রাষ্ট্র (Mcq-H.S.11)

রাষ্ট্র


কোন্ দেশকে রাষ্ট্রবিজ্ঞানের সূতিকাগার বলা হয়?

প্রাচীন গ্রিসকে রাষ্ট্রবিজ্ঞানের সূতিকাগার বলা হয়।


প্রাচীন গ্রিসে রাষ্ট্রকে কী বলা হত?

প্রাচীন খ্রিসে রাষ্ট্রকে বলা হত পােলিস.


প্রাচীন রােমে রাষ্ট্রকে কী বলা হত?

প্রাচীন রােমে রাষ্ট্রকে বলা হত সিভিটাস।


কারা সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেন?

টিউটনগণ সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেন।


রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?

ইতালীয় দার্শনিক নিকোলাে ম্যাকিয়াভেলি সর্বপ্রথম আধুনিক অর্থে 'রাষ্ট্র শব্দটি ব্যবহার করেন।


কোন্ দার্শনিকের তথ্য থেকে জানা যায় যে, রাষ্ট্রের প্রায় ১৪৫টি সংজ্ঞা আছে?

ডেভিড ইস্টনের তথ্য থেকে জানা যায় যে, রাষ্ট্রের প্রায় ১৪৫টি সংজ্ঞা আছে।


রাষ্ট্র গঠনের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?

রাষ্ট্র গঠনের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হল সার্বভৌমিকতা।


কোন্ রাষ্ট্রবিজ্ঞানীগণ 'রাষ্ট্র শব্দটির পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থা’ কথাটি প্রয়ােগ করার পক্ষপাতী?

আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্র শব্দটির পরিবর্তে 'রাজনৈতিক ব্যবস্থা’ কথাটি প্রয়ােগের পক্ষপাতী।


লেনিন রাষ্ট্রের কীরূপ সংজ্ঞা দিয়েছেন?

লেনিনের মতে, রাষ্ট্র হল এক শ্রেণির ওপর অন্য এক শ্রেণির উৎপীড়নের যন্ত্র যা পদানত শ্রেণিগুলিকে এক শ্রেণির আয়ত্তে রাখে।


কোন্ কোন্ রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রকে চিরন্তন প্রতিষ্ঠান বলে মনে করেন না?

লেনিন, স্তালিন প্রমুখ মার্কসবাদী দার্শনিকগণ রাষ্ট্রকে চিরন্তন প্রতিষ্ঠান বলে মনে করেন না।


রাষ্ট্র গড়ে ওঠার জন্য প্রয়ােজনীয় উপাদানগুলি কী?

রাষ্ট্র গড়ে ওঠার জন্য প্রয়ােজনীয় উপাদানগুলি হল ভূখণ্ড, জনসমষ্টি, সরকার, সার্বভৌমিকতা, জাতীয়তাবাদ প্রভৃতি।


প্রাচীন গ্রিসের নগররাষ্ট্রগুলিতে জনসমষ্টিকে কী কী ভাগে ভাগ করা হত?

প্রাচীন গ্রিসের নগররাষ্ট্রগুলিতে জনসমষ্টিকে নাগরিক, মেটিক ও দাস এই তিন ভাগে ভাগ করা হত।


আধুনিক রাষ্ট্রে জনসমাজকে কী কী ভাগে ভাগ করা হয়?

আধুনিক রাষ্ট্রে জনসমাজকে মূলত নাগরিক, বিদেশি ও প্রজা এই তিন ভাগে ভাগ করা হয়।


প্রাচীনকালে কাদের নাগরিক বলা হত?

প্রাচীনকালে যারা নগররাষ্ট্রের রাজনৈতিক জীবনের সঙ্গে কোনাে-না-কোনােভাবে যুক্ত থাকত, তাদের নাগরিক বলা হত।


মেটিক কাদের বলা হত?

ব্যাবসাবাণিজ্যের সূত্রে যারা এথেন্সের মতাে নগরে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করত, তাদের মেটিক বলা হত।


বিদেশি কাদের বলা হয়?

একটি রাষ্ট্রের মধ্যে অন্যান্য রাষ্ট্রের যেসব সদস্য থাকে, তাদের বিদেশি বলে।


প্রজা কাদের বলা হয়?

বিদেশি সরকার কর্তৃক শাসিত কোনাে দেশের জনগণকে প্রজা বলে অভিহিত করা হয়।


কারা স্বল্প জনসংখ্যা সমন্বিত রাষ্ট্রকেই আদর্শ মনে করতেন?

হবস, ব্লুশাে প্রমুখ চিন্তাবিদ স্বল্প জনসংখ্যা সমন্বিত রাষ্ট্রকেই আদর্শ মনে করতেন।


রুশাে কীরূপ রাষ্ট্রের সমর্থক ছিলেন?

রুশাে ক্ষুদ্রায়তন রাষ্ট্রের সমর্থক ছিলেন।


সরকার বলতে কী বােঝায়?

সরকার বলতে আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগকে বােঝায়।


রাষ্ট্রচরিত্র ও রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে সরকারগুলিকে কী কী ভাগে ভাগ করা যায়?

রাষ্ট্রচরিত্র ও রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে সরকারগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়—এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকার।


বুর্জোয়া গণতান্ত্রিক সরকার কোথায় লক্ষ করা যায়?

ভারত, ব্রিটেন ইত্যাদি দেশে বুর্জোয়া গণতান্ত্রিক সরকার লক্ষ করা যায়।


সমাজতান্ত্রিক সরকার কোথায় লক্ষ করা যায়?

কিউবা, গণসাধারণতন্ত্রী চিন, ভিয়েতনাম ইত্যাদি দেশে সমাজতান্ত্রিক সরকার লক্ষ করা যায়।


কোন্ কোন্ দার্শনিক রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য নিরূপণ করেছেন?

লক ও রুশাে সরকার ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য নিরূপণ করেছেন। 


রাষ্ট্রের কোন্ বৈশিষ্ট্যকে আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসেবে চিহ্নিত করা হয়?

রাষ্ট্রের সার্বভৌমিকতাকে আধুনিক রাষ্ট্রের প্রাণ হিসেবে চিহ্নিত করা হয়।


দ্য প্রিন্স গ্রন্থটির লেখক কে?

দ্য প্রিন্স গ্রন্থটির লেখক হলেন ম্যাকিয়াভেলি।


সার্বভৌমিকতার অর্থ কী?

সার্বভৌমিকতা বলতে রাষ্ট্রের চরম, অপ্রতিহত ও চূড়ান্ত ক্ষমতাকে বােঝায়।


কোন্ দার্শনিক সার্বভৌমিকতাকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি বলে বর্ণনা করেছেন?

অধ্যাপক গেটেল সার্বভৌমিকতাকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি বলে বর্ণনা করেছেন।


রাষ্ট্রের সার্বভৌমিকতার বৈশিষ্ট্য কী?

রাষ্ট্রের সার্বভৌমিকতার বৈশিষ্ট্য হল চরম, অবিভাজ্যতা ও অহস্তান্তরযােগ্যতা।


সার্বভৌমিকতা কত ধরনের?

সার্বভৌমিকতা দুধরনের অভ্যন্তরীণ সার্বভৌমিকতা ও বাহ্যিক সার্বভৌমিকতা।


সার্বভৌম ক্ষমতা একমাত্র কোন প্রতিষ্ঠানের আছে?

একমাত্র রাষ্ট্রেরই সার্বভৌম ক্ষমতা আছে।


একজন নাগরিকের কোন প্রতিষ্ঠানের সদস্যপদ গ্রহণ করা বাধ্যতামূলক?

একজন নাগরিকের রাষ্ট্রের সদস্যপদ গ্রহণ করা বাধ্যতামূলক। ইংরেজ দার্শনিক জন লক কী ধরনের সার্বভৌমিকতাকে সমর্থন করেছেন।


"রাষ্ট্র হল শ্রেণিশােষণের যন্ত্র”—উক্তিটি কার?

“রাষ্ট্র হল শ্রেণিশােষণের যন্ত্র উক্তিটি দার্শনিক কার্ল মার্কসের। 


রােমান দার্শনিকগণ রাষ্ট্রকে কী বলতেন?

রােমান দার্শনিকগণ রাষ্ট্রকে স্ট্যাটাস' বলে অভিহিত করতেন।


কোন্ দার্শনিক 'রাষ্ট্র শব্দটি আধুনিক অর্থে ব্যবহার করেন?

ইতালির চিন্তাবিদ নিকোলাে ম্যাকিয়াভেলি 'রাষ্ট্র' শব্দটি আধুনিক অর্থে ব্যবহার করেন।


ম্যাকিয়াভেলি কোন্ গ্রন্থে আধুনিক অর্থে 'রাষ্ট্র শব্দটি ব্যবহার করেন?

ম্যাকিয়াভেলি তার দ্য প্রিন্স নামক গ্রন্থে আধুনিক অর্থে রাষ্ট্র শব্দটি ব্যবহার করেন।


রাষ্ট্রের সংজ্ঞা সম্পর্কে জার্মান দার্শনিক সুল্জ কী বলেছেন?

জার্মান দার্শনিক সুল্জের মতে, প্রায় প্রত্যেক রাষ্ট্রবিজ্ঞানীই রাষ্ট্র সম্পর্কে কোনাে-না-কোনাে সংজ্ঞা প্রদান করেছেন এবং এইসব সংজ্ঞার যে-কোনাে দুটির মধ্যে কোনােরূপ সংগতি লক্ষ করা যায় না।


অ্যারিস্টটুল কীভাবে রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন?

অ্যারিস্টটল স্বাবলম্বী ও পরিপূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টিকেই রাষ্ট্র বলেছেন।


রােমান দার্শনিক সিসেরাে রাষ্ট্র বলতে কী বােঝাতে চেয়েছেন?

রোমান দার্শনিক সিসেরাের মতে, রাষ্ট্র হল এমন এক জনসমাজ, যার বিপুল সংখ্যক মানুষ সাধারণ অধিকারবোধ ও পারস্পরিক অংশগ্রহণের মাধ্যমে সুযােগসুবিধা আদায়ের জন্য ঐক্যবদ্ধ হয়। 


উড্রো উইলসন কে ছিলেন?

উড্রো উইলসন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি।


রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযােগ্য সংজ্ঞা কে প্রদান করেছেন?

রাষ্ট্রে সর্বাপেক্ষা গ্রহণযােগ্য সংজ্ঞা প্রদান করেছেন অধ্যাপক গার্নার।


বােদা রাষ্ট্র বলতে কী বুঝিয়েছেন?

বােদার মতে, রাষ্ট্র হল পরিবার ও তার ধনসম্পত্তির এমন একটি মিলিত সংগঠন, যা চূড়ান্ত ক্ষমতা ও যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়।


অধ্যাপক হলের মতে রাষ্ট্র কী?

অধ্যাপক হলের মতে, রাষ্ট্র হল রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত এবং বহিঃশক্তির নিয়ন্ত্রণমুক্ত একটি জনসমাজ।


বার্জেস রাষ্ট্রের কীরূপ সংজ্ঞা প্রদান করেছেন?

বার্জেসের মতে, রাষ্ট্র হল কোনাে নির্দিষ্ট অঞ্চলে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমষ্টি।


উড্রো উইলসনের মতে রাষ্ট্র কী?

উড্রো উইলসনের মতে, কোনাে নির্দিষ্ট ভূখণ্ডে আইন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টিই হল রাষ্ট্র।


ম্যাকাইভারের মতে রাষ্ট্র কী?

ম্যাকাইভারের মতে রাষ্ট্র হল এমন একটি সংঘ, যা বলপ্রয়ােগের অধিকারী সরকার কর্তৃক প্রণীত আইনের মাধ্যমে নির্দিষ্ট কোনাে ভূখণ্ডে অবস্থিত সমাজের সামাজিক শৃঙ্খলার বাহ্যিক ও সর্বজনীন অবস্থা বজায় রাখে।


হ্যারল্ড ল্যাস্কি রাষ্ট্র বলতে কী বুঝিয়েছেন?

ল্যাঙ্কির মতে, আধুনিক রাষ্ট্র হল এমন একটি ভৌগােলিক সমাজ, যা শাসক ও শাসিতের মধ্যে বিভক্ত এবং যেখানে শাসক তার নির্দিষ্ট স্বাভাবিক সীমারেখার মধ্যে অন্যান্য প্রতিষ্ঠানের ওপর আধিপত্য দাবি করে।


বার্কারের মতে রাষ্ট্র কী?

বার্কার রাষ্ট্র বলতে এমন একটি নির্দিষ্ট ও বিশেষ ধরনের সংগঠনকে বুঝিয়েছেন, যা বাধ্যতামূলক আইনব্যবস্থা সংরক্ষণের বিশেষ উদ্দেশ্য সাধনে নিয়ােজিত এবং যা প্রচলিত প্রথা ও প্রয়ােগযােগ্য আইনের মাধ্যমে তার কার্যাবলি পরিচালনা করে। 


ওপেনহাইমারের মতে রাষ্ট্র কী?

ওপেনহাইমারের মতে, যখন কোনাে দেশের জনসাধারণ তাদের নিজেদের সার্বভৌম সরকারের অধীনে বসবাস করে, তখনই তাকে একটি যথার্থ রাষ্ট্র বলা যায়।


প্লেটো, অ্যারিস্টটল প্রমুখের মতে, আদর্শ রাষ্ট্রের জনসংখ্যা কত হওয়া উচিত?

প্লেটো, অ্যারিস্টটল প্রমুখের মতে, ৫,০৪০ থেকে ১০,০০০ জনসংখ্যাই একটি রাষ্ট্রের পক্ষে যথেষ্ট।


ভূখণ্ড কাকে বলা হয়?

ভৌগােলিক সীমারেখা দ্বারা আবদ্ধ একটি অঞ্চলকে ভূখণ্ড বলা হয়।


সম্মিলিত জাতিপুঞ্জের নিয়মানুযায়ী বর্তমানে সমুদ্রের কত মাইল পর্যন্ত এলাকা রাষ্ট্রের ভূখণ্ড হিসেবে স্বীকৃত?

সম্মিলিত জাতিপুঞ্জের নিয়মানুযায়ী বর্তমানে সমুদ্রের বারাে মাইল পর্যন্ত এলাকা রাষ্ট্রের ভূখণ্ড হিসেবে স্বীকৃত।


সম্মিলিত জাতিপুঞ্জের সামুদ্রিক আইন সংক্রান্ত কোন্ সম্মেলনে সামুদ্রিক সীমানা তিন মাইলের পরিবর্তে বারাে মাইল করা হয়?

সম্মিলিত জাতিপুঞ্জের সামুদ্রিক আইন সংক্রান্ত তৃতীয় সম্মেলনে সামুদ্রিক সীমানা তিন মাইলের পরিবর্তে বারো মাইল করা হয়।


সম্মিলিত জাতিপুঞ্জের সমুদ্রভাগের বারাে মাইলের নীতি না মেনে মার্কিন যুক্তরাষ্ট্র কত মাইল পর্যন্ত সমুদ্রের জলভাগকে নিজেদের ভূখণ্ড হিসেবে চিহ্নিত করেছে?

সম্মিলিত জাতিপুঞ্জের সমুদ্রভাগের বারাে মাইলের নীতি না মেনে মার্কিন যুক্তরাষ্ট্র চার মাইল জলভাগকে নিজেদের ভূখণ্ড হিসেবে চিহ্নিত করেছে।


ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী ধারণা কী উদ্দেশ্যে প্রচারিত হয়েছিল?

উনবিংশ শতাব্দীতে সরকার তথা রাষ্ট্রের কর্মক্ষেত্রের পরিধিকে সংকীর্ণ পরিসরের মধ্যে আবদ্ধ রাখার জন্য প্রচারিত হয়েছিল ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ।


সরকার যদি রাষ্ট্রের মাথা হয়, সার্বভৌমিকতা তাহলে রাষ্ট্রের কী?

সরকার যদি রাষ্ট্রের মাথা হয়, তাহলে সার্বভৌমিকতা হল রাষ্ট্রের প্রাণ।


কোনাে রাষ্ট্রের অভ্যন্তরীণ সার্বভৌমিকতা কীসের দ্বারা সীমাবদ্ধ?

কোন রাষ্ট্রের অভ্যন্তরীণ সার্বভৌমিকতা প্রচলিত প্রথা, রীতিনীতি, জনমত ইত্যাদি দ্বারা সীমাবদ্ধ।


কোনাে রাষ্ট্রের বাহ্যিক সার্বভৌমিকতা কীসের দ্বারা সীমাবদ্ধ?

কোনাে রাষ্ট্রের বাহ্যিক সার্বভৌমিকতা আন্তর্জাতিক আইন, সন্ধি, চুক্তি ইত্যাদির দ্বারা সীমাবদ্ধ।


মার্কসীয় ধারণা অনুযায়ী কীরূপ সমাজ প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র নিজের থেকেই বিলুপ্ত হয়ে যাবে?

মার্কসীয় ধারণা অনুযায়ী সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র নিজের থেকেই বিলুপ্ত হয়ে যাবে।


পশ্চিমবঙ্গ রাজ্যটি কি সার্বভৌম ক্ষমতার অধিকারী?

না, পশ্চিমবঙ্গ রাজ্যটি সার্বভৌম ক্ষমতার অধিকারী নয়।


পশ্চিমবঙ্গ রাজ্যটি কেন সার্বভৌম ক্ষমতার অধিকারী নয়?

পশ্চিমবঙ্গ রাজ্যটিকে ভারত রাষ্ট্রের নির্দেশ মেনে চলতে হয় বলে পশ্চিমবঙ্গ সার্বভৌম নয়।


মৃত্যুদণ্ড প্রদান করার অধিকারী কে?

একমাত্র রাষ্ট্র মৃত্যুদণ্ড প্রদানের অধিকারী।


রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান উল্লেখ করাে।

রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান হল সরকার।


একজন ব্যক্তি একইসঙ্গে কটি রাষ্ট্রের সদস্য হতে পারেন?

একজন ব্যক্তি একইসঙ্গে কেবলমাত্র একটি রাষ্ট্রের সদস্য হতে পারেন।


রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন এমন একজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম উল্লেখ করাে।

রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন এমন একজন রাষ্ট্রবিজ্ঞানী হলেন কান্ট।


১৯৪৭ সালের ১৫ আগস্টের পূর্বে ভারতকে কী বলা হত?

১৯৪৭ সালের ১৫ আগস্টের পূর্বে ভারতকে ব্রিটিশ উপনিবেশ বলা হত।


কে বলেছিলেন, “ভূখণ্ড রাষ্ট্রের উপাদান নয়”?

রাষ্ট্রবিজ্ঞানী সিলি বলেছিলেন, "ভূখণ্ড রাষ্ট্রের উপাদান নয়”।


রাষ্ট্রের অবলুপ্তির তত্ত্বে কে বিশ্বাসী ছিলেন?

রাষ্ট্রের অবলুপ্তির তত্ত্বে কার্ল মার্কস বিশ্বাসী ছিলেন।


"আধুনিক সামাজিক সৌধের শীর্ষবিন্দু হল রাষ্ট্র"-এ কথা কে বলেছেন?

"আধুনিক সামাজিক সৌধের শীর্ষবিন্দু হল রাষ্ট্র”—এ কথা বলেছেন রাষ্ট্রবিজ্ঞানী জা বােদা।


রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য কী?

রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হল সার্বভৌমত্ব।


কার মতে, রাষ্ট্র একটি স্বয়ংসম্পূর্ণ ও সর্বোচ্চ মানবিক সংস্থা, যার লক্ষ্য সর্বোচ্চ মঙ্গলসাধন?

অ্যারিস্টটলের মতে রাষ্ট্র একটি স্বয়ংসম্পূর্ণ ও সর্বোচ্চ মানবিক সংস্থা, যার লক্ষ্য সর্বোচ্চ মালসাধন।


রাষ্ট্রের চারটি প্রধান বৈশিষ্ট্যের মধ্যে কাকে রাষ্ট্রের প্রাণস্বরূপ বলা হয়?

রাষ্ট্রের চারটি প্রধান বৈশিষ্ট্যের মধ্যে সার্বভৌমত্বকে রাষ্ট্রের প্রাণস্বরূপ বলা হয়।


“নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্রের আবশ্যিক উপাদান নয়”-কে বলেছেন? 

"নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্রের আবশ্যিক উপাদান নয়”—রাষ্ট্রবিজ্ঞানী সিলি এ কথা বলেছেন।


রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযােগ্য সংজ্ঞা কে দিয়েছেন?

গার্নার রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযােগ্য সংজ্ঞা দিয়েছেন।


রাষ্ট্রের বাহু কাকে বলে?

ভূখণ্ডকে রাষ্ট্রের বাহু বলা হয়।


রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম কী?

রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম সার্বভৌমিকতা।


রাষ্ট্র শব্দটির প্রয়োেগ সর্বপ্রথম কার রচনায় লক্ষ করা যায়?

'রাষ্ট্র শব্দটির প্রয়ােগ সর্বপ্রথম ম্যাকিয়াভেলির রচনায় লক্ষ করা যায়।


আচরণবাদীরা রাষ্ট্র শব্দটির পরিবর্তে কোন্ কথাটি প্রয়ােগ করার পক্ষপাতী?

আচরণবাদীরা 'রাষ্ট্র' শব্দটির পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থা কথাটি প্রয়ােগ করার পক্ষপাতী।


মার্কসবাদীরা রাষ্ট্রকে কী বলে অভিহিত করেছেন?

মার্কসবাদীরা রাষ্ট্রকে শ্রেণি শাসন ও শ্রেণি শােষণের যন্ত্র বলে অভিহিত করেছেন।


সরকারকে রাষ্ট্রের কী বলে অভিহিত করা হয়?

সরকারকে রাষ্ট্রের মাথা বলে অভিহিত করা হয়।


রাষ্ট্র মানুষের কোন্ আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে?

রাষ্ট্র মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে।


রাষ্ট্র মানুষের কোন্ আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে না?

রাষ্ট্র মানুষের অভ্যন্তরীণ আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে না।


রাষ্ট্রের বিমূর্ত ধারণা কার মধ্য দিয়ে বাস্তব রূপ নেয়?

রাষ্ট্রের বিমূর্ত ধারণা সরকারের মধ্যে দিয়ে বাস্তব রূপ নেয়।


মস্তিষ্ক যেমন জীবদেহের পরিচালক তেমনই রাষ্ট্রের পরিচালক কে?

মস্তিষ্ক যেমন জীবদেহের পরিচালক তেমনই রাষ্ট্রের পরিচালক হল সরকার।


রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে তার পাপের প্রতীক’ বলে মনে করতেন কোন্ রাষ্ট্রবিজ্ঞানী?

রাষ্ট্রের ক্ষুদ্রকে তার পাপের প্রতীক বলে মনে করতেন রাষ্ট্রবিজ্ঞানী ট্রিটুস্কে।


বর্তমানে রাষ্ট্রের কর্মপরিধিকে কোন্ তাত্ত্বিকরা সংকুচিত করার পক্ষপাতী?

বর্তমানে রাষ্ট্রের কর্মপরিধিকে নয়া উদারনীতিবাদী তাত্ত্বিকরা সংকুচিত করার পক্ষপাতী।


সাম্প্রতিককালে কীসের প্রভাবে রাষ্ট্রের সার্বভৌমিকতার ধারণাটি এক চ্যালেঞ্জের মুখােমুখি এসে দাঁড়িয়েছে?

সাম্প্রতিককালে বিশ্বায়নের প্রভাবে রাষ্ট্রের সার্বভৌমিকতার ধারণাটি এক চ্যালেঞ্জের মুখােমুখি এসে দাঁড়িয়েছে।


কার মতে, "রাষ্ট্র হল বিরামহীন ক্রমবিকাশের ফল"?

বার্জেসের মতে "রাষ্ট্র হল বিরামহীন ক্রমবিকাশের ফল"।


"স্বাবলম্বী ও পরিপূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি হল রাষ্ট্র"উক্তিটি কার?

প্রশ্নোধৃত উদ্ধৃতিটি অ্যারিস্টটলের।


"রাষ্ট্র হল কোনাে নির্দিষ্ট অঞ্চলে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমষ্টি”—এ কথা কে বলেছেন?

প্রশ্ন উদ্ধৃত উদ্ধৃতিটি হল রাষ্ট্রবিজ্ঞানী হলের।


“আধুনিক রাষ্ট্র হল এমন একটি ভৌগোলিক সমাজ যা শাসক ও শাসিতের মধ্যে বিভক্ত এবং যেখানে শাসক তার নির্দিষ্ট স্বাভাবিক সীমারেখার মধ্যে অন্যান্য প্রতিষ্ঠানের উপর আধিপত্য দাবি করে”—উক্তিটি কার?

প্রশ্নোস্তৃত উদ্ধৃতিটি হ্যারল্ড ল্যাঙ্কির।


কার মতে, 'রাষ্ট্র হল এমন একটি প্রতিষ্ঠান, যা শক্তির দ্বারা বলবৎযােগ্য আইনের সাহায্য শান্তি ও নিরাপত্তা রক্ষা করা যার ভৌগােলিক সীমারেখার মধ্যে সর্বজনীন কর্তৃত্ব থাকে এবং যার সার্বভৌম কর্তৃত্ব স্বীকৃতি লাভ করেছে?

প্রশ্ন উদ্ধৃত মতটি হল র্যাফেলের।


রাষ্ট্র ও সরকারের মধ্যে একটি পার্থক্য উল্লেখ করাে।

রাষ্ট্র ও সরকারের মধ্যে একটি পার্থক্য হল—রাষ্ট্রকে চোখে দেখা যায় না, অন্যদিকে সরকারকে চোখে দেখা যায়। তাই রাষ্ট্র যেখানে বিমূর্ত, সরকার সেখানে বাস্তব।


পলিটিক্স গ্রন্থের রচয়িতার নাম লেখাে।

পলিটিক্স গ্রন্থের রচয়িতার নাম হল অ্যারিস্টটল।


রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিরােধী দুজন প্রবক্তার নাম লেখাে।

রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিরােধী দুজন প্রবক্তা হলেন মেটল্যান্ড এবং বাকল।


হল্যান্ড কর্তৃক প্রদত্ত রাষ্ট্রের সংজ্ঞা লেখাে।

ইংরেজ আইনবিদ হল্যান্ড রাষ্ট্র সম্পর্কে যে সংজ্ঞা দিয়েছেন তা হল রাষ্ট্র হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনগণের এক বৃহৎ সমষ্টি যেখানে সংখ্যাগরিষ্ঠের ইচ্ছা, বিরোধীদের ওপর স্থান লাভ করে।


রাষ্ট্র সম্পর্কে ব্লন্টসলির ধারণাটি লেখাে।

চিন্ডাবিদ ব্লুন্টসলির ধারণা অনুযায়ী, কোনাে নির্দিষ্ট ভূখণ্ডে রাষ্ট্রনৈতিকভাবে সংগঠিত জনসমাজই রাষ্ট্র।


কে বলেছিলেন, "আমিই রাষ্ট্র"?

ফ্রান্সের সম্রাট চতুর্দশ লুই বলেছিলেন, “আমিই রাষ্ট্র।


সার্বভৌমিকতার ধারণাটির ঐতিহাসিক উৎস লেখাে।

ষােড়শ শতাব্দীর ধর্মীয় সংঘর্ষ ও সংগ্রামের মধ্যেই রাষ্ট্রীয় কর্তৃত্ব বা সার্বভৌমিকতার উৎস।


একজন নামসর্বস্ব শাসকের উদাহরণ দাও।

ব্রিটেনের রানি অথবা ভারতের রাষ্ট্রপতি একজন নামসর্বস্ব শাসক।


আইনগত সার্বভৌমিকতা আছে এমন সংস্থার উদাহরণ দাও।

আইনগত সার্বভৌমিকতা আছে এমন সংস্থার উদাহরণ হল চিনের জাতীয় গণকংগ্রেস।


কবে জাতীয় সার্বভৌমিকতার ধারণাটি প্রচার লাভ করে?

১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের সময় জাতীয় সার্বভৌমিকতার ধারণাটি প্রচার লাভ করে।


কারা সংঘ সার্বভৌমিকতা সমর্থন করেন?

বহুত্ববাদীগন সংঘ সার্বভৌমিকতা সমর্থন করেন।


রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত কোন্ কোন্ মতবাদ কাল্পনিক?

রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত কাল্পনিক মতবাদগুলি হল ঐশ্বরিক মতবাদ, বলপ্রয়ােগ মতবাদ, সামাজিক চুক্তি মতবাদ ইত্যাদি।


ঐশ্বরিক মতবাদের কথা কে কে প্রচার করেছেন?

সেন্ট অগাস্টাইন, সেন্ট পল, রবার্ট ফিলমার প্রমুখ দার্শনিকগণ ঐশ্বরিক মতবাদের কথা প্রচার করেছেন।


রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐশ্বরিক মতবাদে কী বলা হয়?

ঐশ্বরিক মতবাদ অনুযায়ী সর্বশক্তিমান ঈশ্বর রাষ্ট্রের সৃষ্টি করেছেন।


"রাষ্ট্র ঈশ্বর কর্তৃক সৃষ্ট”—এই ধারণাটি কোন্ মতবাদে উল্লিখিত?

"রাষ্ট্র ঈশ্বর কর্তৃক সৃষ্ট”—এই ধারণাটি ঐশ্বরিক মতবাদে উল্লিখিত।


রাষ্ট্রের বিবর্তনে ধর্মের ভূমিকা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে গেটেল কী বলেছেন?

গেটেলের মতে, রাজনৈতিক বিবর্তনের প্রাথমিক ও সর্বাপেক্ষা সংকটজনক অবস্থায় একমাত্র ধর্মই বন্য অরাজকতাকে দমন করে মানুষকে শ্রদ্ধা ও আনুগত্যের নীতিশিক্ষা দিতে সমর্থ হয়েছিল।


১৬৮৮ সাল কোন বিশেষ ঘটনার জন্য বিখ্যাত ?

১৬৮৮ সাল ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের জন্য বিখ্যাত।


“বলপ্রয়ােগের মাধ্যমে রাষ্ট্রের উদ্ভব হয়েছে”—এ কথা কোন্ কোন্ দার্শনিক বিশ্বাস করেন?

ভলতেয়ার, জেঙ্কস প্রমুখ দার্শনিকগণ বলপ্রয়ােগের মাধ্যমে রাষ্ট্রের উদ্ভব তত্ত্বে বিশ্বাস করেন।


রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বলপ্রয়ােগ মতবাদে কী বলা হয়?

রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বলপ্রয়োগ মতবাদে বলা হয়েছে যে, বলপ্রয়ােগ বা যুদ্ধের ফলে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে।


হিস্ট্রি অব পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে?

হিস্ট্রি অব পলিটিক্স গ্রন্থের রচয়িতা হলেন জেঙ্কস।


কোন্ দার্শনিক বলেছেন, “প্রথম রাজা ছিলেন একজন ভাগ্যবান যােদ্ধা”?

ফরাসি দার্শনিক ভলতেয়ার বলেছিলেন, “প্রথম রাজা ছিলেন একজন ভাগ্যবান যােদ্ধ”।


উনবিংশ শতাব্দীর ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের মূল বক্তব্য কী ছিল?

রাষ্ট্রের কর্মক্ষেত্রের পরিধিকে সংকীর্ণ পরিসরের মধ্যে আবদ্ধ রাখাই ছিল উনবিংশ শতাব্দীর ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের মূল বক্তব্য।


"রাষ্ট্রের ভিত্তি হল জনগণের সম্মতি, পাশবিক বল নয়”—উক্তিটি কার?

প্রশ্নোচ্ধৃত উক্তিটি ইংরেজ দার্শনিক টি এইচ গ্রিনের।


কোন্ মতবাদ অনুসারে চুক্তির ফলে রাষ্ট্রের উদ্ভব ঘটেছে?

সামাজিক চুক্তি মতবাদ অনুসারে চুক্তির ফলে রাষ্ট্রের উদ্ভব ঘটেছে।


রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদের মূল বক্তব্য কী?

রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদের মূল বক্তব্য হল চুক্তির ফলে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে।


কোন কোন্ দার্শনিক রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদের কথা বলেন?

টমাস হবস, জন লক, রুশাে প্রমুখ দার্শনিক রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদের কথা বলেন।


একটি চুক্তির কথা কোন্ কোন্ দার্শনিক বলেন?

হবস ও রুশাে একটি চুক্তির কথা বলেন ।


টমাস হবস কোন্ দেশের দার্শনিক ছিলেন?

টমাস হবস ছিলেন ইংল্যান্ডের দার্শনিক।


টমাস হবস ক-টি চুক্তির কথা বলেছেন?

টমাস হবস একটি চুক্তির কথা বলেছেন।


লেভিয়াথান গ্রন্থটির রচয়িতা কে?

লেভিয়াথানগ্রন্থটির রচয়িতা হলেন ইংরেজ দার্শনিক টমাস হবস।


লেভিয়াথান গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

১৬৫১ সালে লেভিয়াথান গ্রন্থটি প্রকাশিত হয়।


হবসের মতে প্রাকৃতিক অবস্থা কীরূপ ছিল?

হবসের মতে 'প্রাকৃতিক অবস্থা ছিল প্রাকৃসামাজিক।


হবসের ভাষায় প্রাকৃতিক অবস্থায় মানবজীবন কীরূপ ছিল?

হবসের ভাষায়, প্রাকৃতিক অবস্থায় মানুষের জীবন ছিল নিঃসঙ্গ, দরিদ্র, ঘৃণ্য, পাশবিক এবং স্বল্পস্থায়ী।


প্রাকসামাজিক অবস্থা' বলতে কী বােঝায়?

প্রাক্সামাজিক অবস্থা বলতে সেই অবস্থাকে বােঝায়, যখন সমাজের উৎপত্তি ঘটেনি।


‘প্রাক্‌রাষ্ট্রনৈতিক অবস্থা' বলতে কী বােঝায়?

‘প্রাক্‌রাষ্ট্রনৈতিক অবস্থা হল সেই অবস্থা, যখন সমাজের উদ্ভব ঘটলেও রাষ্ট্রের উদ্ভব ঘটেনি।


জন লক ক-টি চুক্তির কথা বলেছেন?

জন লক দুটি চুক্তির কথা বলেছেন।


টু ট্রিটিজেস অব গভর্নমেন্ট গ্রন্থটির রচয়িতা কে?

টু ট্রিটিজেস অব গভর্নমেন্ট গ্রন্থটির রচয়িতা ইংরেজ দার্শনিক জন লক।


লকের মতে প্রাকৃতিক অবস্থায় মানুষ কীরূপ অধিকার ভােগ করত?

লকের মতে প্রাকৃতিক অবস্থায় মানুষ স্বাভাবিক অধিকার ভােগ করত।


লক স্বাভাবিক অধিকার বলতে কোন্ কোন্ অধিকারের কথা বলেছেন?

লকের মতে স্বাভাবিক অধিকারগুলি হল জীবন, স্বাধীনতা ও সম্পত্তির অধিকার।


"প্রাকৃতিক অবস্থায় মানুষ সুখেশান্তিতে বসবাস করত”—এ কথা কারা বলেছেন?

লক ও রুশাে প্রাকৃতিক অবস্থায় মানুষের সুখেশান্তিতে বসবাস করার কথা বলেছেন।


রুশাে কীরূপ সার্বভৌমিকতার কথা বলেছেন?

রুশাে জনগণের সার্বভৌমিকতার কথা বলেছেন।


সােশ্যাল কনট্রাক্ট পুস্তকটির রচয়িতা কে?

সােশ্যাল কনট্রাক্ট পুস্তকটির রচয়িতা হলেন জঁ জ্যাক ব্লুশাে।


রুশাের মতে আদিম মানুষ কোথায় বাস করত?

রুশাের মতে আদিম মানুষ প্রকৃতির রাজ্যে বাস করত।


রুশাের মতে 'প্রাকৃতিক রাজ্য কীরূপ ছিল?

রুশাের মতে প্রাকৃতিক রাজ্য ছিল ‘মর্ত্যের স্বর্গস্বরূপ।


রুশাের মতে সাধারণের ইচ্ছা কী?

রুশাের মতে, সাধারণের ইচ্ছা হল 'জনসাধারণের কল্যাণকামী ইচ্ছা।


রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিবর্তনবাদের মূল বক্তব্য কী?

বিবর্তনবাদ মনে করে রাষ্ট্র হঠাৎ করে গড়ে ওঠেনি, দীর্ঘ বিবর্তনের ফলে গড়ে উঠেছে।


"রাষ্ট্র হল মানবসমাজের বিরামহীন ক্রমবিকাশের ফল”—উক্তিটি কার?

প্রশ্নোষ্ধৃত উক্তিটি বার্জেসের।


রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক মতবাদগুলির মধ্যে বৈজ্ঞানিক মতবাদ কোন্‌টি?

রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক মতবাদগুলির মধ্যে বিবর্তনমূলক মতবাদ বা ঐতিহাসিক মতবাদটি বৈজ্ঞানিক মতবাদ হিসেবে গণ্য হয়।


ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়েছিল?

১৭৮৯ সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল।


ঐন্দ্রজালিক' বা 'ম্যাজিশিয়ান কাদের বলা হত?

একশ্রেণির বুদ্ধিমান ব্যক্তি দেবদেবীকে বশীভূত করার কৌশল তাদের করায়ত্ত বলে দাবি করত, তাদের ঐন্দ্রজালিক বা ম্যাজিশিয়ান বলা হত।


আমেরিকার স্বাধীনতা সংগ্রাম কত সালে সংঘটিত হয়েছিল?

১৭৭৬ সালে আমেরিকার স্বাধীনতা সংগ্রাম সংঘটিত হয়েছিল।


রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বলপ্রয়ােগ মতবাদের একটি সমালােচনা উল্লেখ করাে।

বলপ্রয়ােগ রাষ্ট্রের উৎপত্তির একমাত্র কারণ, এ কথা কখনােই স্বীকার করা যায় না| বলপ্রয়ােগ ছাড়াও রাষ্ট্রের উৎপত্তির আরও অনেক কারণ রয়েছে।


ইউরােপের কোনঘটনার ফলে ঐশ্বরিক মতবাদের গুরুত্ব হ্রাস পায়?

১৬৮৮ সালের গৌরবময় বিপ্লবের ফলে ঐশ্বরিক মতবাদের গুরুত্ব হ্রাস পায়।


পবিত্র চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?

১৮১৫ সালে পবিত্র চুক্তি স্বাক্ষরিত হয়।


পবিত্র চুক্তি কোন্ কোন্ দেশের মধ্যে সম্পাদিত হয়?

প্রাশিয়া, রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে পবিত্র চুক্তি সম্পাদিত হয়।


"উৎপত্তিগতভাবে রাষ্ট্র হল বিজয়ীর বলপ্রয়ােগের দ্বারা বিজিতের ওপর প্রতিষ্ঠিত একটি সামাজিক প্রতিষ্ঠান—কে বলেছেন?

প্রশ্নোধৃত কথাটি বলেছেন ওপেনহাইমার।


বলপ্রয়ােগ নীতির সমালােচনা করে বঙ্কিমচন্দ্র কী বলেছেন?

বলপ্রয়ােগ নীতির সমালােচনায় বঙ্কিমচন্দ্র বলেছেন, “বাছুর বল পশুর বল। প্রজার শক্তিতেই রাজা শক্তিমান, নহিলে রাজার নিজ বাহুতে শক্তি কত?”


বলপ্রয়ােগের গুরুত্ব সম্পর্কে ল্যাস্কি কী বলেছেন?

বলপ্রয়ােগের গুরুত্ব সম্পর্কে ল্যাঙ্কি বলেন, "সামরিক শক্তির মধ্যে রাষ্ট্রের সার্বভৌমিকতা নিহিত থাকে।


লক প্রাকৃতিক অবস্থাকে কীরূপ বলে বর্ণনা করেছেন?

লক প্রাকৃতিক অবস্থাকে প্রাক্রাজনৈতিক বলে বর্ণনা করেছেন


রুশাের মতে প্রকৃত ইচ্ছা কী?

রুশাের মতে, কোনাে ব্যক্তি যখন ব্যক্তিগত স্বার্থ অপেক্ষা সমাজের সামগ্রিক স্বার্থকে প্রাধান্য দেয়, তখন সেই ইচ্ছাকে প্রকৃত ইচ্ছা বলে।


রুশাের মতে অপ্রকৃত ইচ্ছা কী?

রুশাের মতে, কোনাে ব্যক্তি যখন সামগ্রিক স্বার্থের বদলে ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেয়, তখন সেই ইচ্ছাকে অপ্রকৃত ইচ্ছা বলে।


গেটেলের মতে, সামাজিক চুক্তি মতবাদটিকে স্বীকার করে নেওয়ার অর্থ কী?

গেটেলের মতে, সামাজিক চুক্তি মতবাদকে স্বীকার করে নেওয়ার অর্থ হল রাষ্ট্রকে একটি অংশীদারি কারবারের পর্যায়ে নামিয়ে নিয়ে যাওয়া।


হবৃসের মতে, আদিম মানুষ চুক্তির মাধ্যমে কার হাতে ক্ষমতা অর্পণ করেছিল?

হবসের মতে, আদিম মানুষ চুক্তির মাধ্যমে তাদের ক্ষমতা কোনাে একজন ব্যক্তি বা ব্যক্তি সংসদের হাতে অর্পণ করেছিল।


লকের মতে, আদিম মানুষের ক্ষমতা সমর্পণ কীরূপ ছিল?

লকের মতে, আদিম মানুষের ক্ষমতা সমর্পণ ছিল শর্তসাপেক্ষ।


রাষ্ট্রের বিবর্তনে ধর্মের ভূমিকা সম্পর্কে গেটেল কী বলেছেন?

রাষ্ট্রের বিবর্তনে ধর্মের ভূমিকা সম্পর্কে গেটেল বলেছেন, "রাজনৈতিক বিবর্তনের প্রাথমিক ও সর্বাপেক্ষা সংকটজনক অবস্থায় একমাত্র ধর্মই বন্য অরাজকতাকে দমন করে মানুষকে শ্রদ্ধা ও আনুগত্যের নীতিশিক্ষা দিতে সক্ষম হয়েছিল।”


রাষ্ট্রের উৎপত্তিতে অর্থনৈতিক চেতনার গুরুত্ব সম্পর্কে গেটেল কী বলেছেন?

রাষ্ট্রের উৎপত্তিতে অর্থনৈতিক চেতনার গুরুত্ব সম্পর্কে গেটেল বলেছেন যে, আদিম মানুষের অর্থনৈতিক কার্যকলাপ নানাভাবে রাষ্ট্রের উৎপত্তিতে সাহায্য করেছে।


লক কীরূপ রাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছেন?

লক নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছেন।


রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বার্জেস কী বলেছেন?

রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বার্জেস বলেছেন যে, রাষ্ট্র হল মানবসমাজের বিরতিহীন ক্রমবিকাশের ফল।


হার্নশ বলুশাের 'সাধারণ ইচ্ছা সম্পর্কে কী বলেছেন?

হার্নশ বলেন, “রুশাের সাধারণ ইচ্ছা হসের মস্তকহীন লেভিয়াথান।


রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বলপ্রয়ােগ মতবাদের প্রকৃতি কী ধরনের?

রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বলপ্রয়ােগ মতবাদ হল কাল্পনিক মতবাদ।


বিবর্তনবাদের মতে, রাষ্ট্র কীসের ফল?

বিবর্তনবাদের মতে, রাষ্ট্র হল সমাজের ক্রমবিবর্তনের ফল।


লক কোন্ ধরনের রাজতন্ত্রের সমর্থক ছিলেন?

লক নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক ছিলেন।


১৬৮৮’র গৌরবময় বিপ্লবের সমর্থক ছিলেন এমন একজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম উল্লেখ করাে।

১৬৮৮’র গৌরবময় বিপ্লবের সমর্থক ছিলেন জন লক।


রাষ্ট্রবিজ্ঞানী জেঙ্কস কোন্ মতবাদের সমর্থক ছিলেন?

রাষ্ট্রবিজ্ঞানী জেঙ্কস বলপ্রয়ােগ মতবাদের সমর্থক ছিলেন।


কোন্ রাষ্ট্রবিজ্ঞানী ফরাসি বিপ্লবের সমসাময়িক ছিলেন?

রাষ্ট্রবিজ্ঞানী রুশাে ফরাসি বিপ্লবের সমসাময়িক ছিলেন।


সােশ্যাল কনট্রাক্ট (Social Contract) গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?

সােশ্যাল কনট্রাক্ট (Social Contract) গ্রন্থটি ১৭৬২ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।


এমন একজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম উল্লেখ করাে যিনি রাষ্ট্র ও সরকারের মধ্যে কোনাে পার্থক্য করেননি।

টমাস হবস রাষ্ট্র ও সরকারের মধ্যে কোনাে পার্থক্য করেননি।


রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে কোন্ মতবাদকে বৈজ্ঞানিক মতবাদ বলে আখ্যা দেওয়া হয়?

রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিক মতবাদকে বৈজ্ঞানিক মতবাদ বলে আখ্যা দেওয়া হয়।


রবার্ট ফিলমার রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত কোন্ মতবাদের সমর্থক ছিলেন?

রবার্ট ফিলমার রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত ঐশ্বরিক মতবাদের সমর্থক ছিলেন।


রাজনৈতিক সার্বভৌমত্বের প্রধান প্রবক্তা কে?

রাজনৈতিক সার্বভৌমত্বের প্রধান প্রবক্তা হলেন জন লক।


সর্বনিয়ন্ত্রণবাদী রাষ্ট্রের প্রবক্তা কে ছিলেন?

সর্বনিয়ন্ত্রণবাদী রাষ্ট্রের প্রবক্তা ছিলেন টমাস হবস।


জৈব তত্ত্বের সূত্রপাত কে করেন?

জৈব তত্ত্বের সূত্রপাত করেন প্লেটো।


লােকায়ত বা জনগণের সার্বভৌমিকতার ধারণার জনক কাকে বলা হয়?

লােকায়ত বা জনগণের সার্বভৌমিকতার ধারণার জনক বলা হয় রুশােকে।


বিবর্তনমূলক তত্ত্বের সূচনা কে করেন?

অ্যারিস্টট বিবর্তনমূলক তত্ত্বের সূচনা করেন।


কার মতে, চুক্তির দ্বারা জনগণ তাদের সমস্ত ক্ষমতা নিঃশর্তে রাজার হাতে তুলে দিয়েছিল?

টমাস হবস-এর মতে চুক্তির দ্বারা জনগণ তাদের সমস্ত ক্ষমতা নিঃশর্তে রাজার হাতে তুলে দিয়েছিল।


কার মতে, আদিম মানুষেরা নিজেদের মধ্যে চুক্তি করে তাদের সমস্ত ক্ষমতা শর্তসাপেক্ষে একজন ব্যক্তি বা ব্যক্তি সংসদের হাতে তুলে দিয়েছিল?

জন লকের মতে আদিম মানুষেরা নিজেদের মধ্যে চুক্তি করে তাদের সমস্ত ক্ষমতা শর্তসাপেক্ষে একজন ব্যক্তি বা ব্যক্তি সংসদের হাতে তুলে দিয়েছিল।


প্রতিরােধের অধিকারের প্রবক্তা কে?

জন লক হলেন প্রতিরােধের অধিকারের প্রবক্তা।


বলপ্রয়ােগ মতবাদের মুখ্য প্রবক্তা কে?

বলপ্রয়ােগ মতবাদের মুখ্য প্রবক্তা হলেন ওপেনহাইমার।


বলপ্রয়ােগ মতবাদের প্রথম প্রবক্তা কে ছিলেন?

বলপ্রয়ােগ মতবাদের প্রথম প্রবক্তা ছিলেন হেরাক্লিটাস।


প্যাট্রিয়ার্কা (Patriarcha) গ্রন্থের রচয়িতা কে?

প্যাট্রিয়ার্কা(Patriarcha) গ্রন্থের রচয়িতা হলেন রবার্ট ফিলমার।


রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত সবচেয়ে যাগ্য মতবাদটি কী?

রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত সবচেয়ে গ্রহণযােগ্য মতবাদটি হল বিবর্তনবাদ।


"রাষ্ট্র হল পৃথিবীতে ঈশ্বরের পদচারণা"-কথাটি কে বলেছেন?

প্রশ্নোপ্ত কথাটি বলেছেন জার্মান দার্শনিক হেগেল।


ঐশ্বরিক মতবাদ অনুসারে, রাজা কার প্রতিনিধি?

ঐশ্বরিক মতবাদ অনুসারে, রাজা হলেন ঈশ্বরের প্রতিনিধি।


সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তাদের মধ্যে কে দুটি চুক্তির কথা বলেছেন?

সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তাদের মধ্যে জন লক দুটি চুক্তির কথা বলেছেন।


পৃথিবীর সবচেয়ে কম জনসংখ্যাবিশিষ্ট রাষ্ট্রের নাম কী?

পৃথিবীর সবচেয়ে কম জনসংখ্যাবিশিষ্ট রাষ্ট্রের নাম ভ্যাটিকান সিটি।


বলপ্রয়ােগ মতবাদ কীসের কথা বলে?

বলপ্রয়ােগ মতবাদ যুদ্ধের কথা বলে।


কৌটিল্যের অর্থশা-এ কোন্ মতবাদের উল্লেখ পাওয়া যায়?

কৌটিল্যের অর্থশাস্ত্র এ সামাজিক চুক্তি মতবাদের উল্লেখ পাওয়া যায়।


স্বাধীনতার অধিকার এবং সম্পত্তির অধিকার-সহ অন্য কোন্ অধিকারকে লক 'স্বাভাবিক অধিকার বলে গণ্য করতেন?

স্বাধীনতার অধিকার এবং সম্পত্তির অধিকার-সহ জীবনের অধিকারকে লক স্বাভাবিক অধিকার বলে গণ্য করতেন।


রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত ঐশ্বরিক মতবাদ কীসের পৃষ্ঠপােষক?

রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত ঐশ্বরিক মতবাদ রাজতন্ত্রের পৃষ্ঠপােষক।


জার্মান দার্শনিক নিটুসে, ট্রিটস্কে, বার্নহার্ড প্রমুখ কোন্ মতবাদের জন্ম দিয়েছিলেন?

জার্মান দার্শনিক নিটসে, ট্রিটস্কে, বার্নহার্ডি প্রমুখ সাম্রাজ্যবাদের/ভাববাদের জন্ম দিয়েছিলেন।


জন লকের সীমাবদ্ধ রাজতন্ত্র পরােক্ষে কীসের কথা বলে?

জন লকের সীমাবদ্ধ রাজতন্ত্র পরােক্ষে গণতন্ত্রের কথা বলে।


রুশাের জনগণের সার্বভৌমত্বের ধারণা কোন্ গণতন্ত্রের কথা বলে?

রুশাের জনগণের সার্বভৌমত্বের ধারণা প্রত্যক্ষ গণতন্ত্রের কথা বলে।


গার্নারের মতে, সামাজিক চুক্তি মতবাদ নিছক কী ধরনের মতবাদ? 

গার্নারের মতে, সামাজিক চুক্তি মতবাদ একটি কল্পনাপ্রসূত মতবাদ।


রুশাের মতে, প্রাকৃতিক অবস্থায় প্রাথমিক পর্যায়ে মানুষের অবস্থা কেমন ছিল?

রুশাের মতে, প্রাকৃতিক অবস্থায় প্রাথমিক পর্যায়ে মানুষের অবস্থা স্বাধীন ও সুখী ছিল।


কোন্ দার্শনিক রাজার প্রতি আনুগত্য প্রদর্শনকে ঈশ্বর কর্তৃক আরােপিত কর্তব্য বলে মন্তব্য করেছিলেন?

দার্শনিক সেন্ট পল রাজার প্রতি আনুগত্য প্রদর্শনকে ঈশ্বর কর্তৃক‌ আরােপিত কর্তব্য বলে মন্তব্য করেছিলেন।


"পাশবিক শক্তি রাষ্ট্রগঠনের একমাত্র উপাদান হলে জলদস্যুদের জাহাজকেও রাষ্ট্র’ বলে অভিহিত করতে হয়”—উক্তিটি কার?

প্রশ্নোষ্ধৃত উক্তিটি রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইভারের।


কোন্ রাষ্ট্রবিজ্ঞানী 'সাধারণ ইচ্ছা সার্বভৌম বলে চিহ্নিত করেছেন?

রাষ্ট্রবিজ্ঞানী রুশাে 'সাধারণ ইচ্ছা সার্বভৌম বলে চিহ্নিত করেছেন।


"রুশোর 'সাধারণ ইচ্ছা' হবসের মন্তকহীন লেভিয়াথান"-এ কথা কে বলেছেন?

প্রশ্নোষ্ধৃত উদ্ধৃতিটি করেছেন রাষ্ট্রবিজ্ঞানী হার্নশ।


Letter to the Romans গ্রন্থটি কার রচনা?

ঐশ্বরিক উৎপত্তিবাদের প্রবক্তা সেন্ট পল Letter to the Romans গ্রন্থটি রচনা করেন।


...কে রাজাকে ঈশ্বরের জীবন্ত প্রতিমূর্তি বলে প্রচার করেন?

ঐশ্বরিক উৎপত্তিবাদের সমর্থক ইংল্যান্ডের রাজা প্রথম জেমস্ রাজাকে ঈশ্বরের জীবন্ত প্রতিমূর্তি বলে প্রচার করেন।


কোন্ চিন্তাবিদ সামাজিক চুক্তি মতবাদকে নৈরাজ্যের সংক্ষিপ্তসার বলে অভিহিত করেছেন?

চিন্তাবিদ বার্ক সামাজিক চুক্তি মতবাদকে নৈরাজ্যের সংক্ষিপ্তসার বলে অভিহিত করেছেন।


রুশাের মতে কী কারণে প্রাকৃতিক রাজ্যে অশান্তি শুরু হয়?

রুশাের মতে প্রাকৃতিক রাজ্যে অশান্তি শুরু হয় দুটি কারণে- জনসংখ্যা বৃদ্ধি এবং যুক্তির উন্মেষ।


কোন্ চুক্তিবাদী দার্শনিক ব্যক্তিস্বাধীনতা প্রতিষ্ঠার পক্ষপাতী ছিলেন?

ব্রিটিশ চুক্তিবাদী দার্শনিক জন লক ব্যক্তিস্বাধীনতা প্রতিষ্ঠার পক্ষপাতী ছিলেন।


কোন চুক্তিবাদী দার্শনিক রাষ্ট্রের সরকারকে একটি ট্রাস্ট হিসেবে দেখেছেন?

ব্রিটিশ চুক্তিবাদী দার্শনিক জন লক রাষ্ট্রের সরকারকে একটি ট্রাস্ট হিসেবে দেখেছেন।


হবস তাঁর সামাজিক চুক্তির তত্ত্ব প্রতিষ্ঠায় কীসের দ্বারা প্রভাবিত হয়েছিলেন?

হবস তাঁর সামাজিক চুক্তির তত্ত্ব প্রতিষ্ঠায় তৎকালীন ইংল্যান্ডের প্রজাবিদ্রোহ ও সামাজিক বিশৃঙ্খলার দ্বারা প্রভাবিত হয়েছিলেন।


চিন্তাবিদ ট্রিটস্কের যুদ্ধবাদের দ্বারা কে প্রভাবিত হয়েছিলেন?

চিন্তাবিদ ট্রিটুস্কের যুদ্ধবাদের দ্বারা নাৎসিবাদের প্রবক্তা অ্যাডলফ হিটলার প্রভাবিত হয়েছিলেন।