রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠান বা সামাজিক সংগঠনের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি আলােচনা করাে।

রাষ্ট্র ও সামাজিক সংগঠনের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য


আধুনিক রাষ্ট্রে রাষ্ট্রীয় সংগঠনের পাশাপাশি অন্যান্য সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্র ও অন্যান্য সামাজিক সংগঠনের মধ্যে বেশ কিছু সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিদ্যমান।


রাষ্ট্র ও সামাজিক সংগঠনের মধ্যে সাদৃশ্য

[1] সমাজবােধ: রাষ্ট্র ও অন্যান্য সামাজিক সংগঠন—এ সবেরই সৃষ্টি হয়েছে মানুষের সমাজবােধ থেকে।


[2] সদস্যসংখ্যা: রাষ্ট্রের জনসমষ্টির মতাে অন্য সামাজিক সংগঠনগুলিরও নির্দিষ্ট সদস্য রয়েছে।


[3] শৃঙ্খলা: রাষ্ট্রের সদস্য হিসেবে নাগরিকরা রাষ্ট্রীয় আইনকানুন মেনে চলতে বাধ্য হয়। একইভাবে সংগঠনের সদস্যরাও সংগঠন-প্রণীত নিয়মকানুন মেনে চলে।


[4] পরিচালন পদ্ধতি: সরকার হল রাষ্ট্রের পরিচালক, তেমনই সামাজিক সংগঠনগুলি চালনা করেন পরিচালকমণ্ডলী।


[5] কর্তব্য: নাগরিকরা যেভাবে রাষ্ট্রের কাছ থেকে সুযােগসুবিধা ও অধিকার ভােগের বিনিময়ে নির্দিষ্ট কর্তব্য পালন করে, তেমনই সংগঠনের সদস্যরাও সংগঠনের সুযোগসুবিধা ভােগের বিনিময়ে কয়েকটি নির্দিষ্ট কর্তব্য পালন করে।


[6] বিবর্তন: সামাজিক বিবর্তনের একটি বিশেষ পর্যায়ে রাষ্ট্রের উদ্ভব হয়। একইভাবে অন্য সামাজিক সংগঠনগুলিও সমাজবিবর্তনের ধারায় জন্ম লাভ করে।


রাষ্ট্র ও সামাজিক সংগঠনের মধ্যে বৈসাদৃশ্য


রাষ্ট্র


  • উৎপত্তিগত দিক থেকে বলা যায়, মানবসমাজের ঐতিহাসিক বিবর্তনের এক বিশেষ পর্যায়ে রাষ্ট্রের উদ্ভব হয়েছিল।

  • রাষ্ট্রের মধ্যে বসবাসকারী প্রায় সব মানুষই রাষ্ট্রের সদস্য। রাষ্ট্রের সদস্যপদ বাধ্যতামূলক। কোনাে ব্যক্তি একইসঙ্গে একাধিক রাষ্ট্রের নাগরিক হতে পারেন না।

  • সর্বাঙ্গীণ জনকল্যাণের জন্য রাষ্ট্রকে বহুমুখী উদ্দেশ্য পূরণ করতে হয়।

  • আকৃতির বিচারে রাষ্ট্র বিশাল।

  • প্রতিটি রাষ্ট্রের একটি নির্দিষ্ট ভৌগােলিক সীমানা থাকে, রাষ্ট্রের যাবতীয় কর্মপরিধি সেই সীমানার মধ্যে আবদ্ধ৷

  • রাষ্ট্র চিরস্থায়ী প্রতিষ্ঠান, এর একটা সুষ্ঠু ধারাবাহিকতা আছে।

  • সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের একটি প্রধান বৈশিষ্ট্য, সার্বভৌম ক্ষমতার অধিকারী না হলে কোনাে প্রতিষ্ঠানকে রাষ্ট্র বলা যায় না।

  • রাষ্ট্র কোনাে সংগঠনের অধীনে থাকে না।

  • রাষ্ট্রের সৃষ্টি কোনাে সামাজিক সংগঠনের অনুমােদন বা উদ্যোগের ওপর নির্ভর করে না।

  • রাষ্ট্র প্রধানত মানবজীবনের বাহ্যিক দিকটিকে নিয়ন্ত্রণ করে।


সামাজিক সংগঠন


  • সামাজিক সংগঠনগুলির উৎপত্তি নেহাতই স্বেচ্ছামূলক।

  • সামাজিক সংগঠনের সদস্যসংখ্যা রাষ্ট্রের সদস্যসংখ্যার এক ক্ষুদ্র ভগ্নাংশ। সংগঠনের সদস্যপদ গ্রহণের বিষয়টি ব্যক্তির ইচ্ছাধীন। কোনাে ব্যক্তি একই সঙ্গে একাধিক সংগঠনের সদস্য হতে পারেন।

  • সামাজিক সংগঠনগুলি একটি নির্দিষ্ট উদ্দেশ্যসাধনের জন্য গঠিত হয়। যেমন, কোনাে ক্রীড়া সংগঠনের উদ্দেশ্য শুধুমাত্র খেলাধুলাের বিকাশ ঘটানাে।

  • রাষ্ট্রের তুলনায় সামাজিক সংগঠন ক্ষুদ্র।

  • কোনাে কোনাে সামাজিক সংগঠনের কর্মপরিধি পৃথিবীর এক দেশ থেকে অন্যান্য দেশে ছড়িয়ে যেতে পারে। উদাহরণস্বরূপ, রামকৃয় মিশনের কথা বলা যায়।

  • সামাজিক সংগঠনগুলি ক্ষণস্থায়ী।

  • সামাজিক সংগঠনগুলির ক্ষেত্রে সার্বভৌম ক্ষমতার প্রশ্ন অবাস্তব।

  • সামাজিক সংগঠনগুলি রাষ্ট্রের অধীন। যে-কোনাে সংগঠনকে রাষ্ট্রের নিয়মকানুনের প্রতি অনুগত থাকতে হয়।

  • রাষ্ট্রের অনুমােদন ও উদ্যোগের মাধ্যমে সামাজিক সংগঠনগুলির জন্ম হয়।

  • মানুষের অন্তর্জীবনের বিকাশে সামাজিক সংগঠনের প্রভাব অনেক বেশি গভীর| ম্যাকাইভার বলেছেন, পেনসিল কাটার জন্য কুঠার যেমন অনুপযুক্ত, ঠিক তেমনই মানুষের অন্তর্জীবনের সূক্ষ্ম অনুভূতিগুলির বিকাশে রাষ্ট্রও অনুপযুক্ত।


উপসংহার: পরিশেষে বলা যায়, রাষ্ট্র ও সামাজিক সংগঠনের মধ্যে মৌলিক প্রভেদ থাকলেও মানবজীবনের বিকালে উভয়ের ভূমিকা অনস্বীকার্য। বার্কারের মতে, রাষ্ট্রীয় জীবন ও সামাজিক জীবন পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত, এরা একে অপরের পরিপূরক।


রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক ও রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞাগুলি আলােচনা করাে।


রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও। রাষ্ট্রবিজ্ঞানকে কেন 'প্রগতিশীল বিজ্ঞান' হিসেবে অভিহিত করা হয়েছে?


রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান? রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে ও বিপক্ষে যুক্তি | রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য? আলােচনা করাে।


রাষ্ট্রবিজ্ঞানের আলােচনা ক্ষেত্রের পরিধি বিশ্লেষণ করাে | রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও বিষয়বস্তুর পরিধি সম্পর্কে আলােচনা করাে।


রাষ্ট্রের সংজ্ঞা দাও।রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করাে।


রাষ্ট্র ও সরকারের মধ্যে মূল পার্থক্যগুলি উল্লেখ করাে । রাষ্ট্র ও সমাজের পার্থক্য ব্যাখ্যা করাে।


সরকার কী? সার্বভৌমত্ব কী? বোঁদা প্রদত্ত সার্বভৌমিকতার সংজ্ঞা। সার্বভৌমিকতার দুটি বৈশিষ্ট্য। জনগণের সার্বভৌমিকতা।