লোক আদালত বলতে কী বোঝায়? লােক আদালতের সঙ্গে সাধারণ আদালতের পার্থক্য | লােক আদালতের উপযােগিতা/সুবিধা

লােক আদালতের সংজ্ঞা: ভারতের বিচারব্যবস্থার বিরােধ নিষ্পত্তির এক অভিনব বিকল্প রূপ (an innovative form of alternative Disputes Resolution) এবং সাম্প্রতিক সংযোজন হল- লোক আদালত। লোক আদালত বলতে আমরা সেইসব আদালত এই বুঝি যেখানে দাম্পত্য কলহ, পারিবারিক বিবাদ, সম্পত্তি সংক্রান্ত বিরােধ, পথ দুর্ঘটনা, বিমা সংক্রান্ত ক্ষতিপূরণের প্রশ্ন প্রভৃতি দেওয়ানি মামলার বিচার কম খরচে দ্রুত নিষ্পত্তি হয়ে থাকে। তাই স্বল্প সময়ে এবং স্বল্প ব্যয়ে মানুষের কাছে ন্যায়বিচার পৌছে দেওয়ার এক প্রগতিশীল পদক্ষেপ হিসেবে লোক আদালত প্রতিষ্ঠা করা হয়।


লোক আদালত ও সাধারণ আদালতের পার্থক্য


লােক আদালত


(1) লােক আদালতের জন্মকাল সম্প্রতি অর্থাৎ ১৯৮২ খ্রিস্টাব্দে পদার্পণ করলেও ১৯৮৭ খ্রিস্টাব্দে লােক আদালত স্বীকৃতি লাভ করেছে।


(2) লােক আদালতগুলির কর্মক্ষেত্রের পরিধি নিতান্ত কম নয়। কেন্দ্রীয় স্তরে, রাজ স্তরে এবং জেলা স্তরে আইনগত পরিসেবা কর্তৃপক্ষ গড়ে তােলা হয়, যারা মূলত জনস্বার্থে কাজ করতে উদ্যোগী হয়।


(3) লােক আদালত স্বল্প ব্যয়ে সমাজের দরিদ্র ও সাধারণ মানুষকে দ্রুত বিরােধ নিষ্পত্তির জন্য আইনি সাহায্য দিতে পারে।


(4) লোক আদালতের কোনাে স্থায়ী কাঠামাে নেই। এই কারণে প্রতিষ্ঠানকেন্দ্রিক চিন্তা ভাবনার উর্ধ্বে উঠে সদর্থক দৃষ্টিভঙ্গি নিয়ে এই আদালত যে-কোনাে বিরােধের নিষ্পত্তি ঘটাতে পারে।


(5) লােক আদালতের রায় চুড়ান্ত বলে বিবেচিত হওয়ায়, এই রায়ের বিরুদ্ধে অন্য কোনাে আদালতে আপিল করা যায় না।


(6) লােক আদালত কম গুরুত্বপূর্ণ এবং শুধুমাত্র দেওয়ানি সংক্রান্ত মামলার বিচার সম্পন্ন করতে পারে।


(7) লােক আদালতগুলি ন্যায় বিচার নিয়ে মানুষের কাছে খুব দ্রুত পৌছে দিতে পারে।


(8) লােক আদালত বিবদমান পক্ষগুলির মধ্যে বিরােধের নিষ্পত্তি ঘটিয়ে পুনরায় তাদের মধ্যে পারস্পরিক ঐক্য গড়ে তুলতে সাহায্য করে।


সাধারণ আদালত


(1) সাধারণ আদালতগুলির জন্মকাল বহু প্রাচীন। অর্থাৎ সভ্য সমাজের গােড়াপত্তন থেকেই সাধারণ আদালতের যাত্রাপথ শুরু হয়েছে।


(2) সাধারণ আদালত গুলির কর্মক্ষেত্রের পরিধি অতটা ব্যাপকভাবে প্রসারলাভ করতে পারেনি।


(3) সাধারণ আদালতগুলি বিরােধ নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা ঘটিয়ে ন্যায় বিচারের প্রতি মানুষের বিশ্বাসকে অমর্যাদা করে। পাশাপাশি ব্যয় সাপেক্ষতার কারণেও মাঝপথে বিচার থমকে যায়।


(4) সাধারণ আদালতগুলি স্থায়ী প্রতিষ্ঠানকেন্দ্রিক হওয়ায় আইনি কাঠামাের উর্ধ্বে উঠে কিছু করার সাহস দেখাতে পারে না।


(5) সাধারণ আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করা যায়।


(6) সাধারণ আদালতে গুলি দেওয়ানি ও ফৌজদারি সবধরনের মামলারই বিচার করতে পারে।


(7) অপরদিকে সাধারণ মানুষ ন্যায়বিচার পাওয়ার আশায় সাধারণ আদালতে ছুটে যায়।


(8) সাধারণ আদালতগুলি ন্যায়বিচারের নিষ্পত্তি ঘটাতে অনেকটা সময় নেয় বলেই, সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক ঐক্য গড়ে তুলতে সক্ষম হয় না।


লোক আদালতের উপযােগিতা/সুবিধা


লােক আদালতের উপযােগিতা অসামান্য। ভারতের মতাে বিশাল জনবহুল ও দারিদ্র্য পীড়িত মানুষের কাছে স্বল্প ব্যয়ে দ্রুত মীমাংসা ঘটিয়ে ন্যায়বিচার পাওয়া যায়। সাধারণ মানুষ দিনে দিনে যেভাবে এই আদালতের মাধ্যমে উপকৃত হচ্ছে, তাতে তার বিশেষ উপযােগিতাগুলি খুব সহজেই ফুটে ওঠে一

  • লােক আদালতের মাধ্যমে কম খরচে জনস্বার্থ সুরক্ষিত থাকে।
  • অন্যান্য সাধারণ বিচারব্যবস্থায় দীর্ঘসূত্রিতার কারণে ব্যক্তির জীবনহানি ঘটলেও বিচারের রায় শােনা বা জানা সম্ভব হয় না। কিন্তু লােক আদালত ন্যায়বিচারের ক্ষেত্রে সার্থক ভূমিকা পালন করে থাকে।
  • লােক আদালতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে বাদী-বিবাদী পক্ষের মধ্যে সুসম্পর্ক অটুট থাকে।
  • এই আদালত দ্রুত ক্ষতিপূরণ মামলার রায়দান করে অসচ্ছল পরিবারটিকে সচ্ছলতা প্রদান করে থাকে।
  • লোক আদালত দ্রুত মামলার বিচার সম্পন্ন করলেও মামলার রেশ পরবর্তীতে থাকে না। ফলে সাধারণ মানুষ সহজেই উপকৃত হয়।
  • লােক আদালতের রায় যে-কোনাে দেওয়ানি আদালতের সমতুল বলে এই আদালত বিশেষভাবে প্রশংসার যােগ্য।
  • অন্যান্য আদালতের চাপ হ্রাস করে বিরােধ মীমাংসার বিকল্প রূপ হিসেবে চিহ্নিত হওয়ায় লোক আদালতের গুরুত্ব ও উপযােগিতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।


লােক আদালতের উপযােগিতা থাকলেও, এর একটা-দুটো সীমাবদ্ধতাও আমাদের নজরে পড়ে, যেমনㅡ

  • লােক আদালতকে একটি স্থায়ী জনমুখী আদালত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি,
  • লােক আদালতের ভূয়সী পদক্ষেপের প্রচার সেইভাবে জনসমক্ষে তুলে ধরা হয়নি।


পরিশেষে উল্লেখ করা যায় যে, লােক আদালতগুলি যেভাবে নিজেদের গুণগুলি দিয়ে সাধারণ মানুষকে প্রভাবিত করেছে তার ফলে লােক আদালত অন্যান্য সাধারণ আদালতের থেকে নিজের উজ্জ্বল রূপটিকে প্রকাশ ঘটাতে পেরেছে। এই আদালত নিজের কর্মক্ষেত্রের পরিধি সম্প্রসারণের পাশাপাশি নানাবিধ সমস্যার খুব সহজেই নিরসন ঘটাতে পেরেছে। লােক আদালত প্রমাণ করতে চায় যে, অন্যান্য যে-কোনাে সাধারণ আদালতের ভূমিকা ও দক্ষতার থেকে লােক আদালতের ভূমিকা ও দক্ষতা কোনাে অংশে কম নয়।