম সাধারণ নির্বাচনে ভারতে কত শতাংশ ভােট পড়েছিল?

প্রথম সাধারণ নির্বাচনে ভারতে ৬১.২ শতাংশ ভোট পড়েছিল।


ভারতে কত সালের সাধারণ নির্বাচনে প্রথম বার কেন্দ্রে ক্ষমতাসীন দলের পরিবর্তন হয়?

ভারতে ১৯৭৭ সালের সাধারণ নির্বাচনে প্রথম বার কেন্দ্রে ক্ষমতাসীন দলের পরিবর্তন হয়।


কোন্ হাইকোর্ট ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির নির্বাচনকে অবৈধ বলে রায় দিয়েছিল?

এলাহাবাদ হাইকোর্ট ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির নির্বাচনকে অবৈধ বলে রায় দিয়েছিল।


কত সালে এলাহাবাদ হাইকোর্ট ইন্দিরা গান্ধির নির্বাচনকে অবৈধ বলে রায় দিয়েছিল?

এলাহাবাদ হাইকোর্ট ১৯৭৫ সালে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী‌ ইন্দিরা গান্ধির নির্বাচনকে অবৈধ বলে রায় দিয়েছিল।


ভারতে রাজনৈতিক দলগুলিকে প্রধানত ক-টি শ্রেণিতে ভাগ করা যায়?

ভারতে রাজনৈতিক দলগুলিকে প্রধানত তিনটি শ্রেণিতে ভাগ করা যায়।


ব্রিটিশ নির্বাচনি ব্যবস্থা সম্পর্কে জেমস মিডলটনের বক্তব্য কী?

জেমস মিডলটনের মতে, ব্রিটিশ নির্বাচনি ব্যবস্থা বিশ্বের বৃহত্তর জুয়াখেলা ছাড়া আর কিছুই নয়।


নির্বাচন ব্যবস্থা সম্পর্কে হৃদয়নাথ কুঞ্জরু গণপরিষদে কী বলেছেন?

নির্বাচন ব্যবস্থা সম্পর্কে হৃদয়নাথ কুঞ্জরুর বক্তব্য অনুযায়ী নির্বাচন ব্যবস্থা যদি ত্রুটিপূর্ণ হয় কিংবা সুদক্ষ না হয়, তাহলে গণতন্ত্র উৎসেই বিষাক্ত হয়ে পড়বে।


সার্বিক প্রাপ্তবয়স্কের ভােটাধিকারের বিপক্ষে একটি যুক্তি দাও।

সার্বিক প্রাপ্তবয়স্কের ভােটাধিকারের বিপক্ষে একটি যুক্তি হল সর্বজনীন শিক্ষার অভাবের ফলে ভােটদাতাদের একটি অংশ নির্বাচনের সময় যােগ্য প্রার্থী নির্বাচন করতে পারে না৷


শাসন ক্ষমতায় অংশগ্রহণের অধিকার থেকে যারা বঞ্চিত তারা শাসন ক্ষমতার সুফল কখনােই ভােগ করতে পারে না”—কে বলেছেন?

শাসন ক্ষমতায় অংশগ্রহণের অধিকার থেকে যারা বঞ্চিত তারা শাসন ক্ষমতার সুফল কখনােই ভােগ করতে পারে না”—ল্যাস্কি বলেছেন।


ভারতের প্রায় কত শতাংশ মানুষ নিরক্ষর?

ভারতের প্রায় ৩৬ শতাংশ মানুষ নিরক্ষর।


কত সালে লােকসভায় আস্থাভােটে অটল বিহারী বাজপেয়ী সরকার পরাজিত হলেও বিরােধীরা সরকার গড়তে ব্যর্থ হয়?

১৯৯৯ সালে লােকসভায় আস্থাভােটে অটল বিহারী বাজপেয়ী সরকার পরাজিত হলেও বিরােধীরা সরকার গড়তে ব্যর্থ হয়।


ভারতে ভােটারদের সচিত্র পরিচয়পত্র প্রদানের উদ্দেশ্য কী?

ভারতে ভােটারদের সচিত্র পরিচয়পত্র প্রদানের উদ্দেশ্য হল ভুয়াে বা জাল ভােট প্রতিরােধ করা।


ভারতের সর্বশেষ সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছে?

ভারতের সর্বশেষ ১৬তম সাধারণ নির্বাচন ২০১৪ সালে অনুষ্ঠিত হয়েছে।


ভারতে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভােটাধিকারের সাফল্যের একটি কারণ লেখাে।

ভারতে নাগরিকদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি সার্বিক প্রাপ্তবয়স্কের ভােটাধিকারের সাফল্যের একটি বড়াে কারণ।


ভারতে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভােটাধিকার প্রবর্তিত হয়েছিল কত খ্রিস্টাব্দে?

১৯৫২ সালে প্রথম সাধারণ নির্বাচনে ভারতে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভােটাধিকার প্রবর্তিত হয়।


বর্তমানে গণতান্ত্রিক রাষ্ট্রে প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও কাদের ভােটাধিকার প্রদান করা হয় না?

বিকৃতমস্তিষ্ক, অপরাধী বলে দোষী সাব্যস্ত ব্যক্তি, আদালত কর্তৃক দেউলিয়া বলে ঘােষিত ব্যক্তি, নির্বাচন বিষয়ক বেআইনি কাজে জড়িত ব্যক্তির ভােটাধিকার থাকে না।


কার মতে, সার্বিক ভােটাধিকারের পূর্বে সার্বিক শিক্ষার প্রয়ােজন?

জন স্টুয়ার্ট মিলের মতে সার্বিক ভােটাধিকারের পূর্বে সার্বিক‌ শিক্ষার প্রয়ােজন।


কোন্ আইন বলে ভারতে প্রাপ্তবয়স্কের ভােটাধিকার স্বীকৃত?

ভারতীয় সংবিধানের ৩২৬ নং ধারা অনুসারে ভারতে প্রাপ্তবয়স্কদের ভােটাধিকার স্বীকৃত।


সার্বিক প্রাপ্তবয়স্কের ভােটাধিকারের মাধ্যমে কোন্ নীতিকে স্বীকৃতি দেওয়া হয়েছে?

সার্বিক প্রাপ্তবয়স্কের ভােটাধিকারের মাধ্যমে গণসার্বভৌমত্বের নীতিকে স্বীকৃতি দেওয়া হয়েছে।


ভারতে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভােটাধিকারের ব্যর্থতার দুটি‌ কারণ লেখাে।

ভারতে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভােটাধিকারের ব্যর্থতার দুটি কারণ হল শিক্ষার অভাব ও আর্থিক প্রলােভনের হাতছানি।


ভােটার তালিকা বলতে তুমি কী বােঝ?

ভােটদানের জন্য যােগ্য নাগরিকদের নিয়ে নির্বাচন কমিশন যে তালিকা প্রণয়ন করে, তাকে ভােটার তালিকা বলে।


সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভােটাধিকারের পক্ষে একটি যুক্তি দাও।

গণতান্ত্রিক আদর্শের মূলভিত্তি হল গণসার্বভৌমত্ব৷ সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভােটাধিকারের ফলে গণসার্বভৌমত্বের বাস্তব রূপায়ণ সম্ভবপর হয়।


EVM কী?

EVM হল ভােটগ্রহণের ইলেকট্রনিক যন্ত্র।


সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভােটাধিকারের বিপক্ষে একটি যুক্তি দাও।

জনগণের অধিকাংশ যেখানে অশিক্ষিত, অজ্ঞ ও কুসংস্কারাচ্ছন্ন সেখানে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভােটাধিকার প্রহসন ছাড়া আর কিছুই নয়।


ভারতে ভােট দান করতে গেলে কত বছর বয়সের প্রয়ােজন হয়?

ভারতে ভােট দান করতে গেলে ১৮ বছর বয়সের প্রয়ােজন হয়।


ভারতীয় সংবিধানের কোন্ অংশে নির্বাচন কমিশনের উল্লেখ‌ আছে?

ভারতীয় সংবিধানের পঞ্চদশ অংশে নির্বাচন কমিশনের উল্লেখ আছে।


ভারতীয় সংবিধানের কত নং ধারায় নির্বাচন কমিশন গঠনের উল্লেখ আছে?

ভারতীয় সংবিধানের ৩২৪(২) নং ধারায় নির্বাচন কমিশন গঠনের উল্লেখ আছে।


কবে থেকে বহু সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের ধারণা চালু হয়?

১৯৯৩ সাল থেকে বহু সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের ধারণা চালু হয়।


আঞ্চলিক নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কত?

আঞ্চলিক নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ ৬ মাস।


আঞ্চলিক নির্বাচন কমিশনারদের কে নিয়ােগ করেন?

আঞ্চলিক নির্বাচন কমিশনারদের নিয়ােগ করেন রাষ্ট্রপতি।


আঞ্চলিক নির্বাচন কমিশনার হওয়ার যােগ্য কারা?

হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিগণ অথবা অবসরপ্রাপ্ত মুখ্যসচিবের পদমর্যাদাসম্পন্ন ব্যক্তিরা আঞ্চলিক নির্বাচন কমিশনার হওয়ার যােগ্য।


আঞ্চলিক নির্বাচন কমিশনারদের নিয়ােগের পূর্বে রাষ্ট্রপতিকে কার সঙ্গে পরামর্শ করতে হয়?

আঞ্চলিক নির্বাচন কমিশনারদের নিয়ােগের পূর্বে রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করতে হয়।


বর্তমানে ভারতের নির্বাচন কমিশনের কমিশনারের সংখ্যা কত?

বর্তমানে ভারতে তিন জন নির্বাচন কমিশনার আছে।


মুখ্য নির্বাচন আধিকারিক কীভাবে নিযুক্ত হন?

মুখ্য নির্বাচন আধিকারিক রাজ্য সরকারের সুপারিশক্রমে নির্বাচন কমিশন কর্তৃক নিযুক্ত হন।


ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণের বিষয়টি সংবিধানের কত নং ধারায় উল্লিখিত আছে?

ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণের বিষয়টি উল্লিখিত আছে সংবিধানের ৩২৪(৫) নং ধারায়।


মুখ্য নির্বাচন কমিশনার ছাড়া অন্যান্য নির্বাচন কমিশনারদের কীভাবে পদচ্যুত করা হয়?

মুখ্য নির্বাচন কমিশনারের সুপারিশক্রমে রাষ্ট্রপতি অন্যান্য নির্বাচন কমিশনারদের পদচ্যুত করতে পারেন।


নির্বাচন কমিশনের সদস্যদের বেতন, ভাতা ইত্যাদি কোন তহবিল থেকে প্রদান করা হয়?

ভারতের সঞ্চিত তহবিল থেকে নির্বাচন কমিশনের সদস্যদের বেতন, ভাতা ইত্যাদি প্রদান করা হয়।


ভারতের নির্বাচন কমিশন কীভাবে গঠিত হয়?

ভারতে একজন মুখ্য নির্বাচন কমিশনার ও দুজন নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়। প্রতিটি রাজ্যে একজন মুখ্য নির্বাচনি আধিকারিক থাকেন ও প্রতিটি জেলায় একজন করে নির্বাচনি অফিসার নিয়ােগ করা হয়।


ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলি কী?

ভারতের নির্বাচন কমিশনের উল্লেখযােগ্য কাজগুলি হল ভােটার তালিকা প্রস্তুত করা, ভােটদাতাদের সচিত্র পরিচয়পত্র প্রদান করা, ভােটগণনা ও ভােটের ফল প্রকাশ করা।


ভারতের নির্বাচন কমিশনের একটি প্রধান কাজ উল্লেখ করাে।

ভারতের নির্বাচন কমিশনের একটি প্রধান কাজ হল—নির্বাচন সংক্রান্ত কাজকর্মের তত্ত্বাবধান, পরিচালনা ও নিয়ন্ত্রণ।


ভারতের সাধারণ নির্বাচনে বা অন্যান্য নির্বাচনে নির্বাচন কমিশন কেন পর্যবেক্ষক নিয়ােগ করেন?

ভারতে নির্বাচন নিরপেক্ষ ও অবাধ করার জন্য পর্যবেক্ষক নিয়ােগ করা হয়।


নির্বাচন কমিশনকে নিরপেক্ষ রাখার জন্য যেসব ব্যবস্থা সংবিধানে উল্লিখিত আছে তার একটি উল্লেখ করাে।

নির্বাচন কমিশনকে নিরপেক্ষ রাখার জন্য নির্বাচন কমিশনের সদস্যদের বেতন, ভাতা ও অন্যান্য সুযােগসুবিধার জন্য ব্যয় পার্লামেন্টের অনুমােদন সাপেক্ষ করার পরিবর্তে ভারতের সঞ্ছিত তহবিলের ওপর ধার্য করা হয়েছে।


ভারতের সাধারণ নির্বাচনের নির্ঘণ্ট কে প্রকাশ করে?

নির্বাচন কমিশন ভারতের সাধারণ নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে।


ভারতের অঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট কে প্রকাশ করে?

ভারতের অঙ্গরাজ্যগুলিতে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন।


কোনাে রাজনৈতিক দলের নির্বাচনি প্রতীক নিয়ে বিরােধ দেখা দিলে তার মীমাংসা কে করে?

কোনো রাজনৈতিক দলের নির্বাচনি প্রতীক নিয়ে বিরােধ দেখা দিলে নির্বাচন কমিশন তার মীমাংসা করে।


নির্বাচন প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব কার কাছে পেশ করতে হয়?

নির্বাচন কমিশনের কাছে নির্বাচন প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব পেশ করতে হয়।


নির্বাচন কমিশনের মতামত কি কেন্দ্রীয় সরকার মানতে বাধ্য?

না, নির্বাচন কমিশনের মতামত কেন্দ্রীয় সরকার মানতে বাধ্য নয়।


ভারতে নির্বাচকদের তালিকা প্রকাশ করার দায়িত্ব কার?

ভারতে নির্বাচকদের তালিকা প্রকাশ করার দায়িত্ব নির্বাচন কমিশনের।


কোনাে নির্বাচনি কেন্দ্রে পুনর্নির্বাচনের ব্যবস্থা করার অধিকারী কে?

কোন নির্বাচনি কেন্দ্রে পুনর্নির্বাচনের ব্যবস্থা করার অধিকারী নির্বাচন কমিশন।


নির্বাচন পর্যবেক্ষকদের কাজ কী?

কমিশন কর্তৃক ঘােষিত আচরণবিধি মান্য করা হচ্ছে কি না তা পর্যালােচনা করে কমিশনের কাছে প্রতিবেদন পেশ করাই হল নির্বাচন পর্যবেক্ষকদের কাজ।


ভারতে আঞ্চলিক নির্বাচন কমিশনারগণের কাজের সময় কখন?

ভারতে আঞ্চলিক নির্বাচন কমিশনারগণের কাজের সময় নির্বাচনের তিন মাস আগে থেকে তিন মাস পর পর্যন্ত।


পদমর্যাদার দিক থেকে ভারতের নির্বাচন কমিশনারগণ কোন্ আদালতের বিচারপতিদের সমান মর্যাদা ভােগ করেন?

পদমর্যাদার দিক থেকে ভারতের নির্বাচন কমিশনারগণ সুপ্রিমকোর্টের বিচারপতিদের সমান মর্যাদা ভােগ করেন।


মুখ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন?

মুখ্য নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন।


ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী নির্বাচন পরিচালনার জাতীয় দায়িত্ব নির্বাচনে কমিশনের হাতে অর্পণ করা হয়েছে?

ভারতীয় সংবিধানের ভারতীয় সংবিধানের ৩২৪(১) নং ধারা অনুযায়ী নির্বাচন পরিচালনার জাতীয় দায়িত্ব নির্বাচনে কমিশনের হাতে অর্পণ করা হয়েছে।


ভারতে রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি প্রদান করে কে?

ভারতে রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি প্রদান করে নির্বাচন কমিশন।


ভারতে কোনাে কেন্দ্রের নির্বাচনি প্রার্থীকে কোথায় মনােনয়নপত্র পেশ করতে হয়?

ভারতে কোনাে কেন্দ্রের নির্বাচনি প্রার্থীকে সেই কেন্দ্রের রিটার্নিং অফিসারের কাছে মনােনয়নপত্র পেশ করতে হয়।


ভারতে কোনাে কেন্দ্রের নির্বাচন কীভাবে স্থগিত রাখা যায়?

ভারতে কোনাে কেন্দ্রের নির্বাচন নির্বাচনি পর্যবেক্ষকদের প্রতিবেদনের ওপর ভিত্তি করে স্থগিত রাখা যায়।


ভারতে রাজনৈতিক দলগুলিকে নির্বাচনি প্রতীক চিহ্ন বিতরণ‌ করে কোন্ সংস্থা?

ভারতে রাজনৈতিক দলগুলিকে নির্বাচনি প্রতীক চিহ্ন বিতরণ করে নির্বাচন কমিশন।


ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন?

ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেন ছিলেন।


নির্বাচন কমিশনের একটি সীমাবদ্ধতা উল্লেখ করাে।

নির্বাচন কমিশনের সুপারিশ ও পরামর্শ মেনে নিতে কেন্দ্রীয় সরকার বাধ্য নয়। তাই কমিশনের যেসব সুপারিশ ক্ষমতাসীন দলের অনুকূলে যায়, কেন্দ্রীয় সরকার কেবল সেটুকুকেই গ্রহণ করে।


ভারতের আঞ্চলিক নির্বাচন কমিশনের সদস্যদের কে নিয়ােগ করেন?

নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শক্রমে ভারতের আঞ্চলিক নির্বাচন কমিশনের সদস্যদের নিয়ােগ করেন রাষ্ট্রপতি।


ভারতের নির্বাচন কমিশনের বিচার সংক্রান্ত কার্য কাকে বলে?

ভারতের পার্লামেন্ট বা সংসদ লােকসভা বা রাজ্যসভার কোনাে কক্ষের কোনাে সদস্যের অযােগ্যতার ব্যাপারে কোনাে প্রশ্ন দেখা দিলে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার আগে রাষ্ট্রপতি বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, এক্ষেত্রে নির্বাচন কমিশনের পরামর্শের ভিত্তিতে রাষ্ট্রপতিকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় (১০৩ নং ধারা)। একে ভারতের নির্বাচন কমিশনের বিচার সংক্রান্ত কার্য বলে অভিহিত করা হয়।