কোঠারি কমিশন (১৯৬৪-৬৬) ও ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা

কোঠারি কমিশন (১৯৬৪-৬৬) ও ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা


ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কী?

ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম হান্টার কমিশন (১৮৮১-৮২ খ্রি.)।


স্বাধীনােত্তর ভারতে কবে ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়?

স্বাধীনােত্তর ভারতে ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় ১৯৬৪ খ্রিস্টাব্দের ১৪ জুলাই।


১৯৬৪-৬৬-এর ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন?

ভারতীয় শিক্ষা কমিশনের (১৯৬৪-৬৬) সভাপতি ছিলেন ড. ডি এস কোঠারি।


ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম কী ছিল?

ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম ছিল কোঠারি কমিশন।


ভারতীয় শিক্ষা কমিশন কবে কাজ শুরু করে?

ভারতীয় শিক্ষা কমিশন কাজ শুরু করে ১৯৬৪ খ্রিস্টাব্দের ২ অক্টোবর থেকে।


ভারতীয় শিক্ষা কমিশন কবে ভারত সরকারের কাছে তার রিপাের্ট পেশ করে?

ভারতীয় শিক্ষা কমিশন ভারত সরকারের কাছে তার রিপাের্ট পেশ করে ১৯৬৬ খ্রিস্টাব্দের ২৯ জুন।


কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটি কত পৃষ্ঠার ছিল?

ভারতীয় শিক্ষা কমিশন তথা কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটি ছিল ৬৯২ পৃষ্ঠার।


ভারতীয় শিক্ষা কমিশনের রিপোের্টটি ক-টি খণ্ডে বিভক্ত ছিল ও কী কী?

ভারতীয় শিক্ষা কমিশনের রিপাের্টটি চারটি খণ্ডে বিভক্ত ছিল। যথা—

  • প্রথম খণ্ডে ছিল শিক্ষাসংক্রান্ত সাধারণ সমস্যা সম্পর্কে আলােচনা,

  • দ্বিতীয় খণ্ডে ছিল বিভিন্ন স্তর ও পর্যায়ের শিক্ষা সম্পর্কে আলােচনা,

  • তৃতীয় খণ্ডে ছিল শিক্ষা পরিকল্পনার বাস্তব রূপায়ণ সম্পর্কিত আলােচনা এবং

  • চতুর্থ খণ্ডে ছিল শিক্ষাসংক্রান্ত কয়েকটি বিবরণ ও দলিলপত্র নিয়ে আলােচনা।


শিক্ষার সার্থক রূপায়ণ ও উদ্দেশ্যসাধনের জন্য কোঠারি কমিশন কোন কোন্ মৌলিক উপাদানের কথা বলেছিল?

শিক্ষার সার্থক রূপায়ণ ও উদ্দেশ্যসাধনের জন্য কোঠারি কমিশন চারটি মৌলিক উপাদানের কথা বলেছিল। সেগুলি হল- 

  • সাক্ষরতা, 

  • গাণিতিক দক্ষতা ও বৈজ্ঞানিক কুশলতা, 

  • উৎপাদনী শক্তি এবং 

  • সামাজিক কর্মদক্ষতা।


কোঠারি কমিশন (১৯৬৪-৬৬ খ্রি.) প্রস্তাবিত শিক্ষার যে-কোনাে দুটি লক্ষ্য লেখাে।

কোঠারি কমিশন প্রস্তাবিত শিক্ষার দুটি লক্ষ্য হল- 

  • ভাষার বিকাশ: কোঠারি কমিশনের মতে, প্রতিটি মানুষের মধ্যে ভাষার বিকাশসাধন করা শিক্ষার একটি বৃহৎ লক্ষ্য। 

  • জাতীয় সংহতিবােধ জাগরণ: কমিশনের মতে, আমাদের শিক্ষার প্রধান লক্ষ্য হবে নাগরিকদের মনে জাতীয় সংহতিবােধ জাগ্রত করা।


কোঠারি কমিশনের সম্পাদক কে ছিলেন?

কোঠারি কমিশনের সম্পাদক ছিলেন ড. জে পি নায়েক।


[Book Download - ক্লিক করুন]


কোঠারি কমিশনে কত জন সদস্য ছিলেন?

কোঠারি কমিশনে মােট ১৭জন ভারতীয় ও বিদেশি সদস্য ছিলেন।


কোঠারি কমিশনের শিরােনাম কী ছিল?

কোঠারি কমিশন তাদের রিপাের্টটিকে শিক্ষা ও জাতীয় অগ্রগতি বা Education and National Development এই শিরােনামে প্রকাশ করেছিলেন।


ভারতীয় শিক্ষা কমিশন প্রদত্ত শিক্ষাকাঠামােটি ব্যক্ত করাে।

ভারতীয় শিক্ষা কমিশন প্রদত্ত শিক্ষাকাঠামােটি হল ১০ বছরের মাধ্যমিক, ২ বছরের উচ্চমাধ্যমিক, ৩ বছরের স্নাতক স্তর এবং ২ বছরের স্নাতকোত্তর স্তরের শিক্ষা।


কোন্ শিক্ষা কমিশন ১০+২+৩ শিক্ষাকাঠামােটি প্রস্তাব করে?

১৯৬৪-৬৬ খ্রিস্টাব্দে কোঠারি কমিশন ১০+২+৩ শিক্ষাকাঠামােটি প্রস্তাব করেছিল।


কোঠারি কমিশনের শিক্ষাকাঠামােয় ক-টি শিক্ষান্তরের উল্লেখ ছিল ও কী কী?

কোঠারি কমিশনের শিক্ষাকাঠামােয় চারটি শিক্ষাস্তরের উল্লেখ ছিল। যথা-

  • প্রাক প্রাথমিক স্তর,

  • প্রাথমিক স্তর- নিম্নপ্রাথমিক ও উচ্চপ্রাথমিক,

  • মাধ্যমিক স্তর- নিম্নমাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এবং

  • বিশ্ববিদ্যালয় স্তর- স্নাতক স্তর ও স্নাতকোত্তর স্তর।


প্রাক-প্রাথমিক শিক্ষা কাকে বলে?

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা গ্রহণের পূর্বে সাধারণত ২ থেকে ৬ বছর বয়সে শিক্ষার্থীরা নির্দিষ্ট কতকগুলি উদ্দেশ্যের ভিত্তিতে নিয়ন্ত্রিত পরিবেশে যে শিক্ষালাভ করে, তাকে বলা হয় প্রাক-প্রাথমিক শিক্ষা।


কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাক-প্রাথমিক শিক্ষার একটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।

প্রাক-প্রাথমিক শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য হল, ভাষাবােধের বিকাশ। শিশুর ভাষাবিকাশের দিকে লক্ষ্য রেখে পাঠক্রমে বিভিন্ন ভাষাকে স্থান দেওয়া হয়।


সাক্ষরতা শিবির বা Literacy Class কী?

কোঠারি কমিশনের মতে, ১১ থেকে ১৪ বছর বয়সি যেসকল শিশুরা প্রাথমিক স্তরের শিক্ষা শেষ করতে পারবে না, তাদের জন্য প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কমপক্ষে এক বছরের জন্য সাক্ষরতামূলক যে ব্যবস্থা করা হয়, তাকে সাক্ষরতা শিবির বা Literacy Class বলা হয়।


ICDS-র পুরাে নাম লেখাে।

ICDS-এর পুরাে নাম হল— Integrated Child Development Services.


প্রাক-প্রাথমিক শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নাম উল্লেখ করাে।

প্রাক্-প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল— কিন্ডারগার্টেন শিক্ষালয় এবং নার্সারি শিক্ষালয়।


দুটি বেসরকারি প্রাক-প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের নাম লেখাে।

ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত প্রাক-প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে উল্লেখযােগ্য হল কিন্ডারগার্টেন, মন্তেসরি প্রভৃতি।


ECCE কী?

প্রাক্‌-প্রাথমিক শিক্ষার প্রসারে গৃহীত অন্যতম কর্মসূচি হল ECCE। এর পূর্ণ রূপটি হল Early Childhood Care and Education।


‘ক্রেশ’ কী?

‘ক্রেশ’ হল প্রাক্‌-প্রাথমিক শিক্ষার প্রথম প্রতিষ্ঠান। এখানে সাধারণত জন্মের পর থেকে ২-২-১/২ বছর বয়স পর্যন্ত ২ শিশুদের দেখাশােনার দায়িত্ব গ্রহণ করা হয়।


নার্সারি বিদ্যালয়ের প্রতিষ্ঠান কারা, কবে করেন?

ইংল্যান্ডের দুই ভগিনী মার্গারেট ম্যাকমিলান ও র্যাচেল ম্যাকমিলান ১৯০৯ খ্রিস্টাব্দে নার্সারি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।


মন্তেসরি বিদ্যালয় কে, কবে প্রতিষ্ঠা করেন?

মাদাম মারিয়া মন্তেসরি, ১৯০৭ খ্রিস্টাব্দে মন্তেসরি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।


মন্তেসরি বিদ্যালয় কোন্ কোন দার্শনিকের শিক্ষাচিন্তার দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়ে গড়ে উঠেছিল?

মন্তেসরি বিদ্যালয় বিখ্যাত দার্শনিক পেস্তালৎসি, রুশাে, ফ্রয়েবেল প্রমুখের শিক্ষাচিন্তার দ্বারা প্রভাবিত হয়ে গড়ে উঠেছিল।


কাসা-দাই-বামবিনি-র প্রতিষ্ঠাতা কে?

কাসা-দাই-বামবিনি-র প্রতিষ্ঠাতা মাদাম মন্তেসরি।


উপদেশমূলক যন্ত্রপাতি বা Didactic Apparatus বলতে কী বােঝায়?

কাসা-দাই-বামবিনি নামক শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের ইন্দ্রিয়ের মাধ্যমে পর্যাপ্ত জ্ঞান আহরণের কৌশল প্রশিক্ষণের জন্য বিশেষ শিক্ষা দেওয়া হত। এ ছাড়া বেশ কিছু যান্ত্রিক কৌশলের মাধ্যমেও শিক্ষাদান করা হত। এই যান্ত্রিক কৌশলগুলিকেই একত্রে উপদেশমূলক যন্ত্রপাতি বা Didactic Apparatus বলা হত।


কিন্ডারগার্টেনের প্রবর্তন কে, কবে করেন?

বিখ্যাত দার্শনিক ও শিক্ষাবিদ অগাস্ট উইলিয়ম ফ্রেডরিক ফ্রয়েবেল, ১৮৩৭ খ্রিস্টাব্দে কিন্ডারগার্টেন বিদ্যালয় স্থাপন করেন।


বুনিয়াদি শিক্ষালয়ের প্রবর্তক কে?

বুনিয়াদি শিক্ষালয়ের প্রবর্তক গান্ধিজি।


বুনিয়াদি শিক্ষালয় প্রথম কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?

বুনিয়াদি শিক্ষালয় প্রথম ১৯৩৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।


প্রাথমিক শিক্ষা কাকে বলে?

প্রথম শ্রেণি থেকে সপ্তম বা অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিশু যে শিক্ষালাভ করে, তাকেই প্রাথমিক শিক্ষা বলা হয়।


কোঠারি কমিশন প্রাথমিক শিক্ষার সময়কাল কত বছর থির করে?

কোঠারি কমিশন প্রাথমিক শিক্ষার সময়কাল স্থির করে ৭-৮ বছর।


প্রাথমিক শিক্ষার দুটি উদ্দেশ্য উল্লেখ করাে।

কোঠারি কমিশনের মতে, প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হবে, যাতে শিশু শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীল এবং সার্থক নাগরিক জীবনের উপযােগী ভিত তৈরি করে দেওয়া যায়। এই স্তরে ২০% অপচয় অনুন্নয়ন বন্ধের দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে।


কোঠারি কমিশনে কোন্ কোন ক্লাসকে উচ্চপ্রাথমিক শিক্ষার অন্তর্ভুক্ত করা হয়েছে?

কোঠারি কমিশনের সুপারিশে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণিকে উচ্চপ্রাথমিক শিক্ষার অন্তর্ভুক্ত করা হয়েছে।


কোঠারি কমিশনের ত্রি-ভাষা সূত্রটি কী?

নিম্নপ্রাথমিক স্তরে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা উচ্চপ্রাথমিক স্তরে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা ও রাষ্ট্রীয় কিংবা সহযােগী ভাষা, নিম্নমাধ্যমিকে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, রাষ্ট্রীয় ভাষা বা সহযােগী ভাষা এবং একটি আধুনিক ভারতীয় ভাষা বা ইউরােপীয় ভাষা শিক্ষার যে সুপারিশ কোঠারি কমিশন দিয়েছিল, তাকেই ত্রি-ভাষা সূত্র বলা হয়।


কোঠারি কমিশনের মতে, প্রাথমিক শ্রেণিতে ভরতির ন্যূনতম বয়স কত?

কোঠারি কমিশনের মতে, প্রাথমিক শ্রেণিতে ভরতির ন্যূনতম বয়স হল ৬+।


প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কী বােঝাে?

প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে আমরা বুঝি যে, প্রাথমিক শিক্ষাস্তরে বিভিন্ন শ্রেণিতে পরীক্ষায় অকৃতকার্যতার জন্য বহু ছাত্রছাত্রী বেশ কয়েক বছর একই শ্রেণিতে থেকে যায় এবং তার ফলে তাদের অন্তর্নিহিত সম্ভাবনা, ব্যয়িত শ্রম, অর্থ এবং অন্যান্য ক্ষেত্রে উন্নতি ব্যাহত হয়। একেই প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলা হয়।


শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কী বােঝাে?

শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে আমরা বুঝি যে, প্রাথমিক শিক্ষান্তরে শিশু ভরতি হওয়ার পর মূলত আর্থিক ও সামাজিক কারণে শিক্ষা সম্পূর্ণ না করেই বিদ্যালয় ছেড়ে দেয়, একে বলা হয় শিক্ষাক্ষেত্রে অপচয়।


প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা উল্লেখ করাে।

প্রাথমিক শিক্ষার প্রধান সমস্যা হল-

  • অভিভাবকদের দরিদ্রতা,

  • শিশুশ্রম আইন প্রয়ােগের ব্যর্থতা এবং

  • প্রয়ােজনীয় শিক্ষা উপকরণের এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব ইত্যাদি।


স্কুলগুচ্ছ বা জোট কী?

কোঠারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ার কথা বলা হয়, তাকেই স্কুলগুচ্ছ বলা হয়। এই স্কুলগুচ্ছের অন্তর্ভুক্ত ছিল নিম্নপ্রাথমিক, উচ্চপ্রাথমিক এবং মাধ্যমিক স্কুলসমূহ।


কোঠারি কমিশন নিম্নমাধ্যমিক স্তরে কী কী ভাষা শিক্ষার কথা বলেছে?

কোঠারি কমিশন নিম্নমাধ্যমিক স্তরে তিনটি ভাষা শিক্ষার কথা বলেছে—

  • মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা,

  • রাষ্ট্রীয় কিংবা সহযােগী ভাষা এবং 

  • ইউরােপীয় ভাষা।


সাধারণ শিক্ষা বলতে কী বােঝাে?

সকল শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রচলিত বিদ্যালয় ও কলেজভিত্তিক নির্দিষ্ট পাঠ্যক্রমের শিক্ষাই হল সাধারণ শিক্ষা।


কোন্ শিক্ষাবিদ সর্বপ্রথম সাধারণ শিক্ষা' কথাটির প্রচলন করেন?

প্রখ্যাত শিক্ষাবিদ জে বি কোনান্ট সর্বপ্রথম 'সাধারণ শিক্ষা কথাটির প্রচলন করেন।


বৃত্তিমূলক শিক্ষা কী?

যে শিক্ষা ব্যক্তিকে তার নিজস্ব ক্ষমতা ও চাহিদা অনুযায়ী বৃত্তি গ্রহণে সাহায্য করে, তাকে বৃত্তিমূলক শিক্ষা বলা হয়।


ছাত্রদের মধ্যে শ্রমের মর্যাদাবােধ সৃষ্টি বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশ কী ছিল?

কোঠারি কমিশনের মতে, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা কায়িক শ্রমের মাধ্যমে অর্জন করতে হয়। সেইজন্য বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মাধ্যমে ছাত্রদের মধ্যে শ্রমের মর্যাদাবােধ সৃষ্টি হয়ে থাকে।


কারিগরি শিক্ষা কী?

কারিগরি শিক্ষা হল সেই শিক্ষা, যে শিক্ষা ব্যক্তিকে শিল্প ও কারখানার পরিবেশের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত ও প্রয়ােজনীয় যন্ত্রপাতি ব্যবহারে আগ্রহী করে তােলে।


বৃত্তিমুখী শিক্ষার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উল্লেখ করাে।

বৃত্তিমুখী কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল— IIT, ITI, পলিটেকনিক প্রভৃতি।


দুটি বৃত্তিমুখী কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম লেখাে।

বৃত্তিমুখী কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল— IIT, ITI, পলিটেকনিক প্রভৃতি।


SUPW-এর কোন্ কমিশনে উল্লেখ আছে?

কোঠারি কমিশনে।


SUPW-এর পুরাে কথাটি লেখো।

SUPW-এর পুরাে কথাটি হল— Socially Useful Productive Work অর্থাৎ সামাজিক উপযােগী উৎপাদনশীল কর্ম।


ITI-এর পুরাে নাম লেখাে।

Industrial Training Institute।


পলিটেকনিক কী ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান?

পলিটেকনিক হল এক ধরনের বৃত্তিমুখী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান।


CABE-এর পুরাে নাম লেখাে?

Central Advisory Board of Education।


AICTE-এর পুরাে নাম কী ?

All India Council for Technical Education।


কারিগরি ও বৃত্তিশিক্ষার দুটি সমস্যা উল্লেখ করাে।

কারিগরি ও বৃত্তিশিক্ষার দুটি সমস্যা হল- 

  • কারিগরি শিক্ষকদের বেতন কম হওয়ায় শিক্ষকের সমস্যা আজও রয়েছে। 

  • কমিশনের কথামতাে স্থানীয় চাহিদার দিকে নজর রেখে সেই অনুযায়ী প্রতিষ্ঠান স্থাপন এখনও সম্ভব হয়নি।


শিক্ষায় সমসুযােগ বলতে কোঠারি কমিশনে কী বলা হয়েছে?

কোঠারি কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, শিক্ষাকে গণতান্ত্রিক আদর্শের ভিত্তিতে গড়ে তুলতে হবে। ধনী-দরিদ্র, উচ্চ-নিম্ন, নারী-পুরুষ নির্বিশেষে সমাজের সকল মানুষ যাতে শিক্ষার সুযােগ লাভ করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে।


ISI-এর পুরাে নাম কী?

ISI-এর পুরাে নাম Indian Statistical Institute।


কোন্ কমিশনের সুপারিশের ভিত্তিতে প্রথম জাতীয় শিক্ষানীতি রচিত হয়?

কোঠারি কমিশনের সুপারিশের ভিত্তিতেই প্রথম জাতীয় শিক্ষানীতি রচিত হয়েছিল।


কারিগরি শিক্ষার উন্নতির জন্য সর্বভারতীয় ক্ষেত্রে কোন্ প্রতিষ্ঠান গড়ে উঠেছিল?

কারিগরি শিক্ষার উন্নতির জন্য সর্বভারতীয় ক্ষেত্রে গড়ে উঠেছিল All India Council for Technical Education।


NCTE কী?

NCTE হল শিক্ষক-শিক্ষণের জাতীয় সংগঠন। এর পুরাে কথাটি হল National Council for Teacher Education।


TTTI কী?

TTTI হল কারিগরি শিক্ষক-শিক্ষণ প্রতিষ্ঠান। এর পূর্ণ রূপটি হল Technical Teachers' Training Institute।


PTTI কী?

PTTI হল প্রাথমিক শিক্ষক-শিক্ষণ সংগঠন। এর পুরাে কথাটি হল Primary Teachers' Training Institute।


UGC এর পুরাে নাম লেখাে।

UGC এর পুরাে নাম হল—University Grants buba Commission.


BOAT-এর পুরাে নাম কী?

Board of Apprenticeship Training।


IES-এর পুরাে নাম লেখাে।

IES-এর পুরাে নাম হল Indian Engineering Service।