রাজনৈতিক দল এবং চাপসৃষ্টিকারী গােষ্ঠী (Mcq-H.S.11)

রাজনৈতিক দল এবং চাপসৃষ্টিকারী গােষ্ঠী


রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি কী কী?

রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হল সমমতাদর্শ, সুনির্দিষ্ট কর্মসূচি ও দলীয় সংগঠন।


কোন্ রাজনৈতিক ব্যবস্থায় একটিমাত্র দলের চরম আধিপত্য থাকে?

সমাজতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী ব্যবস্থায় একটিমাত্র দলের চরম আধিপত্য থাকে।


প্রতিনিধিমূলক গণতন্ত্রের মূলভিত্তি কী?

প্রতিনিধিমূলক গণতন্ত্রের মূলভিত্তি হল রাজনৈতিক দল।


কোন্ শাসনব্যবস্থাকে দলীয় শাসনব্যবস্থা বলে অভিহিত করা হয়?

আধুনিক উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থাকে দলীয় শাসনব্যবস্থা বলে অভিহিত করা হয়।


লাসওয়েলের মতে রাজনৈতিক দল কী?

লাসওয়েলের মতে, রাজনৈতিক দল হল এমন একটি সংগঠন, যা নির্বাচনে প্রার্থী প্রেরণ করে এবং কর্মসূচি উপস্থাপন করে।


মরিস দ্যুভারজারের মতে রাজনৈতিক দল কী?

মরিস দ্যুভারজারের মতে, রাজনৈতিক দল হল এমন একটি সংঘ, যার একটি নির্দিষ্ট কাঠামাে আছে।


অ্যাভেরি লিজারসন রাজনৈতিক দল বলতে কী বুঝিয়েছেন?

অ্যাভেরি লিজারসন রাজনৈতিক দলকে সামাজিক গােষ্ঠী ও সামাজিক শ্রেণির বেসরকারি ও পরােক্ষ প্রতিনিধিত্বের এজেন্সি বলে বর্ণনা করেছেন।


বহুদলীয় ব্যবস্থা কোন্ কোন দেশে আছে?

ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ভারত, ইতালি, জাপান প্রভৃতি দেশে বহুদলীয় ব্যবস্থা লক্ষ করা যায়।


দ্য প্রসেস অব গভর্নমেন্ট গ্রন্থটির রচিয়তা কে?

দ্য প্রসেস অব গভর্নমেন্ট গ্রন্থের রচয়িতা আর্থার বেন্টলি।


দ্য প্রসেস অব গভর্নমেন্ট গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

দ্য প্রসেস অব গভর্নমেন্ট গ্রন্থটি ১৯০৮ সালে প্রকাশিত হয়।


মডার্ন পলিটিকস অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটির রচয়িতা কে?

মডার্ন পলিটিকস অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থের রচয়িতা অ্যালান বল।


প্রেসার পলিটিকস ইন ইন্ডাস্ট্রিয়াল সােসাইটিজ গ্রন্থটি কাদের লেখা?

গ্রেসার পলিটিকস ইন ইন্ডাস্ট্রিয়াল সােসাইটিজ গ্রন্থটি অ্যালান বল ও মিলার্ডের লেখা।


রাজনৈতিক দলের একটি কাজ উল্লেখ করাে।

রাজনৈতিক দলের একটি কাজ হল নির্বাচনে অংশগ্রহণ করা।


বেঞ্জামিন কনস্ট্যান্টের মতে রাজনৈতিক দল কী?

বেঞ্জামিন কনস্ট্যান্ট সমরাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী কিছু লােকের সমষ্টিকে রাজনৈতিক দল বলে আখ্যায়িত করেছেন।


অধ্যাপক গিলক্রিস্ট রাজনৈতিক দলকে কীভাবে ব্যাখ্যা করেছেন?

অধ্যাপক গিলক্রিস্টের মতে, রাজনৈতিক দল হল সমরাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী নাগরিকদের সেই সংগঠিত অংশ যা একটি রাজনৈতিক সংগঠন হিসেবে সরকারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।


এডমন্ড বার্কের মতে রাজনৈতিক দল কী?

এডমন্ড বার্কের মতে, যখন কোনাে নির্দিষ্ট স্বীকৃত নীতির ভিত্তিতে একটি সংগঠিত জনসমষ্টি যৌথ প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য সচেষ্ট হয় তখন তাকে রাজনৈতিক দল বলে।


অধ্যাপক গেটেল রাজনৈতিক দল বলতে কী বুঝিয়েছেন?

অধ্যাপক গেটেলের মতে, রাজনৈতিক দল বলতে মােটামুটিভাবে সংগঠিত এমন এক নাগরিক সম্প্রদায়কে বােঝায় যারা একটি রাজনৈতিক সংস্থা হিসেবে কাজ করে এবং যারা তাদের ভােটদান। ক্ষমতার দ্বারা সরকারকে নিয়ন্ত্রণ ও সাধারণ নীতিগুলিকে কার্যকর করতে সক্ষম হয়।


বার্কারের মতে রাজনৈতিক দল কী?

বার্কার বলেছেন, প্রতিটি রাজনৈতিক দল বিশেষ একটি মতাদর্শের দ্বারা পরিচালিত হলেও তা জাতীয় স্বার্থের দ্বারা উদ্বুদ্ধ হয়ে দেশের সাধারণ স্বার্থ সম্পর্কিত বিষয়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে নির্বাচকমণ্ডলীয় সমর্থন লাভের জন্য সচেষ্ট হয়।


অধ্যাপক সুল্জ রাজনৈতিক দলকে কীভাবে ব্যাখ্যা করেছেন?

অধ্যাপক সুল্জ-এর মতে, রাজনৈতিক দল হল ব্যক্তিসমূহের কিংবা নির্দিষ্ট স্বার্থগােষ্ঠীর এমন একটি সুসংবদ্ধ ও অপেক্ষাকৃত স্থায়ী সংগঠন, যার উদ্দেশ্য হল নিজ সদস্যদের সরকারি ক্ষমতায় প্রতিষ্ঠিত করে ঈঙ্গিত নীতি অনুসরণ ও কার্যকর করা।


“রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থার কথা কল্পনা করা কঠিন '-কে বলেছেন?

"রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থার কথা কল্পনা করা কঠিন এ কথা বলেছেন অ্যালান বল।


রাজনৈতিক দলের উদ্ভব ও বিকাশের বিষয়টি কোন্ ব্যবস্থার বিকাশের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত?

রাজনৈতিক দলের উদ্ভব ও বিকাশের বিষয়টি গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত।


আধুনিক অর্থে রাজনৈতিক দলের উৎপত্তি কখন ও কোথায় হয়?

আধুনিক অর্থে রাজনৈতিক দলের উৎপত্তি হয়েছে সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডে।


রাজনৈতিক দলকে কীসের মূলভিত্তি বলে মনে করা হয়?

রাজনৈতিক দলকে পরােক্ষ গণতন্ত্র বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূলভিত্তি বলে মনে করা হয়।


রাজনৈতিক দল সম্পর্কে জাঁ ব্রদেঁলের অভিমত কী?

জা ব্রদেঁলের মতে, রাজনৈতিক দল হল 'রাজনৈতিক কাঠামাের অনন্য আধুনিক রূপ।


রাজনৈতিক দলের উদ্ভব ও ক্রমবিকাশকে কোন্ কালের ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়?

রাজনৈতিক দলের উদ্ভব ও ক্রমবিকাশকে আধুনিক কালের ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়।


রাজনৈতিক দলের পূর্বসূরি হিসেবে কাদের মনে করা হয়?

রাজনৈতিক দলের পূর্বসূরি হিসেবে বহু ধরনের গােষ্ঠী, ক্লাব ও গিল্ড প্রভৃতিকে মনে করা হত।


আধুনিক অর্থে রাজনৈতিক দল কোথায় প্রথম গড়ে ওঠে?

আধুনিক অর্থে রাজনৈতিক দল মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম গড়ে ওঠে।


আধুনিক রাজনৈতিক দলের উৎপত্তি সম্পর্কে মরিস দ্যুভারজারের বক্তব্য কী?

মরিস দ্যুভারজারের মতে, ১৮৫০ খ্রিস্টাব্দের আগে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া পৃথিবীর অন্য কোথাও আধুনিক অর্থে আমরা যাকে রাজনৈতিক দল বলি, সেই রাজনৈতিক দলের ধারণা গড়ে ওঠেনি।


রাজনৈতিক দলের বিকাশ কখন থেকে ঘটে?

উনবিংশ শতাব্দীর মধ্যভাগের পরবর্তী সময় থেকে রাজনৈতিক দলের বিকাশ ঘটে।


রাজনৈতিক দল সম্পর্কে আধুনিক ধ্যানধারণার পরিচয় কাদের রচনায় পাওয়া যায়?

দ্যুভারজার, নিউম্যান, ব্রর্দেল, অ্যালমন্ড, জোশেফ পালােম্বারা প্রমুখের রচনায় রাজনৈতিক দল সম্পর্কে আধুনিক ধ্যানধারণার পরিচয় পাওয়া যায়।


আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী গেটেল রাজনৈতিক দলকে কী বলে অভিহিত করেছেন?

আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী গেটেল রাজনৈতিক দলকে একটি সংগঠিত নাগরিক সম্প্রদায় বলে অভিহিত করেছেন।


রাজনৈতিক দল সম্পর্কে লেনিনের (মার্কসবাদীদের) অভিমত কী?

লেনিন বা মার্কসবাদীদের মতে, রাজনৈতিক দল হল প্রতিটি শ্রেণির রাজনৈতিক সংগ্রামের সর্বাপেক্ষা উদ্দেশ্যমূলক, ব্যাপক ও সুনির্দিষ্ট রাজনৈতিক হাতিয়ার।


সর্বপ্রথম দলপ্রথার উদ্ভব কোথায় ঘটে?

সর্বপ্রথম দলপ্রথার উদ্ভব ঘটে ইংল্যান্ডে।


মার্কসবাদীদের মতে, সমাজতান্ত্রিক সমাজে কেন একটিমাত্র দলই যথেষ্ট?

মার্কসবাদীদের মতে, সমাজতান্ত্রিক সমাজে ভিন্ন ভিন্ন শ্রেণিস্বার্থ না থাকায় সেখানে সর্বহারা শ্রেণির স্বার্থরক্ষার জন্য একটিমাত্র দলই যথেষ্ট।


রাজনৈতিক দলের একটি গ্রহণযােগ্য সংজ্ঞা দাও ।

যখন কোনাে জনসংগঠন এককভাবে বা অন্যদের সঙ্গে একযােগে রাজনৈতিক ক্ষমতা দখল করতে অথবা তা বজায় রাখতে চেষ্টা করে তখন তাকে রাজনৈতিক দল বলা হয়ে থাকে।


কার মতে, রাজনৈতিক দল হল সমরাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী কিছু লােকের সমষ্টি?

বেঞ্জামিন কনস্ট্যান্টের মতে রাজনৈতিক দল হল ‘সমরাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী কিছু লোকের সমষ্টি।


রাজনৈতিক দলকে নিউম্যান কী বলে অভিহিত করেছেন?

রাজনৈতিক দলকে নিউম্যান সামাজিক ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতায় পরিণত করার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার বলে অভিহিত করেছেন।


রাজনৈতিক দলের একটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।

রাজনৈতিক দলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তার দলীয় সাংগঠনিক কাঠামাে, দলের নেতা ও কর্মীদের নিয়ে এই দলীয় সংগঠন পরিচালিত হয়।


রাজনৈতিক দলের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ কী?

রাষ্ট্রক্ষমতা দখলের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা রাজনৈতিক দলের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ।


রাজনৈতিক দলের একটি গুণ উল্লেখ করাে।

রাজনৈতিক দল জনগণের মধ্যে রাজনৈতিক শিক্ষা ও চেতনার বিকাশ ঘটায়।


রাজনৈতিক দলের একটি ত্রুটি উল্লেখ করাে।

রাজনৈতিক দল অনেক সময় জাতীয় স্বার্থের চেয়ে দলীয় স্বার্থকে বড়াে করে দেখে।


মরিস জোনস ভারতের দলব্যবস্থাকে ক-টি ভাগে ভাগ করেছেন, সেগুলি কী কী?

মরিস জোনস ভারতে দলব্যবস্থাকে দুভাগে ভাগ করেছেন। এগুলি হল যথাক্রমে জাতীয় দল এবং আঞ্চলিক দল।


রাষ্ট্রবিজ্ঞানী স্যুমপিটারের মতাে রাজনৈতিক দলের প্রথম ও প্রধান উদ্দেশ্য কী?

রাষ্ট্রবিজ্ঞানী মপিটারের মতে, রাজনৈতিক দলের প্রথম ও প্রধান উদ্দেশ্য হল ক্ষমতা অর্জন অথবা ক্ষমতা ধরে রাখার জন্য অন্যের ওপর আধিপত্য বিস্তার করা।


অধ্যাপক অ্যালান বলের মতে, রাজনৈতিক দলের উদ্দেশ্য কী?

অধ্যাপক অ্যালান বলের মতে, একক বা অন্যদের সঙ্গে মিলিতভাবে ক্ষমতা দখল করাই রাজনৈতিক দলের উদ্দেশ্য।


এডমন্ড বার্ক রাজনৈতিক দলকে কোন্ স্বার্থের সংরক্ষক বলে অভিহিত করেছেন?

এডমন্ড বার্ক রাজনৈতিক দলকে জাতীয় স্বার্থের সংরক্ষক বলে অভিহিত করেছেন।


সাধারণত দলব্যবস্থাকে কটি শ্রেণিতে ভাগ করা যায় ও এগুলি কী কী?

সাধারণত দলব্যবস্থাকে তিনটি শ্রেণিতে ভাগ করা যায়। এগুলি হল— একদলীয়, দ্বিদলীয় এবং বহুদলীয় ব্যবস্থা।


একদলীয় ব্যবস্থা কাকে বলে?

যে রাজনৈতিক ব্যবস্থায় একটিমাত্র রাজনৈতিক দলের অস্তিত্ব স্বীকৃত থাকে তাকে একদলীয় ব্যবস্থা বলা হয়।


বর্তমানে একদলীয় ব্যবস্থা কোন্ কোন্ দেশে চালু রয়েছে?

বর্তমানে গণসাধারণতন্ত্রী চিন, কিউবা এবং উত্তর কোরিয়ায় একদলীয় ব্যবস্থা চালু রয়েছে।


দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সর্বাত্মক একদলীয় ব্যবস্থা কোথায় চালু ছিল?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সর্বাত্মক একদলীয় ব্যবস্থা ফ্যাসিবাদী ইতালি এবং নাৎসিবাদী জার্মানিতে চালু ছিল।


দ্বিদলীয় ব্যবস্থা কাকে বলে?

যে রাজনৈতিক ব্যবস্থায় দুটি প্রধান দলের প্রভাব-প্রতিপত্তি দেখা যায় তাকে দ্বিদলীয় ব্যবস্থা বলে।


বহুদলীয় ব্যবস্থা কাকে বলে?

যে রাজনৈতিক ব্যবস্থায় দুইয়ের অধিক রাজনৈতিক দলের প্রাধান্য লক্ষ করা যায় তাকে বহুদলীয় ব্যবস্থা বলে।


দ্বিদলীয় ব্যবস্থার প্রকৃষ্ট উদাহরণ দাও।

মার্কিন যুক্তরাষ্ট্র ও আইরিশ প্রজাতন্ত্র হল দ্বিদলীয় ব্যবস্থার প্রকৃষ্ট উদাহরণ।


রাজনৈতিক দলগুলিকে প্রতীক চিহ্ন বিতরণ করে কোন্ সংস্থা?

রাজনৈতিক দলগুলিকে প্রতীক চিহ্ন বিতরণ করে নির্বাচন কমিশন।


ভারতের দুটি প্রধান জাতীয় দলের নাম লেখাে।

ভারতের দুটি প্রধান জাতীয় দল হল ভারতীয় জাতীয় কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি।


কীভাবে আঞ্চলিক দলের মর্যাদা পাওয়া যায়?

ভারতের নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে যে দল কোনাে রাজ্যের লােকসভাও বিধানসভা নির্বাচনে মােট বৈধ ভােটের৬ শতাংশ পেয়ে থাকে, তাকে আঞ্চলিক দলের মর্যাদা দেওয়া যেতে পারে৷


ধর্মের ভিত্তিতে গঠিত একটি আঞ্চলিক দলের নাম লেখাে।

ধর্মের ভিত্তিতে গঠিত একটি আঞ্চলিক দলের নাম শিবসেনা।


ব্রিটেনে দ্বিদলীয় না বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান?

ব্রিটেনে দ্বিদলীয় ব্যবস্থা বিদ্যমান।


অ্যালান বল চাপসৃষ্টিকারী গােষ্ঠীগুলিকে কয় ভাগে ভাগ করেছেন?

অ্যালান বল চাপসৃষ্টিকারী গােষ্ঠীগুলিকে দু-ভাগে ভাগ করেছেন—স্বার্থগােষ্ঠী ও মনােবৃত্তিবাহী গােষ্ঠী।


গােষ্ঠীকেন্দ্রিক আলােচনার ওপর কারা গুরুত্ব আরােপ করেছেন?

আর্থার বেন্টলি, ডেভিড ট্র্যম্যান, ভি ও কি প্রমুখ গােষ্ঠীকেন্দ্রিক‌ আলােচনার ওপর গুরুত্ব আরােপ করেছেন।


স্বার্থগােষ্ঠী কাকে বলে?

যেসব গােষ্ঠীর সদস্যদের মধ্যে সমজাতীয় উদ্দেশ্যগত বৈশিষ্ট্য থেকে অংশীদারি মনােভাব সৃষ্টি হয়, সেগুলিকে স্বার্থগােষ্ঠী বলে।


মনােবৃত্তিবাহী গােষ্ঠী কাকে বলে?

মনােবৃত্তিবাহী গােষ্ঠী হল এমন এক ঘােষ্ঠী যার সদস্যরা সমমনােভাবাপন্ন।


চাপসৃষ্টিকারী গােষ্ঠী কী ধরনের রাজনৈতিক ব্যবস্থার অঙ্গ?

চাপসৃষ্টিকারী গােষ্ঠী উদারনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার অঙ্গ।


নিউম্যানের মতে চাপসৃষ্টিকারী গোষ্ঠী কী?

নিউম্যানের মতে, চাপসৃষ্টিকারী গােষ্ঠী হল প্রভাব বিস্তারে ইচ্ছুক সমস্বার্থবিশিষ্ট প্রতিনিধিত্বমূলক গােষ্ঠী।


টার্নার চাপসৃষ্টিকারী গােষ্ঠী বলতে কী বুঝিয়েছেন?

টার্নার বলেছেন, চাপসৃষ্টিকারী গােষ্ঠী হল সেইসব দলনিরপেক্ষ সংগঠন যেগুলি সরকারি নীতিকে প্রভাবিত করার চেষ্টা করে।


অ্যালান বল ও মিলার্ডের মতে চাপসৃষ্টিকারী গােষ্ঠী কী?

অ্যালান বল ও মিলার্ডের মতে চাপসৃষ্টিকারী গােষ্ঠী বলতে সেই সামাজিক ব্যক্তিসমষ্টিকে বােঝাতে চেয়েছেন, যারা সুসংহতভাবে ও সমলক্ষ্যবিশিষ্ট হয়ে রাজনৈতিক সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য সচেষ্ট থাকে।


তৃণমূল কংগ্রেস দলের শ্রমিক সংগঠনের নাম কী?

তৃণমূল কংগ্রেস দলের শ্রমিক সংগঠনের নাম হল‌ আইএনটিটিইউসি।


রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গােষ্ঠীর মধ্যে একটি পার্থক্য লেখাে।

রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য হল রাজনৈতিক ক্ষমতা দখলের মাধ্যমে সরকার গঠন। অন্যদিকে, চাপসৃষ্টিকারী গােষ্ঠীগুলির উদ্দেশ্য হল বাইরে থেকে সরকারের ওপর চাপ সৃষ্টি করে গােষ্ঠীগত স্বার্থপূরণ।


ভারতের দুটি চাপসৃষ্টিকারী গােষ্ঠীর নাম লেখাে।

ভারতের দুটি চাপসৃষ্টিকারী গােষ্ঠী হল আইএনটিইউসি এবং হিন্দ মজদুর সংঘ।


স্বতঃস্ফূর্ত স্বার্থগােষ্ঠী কাকে বলে?

যখন কোনাে একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে স্বতঃস্ফূর্তভাবে একটি গােষ্ঠী গড়ে ওঠে, তখন তাকে স্বতঃস্ফুর্ত গােষ্ঠী বলা হয়।


সংঘমূলক বা সংগঠনভিত্তিক স্বার্থগােষ্ঠী কাকে বলে?

সংঘমূলক বা সংগঠনভিত্তিক স্বার্থগােষ্ঠী বলতে বােঝায় সেই ধরনের গােষ্ঠী যা বিশেষজ্ঞ কর্মীদের নিয়ে গঠিত হয়।


অসংঘমূলক বা সংগঠনবিহীন স্বার্থগােষ্ঠী কাকে বলা হয়?

যে স্বার্থগােষ্ঠী জাতি, বংশ, শ্রেণি, ভাষা ইত্যাদিকে নিয়ে অসংগঠিত ভাবে গড়ে ওঠে, তাকে অসংঘমূলক বা সংগঠনবিহীন স্বার্থগােষ্ঠী বলা হয়।


প্রাতিষ্ঠানিক বা প্রতিষ্ঠানভিত্তিক স্বার্থগােষ্ঠী কাকে বলে?

কোনো বিশেষ পেশা বা বৃত্তির সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের নিয়ে যে স্বার্থগােষ্ঠী গড়ে ওঠে, তাকে প্রাতিষ্ঠানিক বা প্রতিষ্ঠানভিত্তিক স্বার্থগােষ্ঠী বলে।


জনকল্যাণসাধনের দিক থেকে স্বার্থগােষ্ঠী বা চাপসৃষ্টিকারী গোষ্ঠী ও রাজনৈতিক দলের কী পার্থক্য?

বৃহত্তর জাতীয় স্বার্থের ভিত্তিতে রাজনৈতিক দলগুলি সর্বাধিক পরিমাণ মানুষের কল্যাণসাধনের জন্য সচেষ্ট থাকে। অন্যদিকে, স্বার্থগােষ্ঠী বা চাপসৃষ্টিকারী গােষ্ঠীগুলি জনকল্যাপসাধনের দিকে না তাকিয়ে শুধুমাত্র সদস্যদের গােষ্ঠীস্বার্থ সংরক্ষণের জন্য সচেষ্ট থাকে।


চাপসৃষ্টিকারী গােষ্ঠী বা Pressure Group-এর মূল লক্ষ্য কী?

চাপসৃষ্টিকারী গােষ্ঠী বা Pressure Group-এর মূল লক্ষ্য হল সরকারে অংশ না নিয়ে সরকারি নীতি ও কর্মসূচিকে নিজেদের গােষ্ঠীর অনুকূলে নিয়ে আসা।


ভারতে কয় ধরনের রাজনৈতিক দল দেখা যায়?

ভারতে তিন ধরনের রাজনৈতিক দল দেখা যায়-জাতীয় দল, আঞ্চলিক দল ও স্বীকৃত রাজনৈতিক দল।


১৯৬৯ সালে ভারতীয় কংগ্রেস ভেঙে কোন্ কোন্ রাজনৈতিক দলের উদ্ভব হয়?

১৯৬৯ সালে ভারতীয় কংগ্রেস ভেঙে কংগ্রেস (আর) ও কংগ্রেস‌(ও)-এর উদ্ভব হয়।


১৯৯৮ সালে লােকসভা নির্বাচনে কোন্ কোন প্রধান জোট প্রতিদ্বন্দ্বিতা করেছিল?

১৯৯৮ সালে লােকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন জোট, কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ও আঞ্চলিক দলগুলির জোট প্রতিদ্বন্দ্বিতা করেছিল।


১৯৯৯ সালের লােকসভা নির্বাচনে কোন্ কোন্ জোট প্রতিদ্বন্দ্বিতা করেছিল?

১৯৯৯ সালের লােকসভা নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক মাের্চা, সংযুক্ত প্রগতিশীল মাের্চা ও বাম জোট প্রতিদ্বন্দ্বিতা করেছিল।


১৯৮৮ সালে কোন্ কোন্দলের মিলনের ফলে জনতা দলের উদ্ভব ঘটে?

১৯৮৮ সালে জনতা পার্টি, জনমাের্চা ও লােকদলের মিলনের ফলে জনতা দলের উদ্ভব ঘটে।


কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া দল ভেঙে কোন্ কোন্ রাজনৈতিক দলের উদ্ভব হয়?

কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসিস্ট) ভেঙে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসিস্ট) ও কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসিস্ট, লেনিনিস্ট) র উদ্ভব হয়।


কবে এবং কীভাবে ভারতে রাজনৈতিক দলব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে?

১৯৮৫ সালে ৫২তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের দলব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে।


ভারতীয় দলীয় ব্যবস্থাকে আধিপত্যশীল দলীয় ব্যবস্থা' বলে কারা চিহ্নিত করেন?

মরিস জোনস, অ্যালান বল প্রমুখেরা ভারতীয় দলীয় ব্যবস্থাকে আধিপত্যশীল দলীয় ব্যবস্থা’ বলে চিহ্নিত করেন।


ভারতে আধিপত্যশীল দলীয় ব্যবস্থার অবসান কবে ঘটেছে?

১৯৮৯ সালে নবম লােকসভা নির্বাচনের পর থেকে ভারতে আধিপত্যশীল দলীয় ব্যবস্থার অবসান ঘটেছে।


ভারতীয় দলীয় ব্যবস্থার একটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।

ভারতীয় দলীয় ব্যবস্থার একটি বৈশিষ্ট্য হল ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দলের উপস্থিতি।


জোয়া হাসানের মতে ভারতীয় দলীয় ব্যবস্থার অন্যতম উল্লেখযােগ্য বৈশিষ্ট্য কী?

জোয়া হাসানের মতে, ভারতীয় দলীয় ব্যবস্থার অন্যতম উল্লেখযােগ্য বৈশিষ্ট্য হল পারিবারিক ও গােষ্ঠীগত শাসন।


ভারতে কোনাে দলকে জাতীয় বা আঞ্চলিক দল হিসেবে স্বীকৃতি দেওয়ার অধিকারী কে?

ভারতে কোনাে দলকে জাতীয় বা আঞ্চলিক দল হিসেবে স্বীকৃতি দেওয়ার অধিকারী হল নির্বাচন কমিশন।


ভারতে কোনাে দলের নির্বাচনি প্রতীক নির্দিষ্ট করার ক্ষমতা কার আছে?

ভারতে কোনাে দলের নির্বাচনি প্রতীক নির্দিষ্ট করার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে।


মহেন্দ্র প্রতাপ সিং ভারতীয় দলীয় ব্যবস্থার প্রবণতাকে কীরূপ বলে অভিহিত করেছেন?

মহেন্দ্র প্রতাপ সিং ভারতীয় দলীয় ব্যবস্থার প্রবণতাকে 'দলীয় ব্যবস্থার আঞ্চলিকীকরণ’ বলে অভিহিত করেছেন।


কত সালে দলত্যাগ বিরােধী আইন প্রণীত হয়?

১৯৮৫ সালে ৫২তম সংবিধান সংশােধনের মাধ্যমে দলত্যাগ বিরােধী আইন প্রণীত হয়।


এনডিএ-পুরাে কথাটি কী?

এনডিএ-এর পুরাে কথাটি হল ন্যাশনাল ডেমােক্রেটিক অ্যালায়েন্স।


ইউপিএ-পুরাে কথাটি কী?

ইউপিএ-এর পুরাে কথাটি হল ইউনাইটেড প্রােগ্রেসিভ অ্যালায়েন্স।


কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিকস গ্রন্থটির রচয়িতা কে?

কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিকস গ্রন্থটির রচয়িতা অধ্যাপক রজনি কোঠারি।


ভারতে আঞ্চলিক দলের উদ্ভবের কারণ কী?

ভারতে আঞ্চলিক সমস্যাসমাধান ও বঞ্চনা থেকে মুক্তির জন্য আঞ্চলিক দলগুলির উদ্ভব ঘটেছে।


"ভারতীয় রাজনীতি কার্যত একটি পারিবারিক বিষয়ে রূপান্তরিত হয়েছে”—এ কথা কে বলেছেন?

"ভারতীয় রাজনীতি কার্যত একটি পারিবারিক বিষয়ে রূপান্তরিত হয়েছে”—এ কথা বলেছেন জোয়া হাসান।


এইচ ডি দেবগৌড়া কোন্ লােকসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন?

এইচ ডি দেবগৌড়া ১৯৯৬ সালে একাদশ লােকসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন।


ভারতীয় দলব্যবস্থার একটি নেতিবাচক দিক উল্লেখ করাে।

ভারতীয় দলব্যবস্থার একটি নেতিবাচক দিক হল জাতপাত ভিত্তিক রাজনৈতিক দলের উপস্থিতি।


এমন একটি জাতীয় দলের নাম লেখাে যার কোনাে সদস্য পশ্চিমবঙ্গ বিধানসভায় নেই।

বহুজন সমাজ পার্টির কোনাে সদস্য পশ্চিমবঙ্গ বিধানসভায় নেই।


ভারতের তেলুগু দেশম পার্টি কী ধরনের দল?

ভারতের তেলুগু দেশম পার্টি একটি আঞ্চলিক দল।


ভারতের একটি ভাষাভিত্তিক দলের নাম উল্লেখ করাে।

ভারতের একটি ভাষাভিত্তিক দল হল তামিলনাড়ুর ডিএমকে দল।


ভারতের রাজনৈতিক দলীয় ব্যবস্থা কত তম সংবিধান সংশােধনের মাধ্যমে সাংবিধানিক স্বীকৃতি লাভ করেছে?

ভারতের রাজনৈতিক দলীয় ব্যবস্থা ৫২ তম সংবিধান সংশােধনের মাধ্যমে সাংবিধানিক স্বীকৃতি লাভ করেছে।


ভারতীয় দলব্যবস্থা কী ধরনের দলব্যবস্থা?

ভারতীয় দলব্যবস্থা হল বহুদলীয় দলব্যবস্থা।


ভারতের দুটি আঞ্চলিক রাজনৈতিক দলের নাম লেখাে।

ভারতের দুটি আঞ্চলিক রাজনৈতিক দলের নাম হল—তৃণমূল কংগ্রেস এবং ডিএমকে।


ভারতে কোন্ রাজনৈতিক দল থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলির উৎপত্তি ঘটেছে?

ভারতীয় জাতীয় কংগ্রেস দলটি থেকেই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলির উৎপত্তি ঘটেছে।