কবিতা ─ ক্রন্দনরতা জননীর পাশে (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)

কবিতা ─ ক্রন্দনরতা জননীর পাশে


'ক্রন্দনরতা জননীর পাশে' কবিতাটির উৎস লেখাে।

কবি মৃদুল দাশগুপ্তের ধানক্ষেত থেকে নামক কবিতাগ্রন্থ থেকে 'ক্রন্দনরতা জননীর পাশে' কবিতাটি নেওয়া হয়েছে।


'ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতাটি কোন্ পটভূমিতে লেখা?

'ক্রন্দনরতা জননীর পাশে' কবিতাটি ২০০৬ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে সিঙ্গুরের জমি আন্দোলনের পটভূমিতে লেখা।


'ক্রন্দনরতা জননীর পাশে’— এই কবিতায় কী ধ্বনিত হয়েছে?

আলােচ্য কবিতাটি একটি প্রতিবাদী কবিতা। এখানে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বঞ্চনার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ ধ্বনিত হয়েছে।


"এখন যদি না-থাকি" -বলতে কার পাশে কখন না থাকার কথা বলা হয়েছে?

মৃদুল দাশগুপ্তের 'ক্রন্দনরতা জননীর পাশে' কবিতা থেকে নেওয়া প্রশ্নোধৃত অংশে ক্রন্দনরতা জননী বা বিপন্ন স্বদেশের পাশে না-থাকার কথা বলা হয়েছে।


ক্রন্দনরতা জননীর পাশে থাকতে না পারলে কবির কী মনে হবে?

দেশজননীর বিপন্নতার মুহূর্তে তাঁর পাশে না থাকলে লেখালেখি, গান গাওয়া, ছবি আঁকা সব মিথ্যা হয়ে যাবে বলে কবি মনে করেছেন।


"এখন যদি নাথাকি”— এখন না থাকার ফল কী হবে?

দেশজননীর বিপন্নতার মুহূর্তে তাঁর পাশে না থাকলে লেখালেখি, গান গাওয়া, ছবি আঁকা সব মিথ্যা হয়ে যাবে বলে কবি মনে করেছেন।


'ক্রন্দনরতা জননীর পাশে' না থাকলে কবি কী কী ব্যর্থ বলে মনে করেছেন?

দেশজননীর বিপন্নতার মুহূর্তে তাঁর পাশে না থাকলে লেখালেখি, গান গাওয়া, ছবি আঁকা সব মিথ্যা হয়ে যাবে বলে কবি মনে করেছেন।


"কেন তবে... গান গাওয়া" -এই দ্বিধার কারণ কী?

দেশের মানুষ আক্রান্ত হলে কোনাে শিল্পী প্রতিবাদ করতে না পারলে নিজের শিল্পীসত্তা নিয়ে তার মনেই দ্বিধা সৃষ্টি হয়। কবির মনেও সেই দ্বিধাই সৃষ্টি হয়েছে।


"নিহত ভাইয়ের শবদেহ দেখে”— কে এই 'নিহত ভাই'?

মৃদুল দাশগুপ্তের 'ক্রন্দনরতা জননীর পাশে' কবিতায় উল্লেখিত 'নিহত ভাই হলেন গণ-আন্দোলনের শহিদ ও কবির সহনাগরিক।


গল্প কে বাঁচায়, কে বাঁচে (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)

 

গল্প ভাত (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর) 

 

গল্প ভারতবর্ষ (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)

 

কবিতা রূপনারানের কূলে (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)

 

কবিতা শিকার (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)

 

কবিতা মহুয়ার দেশ (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)

 

কবিতা আমি দেখি (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)

 

নাটক বিভাব (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)

 

নাটক নানা রঙের দিন (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)

 

আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)

 

ভারতীয় গল্প অলৌকিক (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)

 

ভাষা ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)

 

ভাষা ধ্বনিতত্ত্ব (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)

 

ভাষা রূপতত্ত্ব (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)

 

ভাষা বাক্যতত্ত্ব (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)


ভাষা শব্দার্থতত্ত্ব (অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর)


'নিহত ভাইয়ের শবদেহ দেখে’ কবির কী মনে হয়?

নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে হয় দেশমায়ের প্রতি ভালােবাসা, সমাজের প্রতি দায়বদ্ধতা বা মূল্যবােধের জন্যই ক্রোধের জন্ম হওয়া আবশ্যিক।


"না-ই যদি হয় ক্রোধ”— কোন্ ক্রোধের কথা বলা হয়েছে?

মৃদুল দাশগুপ্তের 'ক্রন্দনরতা জননীর পাশে' কবিতায় নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে ক্রোধের সঞ্চার হওয়ার কথা বলা হয়েছে।


“নাই যদি হয় ক্রোধ”—তাহলে কী হবে?

মৃদুল দাশগুপ্তের 'ক্রন্দনরতা জননীর পাশে' কবিতায় কবি বলেছেন নিহত ভাইয়ের শবদেহ দেখে ক্রোধ না জন্মালে দেশমায়ের প্রতি ভালােবাসা, সমাজ, মূল্যবােধ সবই অর্থহীন হয়ে যাবে।


"কেন ভালােবাসা, কেন-বা সমাজ/কীসের মূল্যবােধ।”—কোন্ মানসিক যন্ত্রণা থেকে কবি এ কথা বলেছেন?

'ক্রন্দনরতা জননীর পাশে' কবিতায় কবি মৃদুল দাশগুপ্ত নিহত দেশবাসী ভাইয়ের মৃতদেহ দেখে তীব্র ক্রোধ মানসিক যন্ত্রণা থেকে প্রশ্নোপ্ত মন্তব্যটি করেছেন।


'যে-মেয়ে নিখোঁজ' তাকে কোথায় কীভাবে পাওয়া গিয়েছিল?

মৃদুল দাশগুপ্তের 'ক্রন্দনরতা জননীর পাশে' কবিতায় নিখোঁজ মেয়েটিকে জঙ্গলে ছিন্নভিন্ন অবস্থায় পাওয়া গিয়েছিল।


“জঙ্গলে তাকে পেয়ে”—এই অবস্থায় কী করা উচিত নয় বলে কবি মনে করেছেন?

নিখোঁজ মেয়েটিকে জঙ্গলে ছিন্নভিন্ন অবস্থায় পেয়েও এই নৃশংতার প্রতিবাদ না জানিয়ে ঈশ্বরের বিচারের আশায় বসে থাকা উচিত নয় বলে কবি মনে করেছেন।


"আমি কি তাকাব আকাশের দিকে” -কবি কখন এই প্রশ্ন করেছেন?

মৃদুল দাশগুপ্তের 'ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতায় নিখোঁজ মেয়ের ছিন্নভিন্ন শরীর জঙ্গলে পেয়ে আকাশের দিকে বিধির বিচার চেয়ে তাকানাে উচিত কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করতেই প্রশ্নটি করেছেন।


"আমি কি তাকাব আকাশের দিকে” -কবি কার কাছে এই প্রশ্ন করেছেন?

মৃদুল দাশগুপ্তের 'ক্রন্দনরতা জননীর পাশে' কবিতা থেকে উদ্ধৃত অংশটিতে কবি প্রশ্নটি করেছেন নিজের কাছেই।


"আমি কি তাকাৰ আকাশের দিকে” -কবির এই জিজ্ঞাসার উত্তর কী?

প্রশ্নোদ্ধৃত জিজ্ঞাসার উত্তরে কবি জানিয়েছেন যে, তিনি আকাশের দিকে তাকিয়ে বিধাতার বিচারের ভরসায় না থেকে কবিতার মাধ্যমে প্রতিবাদ জানাবেন।


"আমি তা পারি না।”—কবি কী পারেন না?

মৃদুল দাশগুপ্তের 'ক্রন্দনরতা জননীর পাশে' কবিতায় কবি বলেছেন নিখোঁজ ছিন্নভিন্ন মেয়েটিকে জঙ্গলে পেয়ে কবি বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন না।


"যা পারি কেবল" -কে, কী পারেন?

মৃদুল দাশগুপ্তের 'ক্রন্দনরতা জননীর পাশে' কবিতায় জঙ্গলে ছিন্নভিন্ন মেয়েটিকে দেখে কবি প্রতিবাদী কবিতার মাধ্যমে তার বিবেককে জাগিয়ে রাখতে পারেন।


“সেই কবিতায় জাগে” -কী, কেন কবিতায় জাগে?

মৃদুল দাশগুপ্তের 'ক্রন্দনরতা জননীর পাশে' কবিতায় কবির বিবেক জাগে জঙ্গলে পাওয়া নিখোঁজ মেয়েটির ছিন্নভিন্ন করুণ অবস্থার প্রতিবাদে ফেটে পড়ার জন্য।


“সেই কবিতায় জাগে/আমার বিবেক,”—বিবেককে কার সঙ্গে তুলনা করা হয়েছে?

মৃদুল দাশগুপ্তের 'ক্রন্দনরতা জননীর পাশে' কবিতায় বিবেককে বিস্ফোরণের বারুদের সঙ্গে তুলনা করা হয়েছে।


"আমার বিবেক, আমার বারুদ” -কবির বিবেক কী করে?

মৃদুল দাশগুপ্তের 'ক্রন্দনরতা জননীর পাশে' কবিতায় কবির বিবেক জেগে ওঠে প্রতিবাদে ফেটে পড়ার জন্য। এই অবস্থাটি বিস্ফোরণের আগে বারুদের সঙ্গেই তুলনীয়।