বাংলা গানের ইতিহাসে কবিওয়ালাদের অবদান সম্পর্কে যা জান লেখাে।

বাংলা গানে কবিগানের গুরুত্ব

অষ্টাদশ শতকে নবাবী শাসন ব্যবস্থা ভেঙে পড়ার কালে বাংলা কবিগানের উদ্ভব, পুরােনাে কলকাতার ধনী সম্প্রদায় ছিলেন এই গানের প্রধান পৃষ্ঠপােষক। এক্ষেত্রে মহারাজা নবকৃয়ের নাম বিশেষভাবে উল্লেখযােগ্য।


কবিওয়ালাগণ দেবনির্ভরতা বা অলৌকিকতাকে তাদের সৃষ্টিতে বর্জন করেছিলেন। পরিবর্তে এনেছিলেন যুক্তি, মানবতাবাদ এবং বিভিন্ন সামাজিক বােধকে। তারা আসরে দাঁড়িয়ে মুখে মুখে গান রচনা করতেন। বিপক্ষের সাথে ছন্দ এবং সুর বজায় রেখে চালিয়ে যেতেন কবির লড়াই। আসরে উপস্থিত শ্রোতাদের মনােরঞ্জন করা এবং নিজের তথা নিজের দলের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করাই এই গানের মূল উদ্দেশ্য ছিল। আর তা করতে গিয়ে প্রায়শই ভাষা ব্যবহারে সংযম হারাতেন কবিয়ালরা। বেশিরভাগ কবিওয়ালাদেরই প্রথাগত শিক্ষাদীক্ষা বিশেষ না থাকলেও উপস্থিত বুদ্ধি, পুরাণ সম্পর্কে জ্ঞান, আর সংগীতে অসাধারণ দখল ছিল। ঢােল আর কাসি ছিল কবিগানের বাজনা।


এই ধারার প্রাচীনতম কবি গোঁজলা গুই। তিনি ভারতচন্দ্রের সমসাময়িক। তার শিষ্য রঘুনাথ দাস। রঘুনাথের শিষ্যদের মধ্যে রাসু, নৃসিংহ ও হরু ঠাকুর কবিওয়ালা হিসেবে প্রতিষ্ঠা পান। এই হরু ঠাকুরের শিষ্য ছিলেন ভােলাময়রা। অপর শিষ্য রামপ্রসাদ ঠাকুর। অনেকের মতে, কবিগানের সর্বশ্রেষ্ঠ প্রতিভাধর ছিলেন রামজির শিষ্য রাম বসু। তবে কবিওয়ালা হিসেবে সর্বাধিক জনপ্রিয় হয়েছিলেন অ্যান্টনি কবিয়াল। পশ্চিমবঙ্গ কবিগানের মূলকেন্দ্র হলেও পূর্ববঙ্গে এর অস্তিত্ব যথেষ্টই ছিল। মৈমনসিংহের রামু মালী, ফরিদপুরের নারায়ণ বালা, বরিশালের বিজয় দত্ত এবং গঙ্গমণি দাসী, ত্রিপুরার হরি আচার্য এবং বিলাসিনী দাসীর নাম এ প্রসঙ্গে উল্লেখযােগ্য। পরবর্তীকালে ইংরেজি সংস্কৃতির প্রভাবে বাংলার শ্রোতাদেরও রুচির পরিবর্তন ঘটে। বিলুপ্ত হয় কবিগানের ধারা।


টপ্পা সম্পর্কে আলােচনা করাে। 


যাত্রাগান সম্পর্কে যা জান আলােচনা করাে। 


পক্ষীর গান সম্পর্কে যা জান আলােচনা করাে। 


যাত্রা শব্দের অর্থ ও যাত্রাপালার বিষয় ও ভাবের পরিচয় দাও। 


আধুনিক বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ও তাঁর পরবর্তী সময়ের গীতিকারদের পরিচয় দাও। 


বাংলা গণসংগীতের সূচনা কোন্ ঐতিহাসিক সন্ধিক্ষণে? এই ধারার গীতিকার, সুরকার এবং গায়কদের সম্পর্কে লেখাে। 

অথবা, বাংলা গণসংগীতের ধারা সম্পর্কে সংক্ষিপ্ত আলােচনা করাে। 

অথবা, গণসংগীত বলতে কী বােঝ? বাংলা গণসংগীতের ধারাটি আলােচনা করাে। 


বাংলা সিনেমার গান সম্পর্কে যা জান লেখাে।


আট ও নয়ের দশকে বাংলা গানে যে বিবর্তন ঘটেছিল সে সম্পর্কে যা জান লেখাে।


বাংলা গানে উচ্চাঙ্গ সংগীতের প্রভাব কতখানি বলে তুমি মনে করােযুক্তিসহ আলােচনা করাে।


বাংলা গানের মান বৃদ্ধির ক্ষেত্রে যন্ত্রের প্রয়ােগ কতটা সফল? সহযােগী যন্ত্রীদের সম্পর্কে যা জান লেখাে। 


বাংলা গানের স্মরণীয় শিল্পীদের নাম উল্লেখ করে যে-কোনাে একজন সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে। 


বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলােচনা করাে। 

অথবা, বাংলা সংগীতের ধারায় রবীন্দ্র সংগীতের অবদান বিষয়ে আলােচনা করাে।