শিক্ষাবিজ্ঞানে প্রযুক্তির ভূমিকা (Education-12 Short Q&A)

শিক্ষাবিজ্ঞানে প্রযুক্তির ভূমিকা


Technology কথাটির অর্থ কী? অথবা, প্রযুক্তি কাকে বলে?

Technology কথাটির অর্থ হল কলা বা দক্ষতার বিজ্ঞান। এটি গ্রিক শব্দ Technic থেকে এসেছে। Technic + Logic থেকে Technology. Technic-এর অর্থ শিল্প বা দক্ষতা এবং Logic হল বিজ্ঞান। সুতরাং প্রযুক্তি হল কোনাে বিশেষ ব্যাবহারিক উদ্দেশ্য বা সমস্যাসমাধানের জন্য বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়ােগ।


শিক্ষা প্রযুক্তিবিদ্যা (Educational Technolgy) কী?

শিক্ষা প্রযুক্তিবিদ্যা = প্রযুক্তিবিদ্যার প্রয়ােগ + প্রযুক্তিকরণ। = শিক্ষা প্রযুক্তিবিদ্যা হল শিক্ষাক্ষেত্রে শিক্ষণ-শিখন প্রক্রিয়ার উন্নতির জন্য যথােপযুক্ত সিস্টেম, কৌশল-সহায়ক উপকরণ তৈরি করা ও তার যথাযথ প্রয়ােগ ও মূল্যায়ন করার সামগ্রিক কৌশল।


শিক্ষায় প্রযুক্তিবিদ্যার দুটি পরিধি উল্লেখ করাে।

শিক্ষায় প্রযুক্তিবিদ্যার পরিধি যথাক্রমে- 

  • শিক্ষামূলক পরিবেশের পরিকল্পনা করা এবং

  • শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি চিহ্নিত করা।


শিক্ষা প্রযুক্তিবিদ্যার লক্ষ্য কী?

শিক্ষা প্রযুক্তিবিদ্যার লক্ষ্য হল-

  • প্রযুক্তিবিদ্যার সঠিক প্রয়ােগের মাধ্যমে শিক্ষার উৎকর্ষতা নিয়ে আসা। 

  • শিক্ষায় ইলেকট্রনিক মাধ্যমের ব্যবহার করে শিক্ষাকে দ্রুত ও সহজবােধ্য করা।


শিক্ষাপ্রযুক্তির তিনটি বৈদ্যুতিক মাধ্যমের নাম লেখাে।

শিক্ষাপ্রযুক্তির ক্ষেত্রে তিনটি বৈদ্যুতিক মাধ্যম যথাক্রমে-

  • দূরদর্শন,

  • কম্পিউটার,

  • বেতার।


বেতারের দুটি শিক্ষামূলক ভূমিকা লেখো।

বেতারযন্ত্রের দুটি শিক্ষামূলক ভূমিকা হল-

  • সামাজিক সচেতনতা বৃদ্ধি : বিজ্ঞান, সমাজ, ঐতিহাসিক ঘটনা, ব্যক্তি অধিকার, চিকিৎসাবিজ্ঞান ইত্যাদি বিভিন্ন বিষয়ে সচেতন করা যায়। 

  • একসঙ্গে শিক্ষাদান : বেতারে বহু শিক্ষার্থীকে একসঙ্গে শিক্ষাদান করা সম্ভব হয়।


শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানে অন্তর্ভুক্ত কয়েকটি মুদ্রিত দর্শন মাধ্যমের নাম লেখাে।

শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানের অন্তর্ভুক্ত মুদ্রিত দর্শন মাধ্যমগুলির মধ্যে উল্লেখযােগ্য হল বই, ম্যাগাজিন প্রভৃতি।


শিক্ষা প্রযুক্তিতে চলচ্চিত্রের শিক্ষামূলক ভূমিকা আলােচনা করাে।

চলচ্চিত্রের মাধ্যমে- 

  • শিক্ষাগ্রহণে শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি,

  • আদর্শ মনােভাব গঠন,

  • জনমত গঠন,

  • সমাজসংস্কারমূলক ধারণা,

  • শিক্ষামূলক পরিবেশ রচনা প্রভৃতি ভূমিকা পালিত হয়।


শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানে ব্যবহৃত কয়েকটি শ্রবণ মাধ্যমের নাম লেখাে।

শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানে ব্যবহৃত শ্রবণ মাধ্যমগুলির মধ্যে উল্লেখযােগ্য হল রেডিয়াে, গ্রামােফোন, টেপরেকর্ডার প্রভৃতি।


[Book Download - ক্লিক করুন]


দূরদর্শনের শিক্ষামূলক ভূমিকা আলােচনা করাে।

দূরদর্শনের মাধ্যমে- 

  • অনেক মানুষকে একত্রে শিক্ষাদান সম্ভব,

  • নান্দনিকতার বিকাশ,

  • অভিমত গঠন,

  • বিশ্বের পরিবর্তনের সঙ্গে পরিচয় করানাে,

  • অডিয়াে ভিশুয়াল পদ্ধতিতে শিক্ষাদান প্রভৃতি ভূমিকা পালন করে।


শিক্ষাপ্রযুক্তির পরিধিকে ক-টি ভাগে ভাগ করা যায় ও কী কী?

শিক্ষাপ্রযুক্তির পরিধিকে ৩টি ভাগে ভাগ করা যায়- 

  • প্রযুক্তিভিত্তিক পাঠদান প্রক্রিয়া,

  • প্রযুক্তিভিত্তিক সাধারণ শিক্ষা প্রশাসন,

  • প্রযুক্তিভিত্তিক শিক্ষা পরিমাপক।


PLATO কী?

PLATO একটি প্রােজেক্টরের নাম।


ওভারহেড প্রােজেক্টরের একটি সুবিধা লেখাে।

ওভারহেড প্রােজেক্টরের সুবিধা নিম্নলিখিত- 

  • পূর্ব থেকেই স্লাইড তৈরি করে রাখা যায় এবং সেইগুলিকে ক্রমান্বয়ে সাজিয়ে রাখা যায়। 

  • চার্ট, অঙ্কন, ছবি এইসব কিছু ব্যাখ্যা-সহ তৈরি করে রাখা যায়। ফলে পরবর্তী সময়ে শ্রেণিকক্ষে ছাত্রছাত্রীরা দেখতে পায় এবং পড়া বুঝতে সুবিধা হয়।


শিক্ষায় শিক্ষাপ্রযুক্তির মূল্যায়ন কীভাবে করা হয়?

মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষাপ্রযুক্তি বিভিন্নভাবে সাহায্য করে, যেমন MCQ প্রশ্নের নম্বর মান, মার্কশিট প্রস্তুত, ফল প্রকাশ প্রভৃতির দ্বারা শিক্ষার্থীদের মূল্যায়ন করা সহজ হয়।


প্রযুক্তিবিদ্যা প্রসারের ক্ষেত্রে ভারতের একটি সমস্যা উল্লেখ করাে।

প্রযুক্তিবিদ্যা প্রসারের ক্ষেত্রে ভারতের একটি সমস্যা হল অর্থনৈতিক দৈন্য।


মানবসম্পদের অপচয় রােধ’-এর ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার ভূমিকা সংক্ষেপে লেখাে।

প্রযুক্তিবিদ্যায় মানবসম্পদের যথার্থ প্রয়ােগে নব নব দিকের উন্মােচন ঘটে। অর্থাৎ মানবমনে তৃপ্তি আনে, মানবসম্পদের অপচয় রােধ হয়।


বিদ্যুতের প্রয়ােজন হয় না এমন দুটি শিক্ষাপ্রযুক্তির উদাহরণ দাও।

বিদ্যুতের প্রয়ােজন হয় না এমন দুটি শিক্ষাপ্রযুক্তি হল যথাক্রমে- চার্ট ও মডেল।


ভাষা পরীক্ষাগার বলতে কী বােঝাে?

যে প্রযুক্তিগত কৌশল ভাষা, বিশেষ করে বিদেশি ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাকে ভাষা পরীক্ষাগার বলে।


IIT-এর পুরাে নাম কী?

Indian Institute of Technology।


ভাষা পরীক্ষাগারের সূচনা কোথায় হয়?

ভাষা পরীক্ষাগারের সূচনা হয় আমেরিকায়।


কম্পিউটারের শিক্ষার্থীরা ভাষা শিক্ষার ক্ষেত্রে কীভাবে উপকৃত হয়?

কম্পিউটারের শিক্ষার্থীরা বিভিন্ন প্রকার অনুবাদ সংক্রান্ত সফটওয়্যার ও অভিধানমূলক সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ভাষা শেখে। এইভাবে তারা উপকৃত হয়।


শিক্ষামূলক কারিগরিবিদ্যা কাকে বলে?

শিক্ষণ ও শিখনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যান্ত্রিক কৌশলের প্রয়ােগকে বলা হয় শিক্ষামূলক কারিগরি বিদ্যা।


শিক্ষামূলক কারিগরিবিদ্যার যে-কোনাে দুটি উদ্দেশ্য লেখাে।

শিক্ষামূলক কারিগরিবিদ্যার দুটি উদ্দেশ্য হল—

  • অর্থনৈতিক নিরাপত্তাদান এবং

  • স্বনির্ভরতা।


শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানে ব্যবহৃত দুটি যােগাযােগ মাধ্যমের নাম লেখাে।

শিক্ষা প্রযুক্তিবিজ্ঞানে ব্যবহৃত যােগাযােগ মাধ্যমগুলির মধ্যে উল্লেখযােগ্য দুটি হলইনটারনেট ও টেলিকনফারেন্সিং।


BESU-এর পুরাে নাম লেখাে।

Bengal Engineering & Science University!


Computer শব্দটি কোন্ শব্দ থেকে এসেছে?

Computer শব্দটি এসেছে Compute শব্দ থেকে।


কম্পিউটার শব্দটির আভিধানিক অর্থ কী?

কম্পিউটার শব্দটির আভিধানিক অর্থ হল ইলেকট্রনিক যন্ত্রগণক।


কম্পিউটারের জনক বলা হয় কাকে?

ব্রিটিশ গণিতজ্ঞ চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়।


কম্পিউটারের প্রক্রিয়াকরণ (Processing) বলতে কী বােঝাে?

কম্পিউটারের যে স্তরে সজ্জিত তথ্যগুলিকে যুক্তিযুক্তভাবে পরস্পরের মধ্যে সংযুক্ত করা হয় এবং তথ্যগুলিকে ব্যবহারের উপযােগী আকার প্রদান করা হয়, তাকে কম্পিউটারের প্রক্রিয়াকরণ বলা হয়।


অ্যানালগ কম্পিউটার (Analogue Computer) কী?

যেসকল কম্পিউটারে পরিমাপ পদ্ধতিতে সূক্ষ্ম বা সঠিক ফলাফল পাওয়া যায় না, তাকে বলে অ্যানালগ কম্পিউটার। এই কম্পিউটার কোনাে পরিবর্তনশীল বস্তুর পরিমাপ, জটিল গাণিতিক সমস্যা প্রভৃতি সমাধান করে। যেমন বৈদ্যুতিক তারে ভােল্টজের ওঠা-নামা, পাইপের ভিতরে গ্যাসীয় ও তরল পদার্থের ওঠা-নামা, লিবনেজের স্টেস্পড রেকোনার অ্যানালগ কম্পিউটার।


ডিজিটাল কম্পিউটার (Digital Computer) কী?

যেসকল কম্পিউটার ডিজিটাল নির্দেশ দ্বারা পরিচালিত হয়, তাদের বলে ডিজিটাল কম্পিউটার। সঠিক ও সূক্ষ্ম ফলাফল পেতে গণিতের ক্ষেত্রে এই কম্পিউটার ব্যবহৃত হয়। এর ১-এর অর্থ ON এবং O-এর অর্থ OFF। যেমন বর্তমানে বেশিরভাগ কম্পিউটার হল ডিজিটাল কম্পিউটার।


সুপার কম্পিউটারের দুটি বৈশিষ্ট্য লেখাে।

সুপার কম্পিউটারের দুটি বৈশিষ্ট্য হল যথাক্রমে- 

  • সুপার কম্পিউটারের স্মৃতি ক্ষমতা ৮ থেকে ৮৪ মেগাবাইট বা MB হয়। 

  • সুপার কম্পিউটার সাধারণত সরকারি বিভাগে বা গবেষণার কাজে ব্যবহার করা হয়। যেমন- CRAY-1, CRAY-2, PARAM-2000।


মেইনফ্রেম কম্পিউটারের দুটি বৈশিষ্ট্য লেখাে।

মেইনফ্রেম কম্পিউটারের দুটি বৈশিষ্ট্য হল যথাক্রমে- 

  • এই কম্পিউটার কয়েক কোটি প্রােগ্রামের নির্দেশ এক সেকেন্ডে পালন করে। 

  • বিশালাকৃতি এই কম্পিউটার রেল, বিমান, ব্যাংক ইত্যাদি জায়গায় ব্যবহৃত হয়। যেমন— IBM, HITACHI কোম্পানির তৈরি কম্পিউটার।


মিনি কম্পিউটারের দুটি বৈশিষ্ট্য লেখাে।

  • মিনি কম্পিউটারের দুটি বৈশিষ্ট্য হল— সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ, কম্পিউটারভিত্তিক ডিজাইন নির্ণয় ও ব্যাবসায়িক গণনার কাজে ব্যবহৃত হয়। 

  • মেইনফ্রেম কম্পিউটার থেকে আকারে ছােটো হয়। যেমন PDP-8, IBM-8100 series


মাইক্রো কম্পিউটারের দুটি বৈশিষ্ট্য লেখাে।

মাইক্রো কম্পিউটারের দুটি বৈশিষ্ট্য হল যথাক্রমে- 

  • এই কম্পিউটারের আকৃতি ছােটো, স্মৃতিভাণ্ডারও কম এবং শক্তিও কম। 

  • মাইক্রো কম্পিউটার দু-ধরনের হয়। যেমন— পারসােনাল কম্পিউটার ও ওয়ার্ক স্টেশন কম্পিউটার


ল্যাপটপ কম্পিউটারের দুটি বৈশিষ্ট্য লেখাে।

ল্যাপটপ কম্পিউটারের দুটি বৈশিষ্ট্য হল— 

  • এই যন্ত্রগুলি ব্যাটারিচালিত, বহনযােগ্য।

  • যেখানে-সেখানে ল্যাপটপ নিয়ে যাওয়া যায়, কোলে রেখে কাজ করা যায়, নিয়ে ভ্রমণ করাও যায়।


কম্পিউটারের Access Time কত হয়?

কম্পিউটারের এই Access Time হল ৭-১০ সেকেন্ড।


LAN বলতে কী বােঝায়?

LAN অর্থাৎ Local Area Network বলতে বােঝায় একটি নেটওয়ার্ক, যা অপেক্ষাকৃত ছােটো এলাকায় কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসকে সংযুক্ত করে।


কম্পিউটারের প্রবিষ্টকরণ বা Input বলতে কী বােঝাে?

কম্পিউটারের যে স্তরে কম্পিউটার তথ্যগুলিকে (Data) প্রক্রিয়াকরণের জন্য গ্রহণ করে এবং সুবিধাজনকভাবে সজ্জিত করে রাখে তাকে কম্পিউটারের প্রবিষ্টকরণ বলা হয়। যেমন -মাউস, কী-বাের্ড, লাইট পেন ইত্যাদির সাহায্যে তথ্যগুলির প্রক্রিয়াকরণ করা হয়।


কম্পিউটারের আহরণ বা Output বলতে কী বােঝাে?

কম্পিউটারের যে স্তরে স্থানান্তরণের মাধ্যমে প্রক্রিয়াকরণের ফলাফল সরবরাহ করা হয়, তাকে কম্পিউটারের আহরণ বা Output বলা হয়। যেমন– মনিটর, প্রিন্টার, স্পিকার ইত্যাদির সাহায্যে তথ্যগুলির প্রক্রিয়াকরণের ফলাফল সরবরাহ করা হয়।


কম্পিউটারের ইনপুট সিস্টেম কে প্রথম চালু করেন?

কম্পিউটারের ইনপুট সিস্টেম সর্বপ্রথম চালু করেন হারম্যান হলারিথ।


কম্পিউটারের যে-কোনাে একটি ইনপুট যন্ত্রের নাম লেখাে।

কম্পিউটারের ইনপুট যন্ত্রাংশগুলির মধ্যে অন্যতম হল কি-বাের্ড।


কম্পিউটারের তিনটি প্রধান অংশের উল্লেখ করাে।

কম্পিউটারের তিনটি প্রধান অংশ হল মনিটর, কী-বাের্ড, সিপিইউ।


হার্ড ডিস্ক কী?

কম্পিউটারে অবস্থিত ম্যাগনেটিক অক্সাইডের প্রলেপযুক্ত পাতলা ও শক্ত ধাতুর তৈরি স্থায়ী ডিস্ক, যার তথ্য ধারণক্ষমতা অনেক বেশি। এর প্রতিটি তলের জন্য 'Read and Write Head' এই কথাটি লেখা থাকে। এটি একটি চুম্বকীয় ডিস্ক।


ফ্লপি ডিস্ক বলতে কী বােঝাে?

ফ্লপি ডিস্ক হল সেই ডিস্ক যেটি তথ্যকে মজুত রাখে, আয়তনে অত্যন্ত ক্ষুদ্র, তবে খুবই শক্তিশালী। এই ডিস্কটি নমনীয় প্লাস্টিকের। ফ্লপি ডিস্কের মাপ বিভিন্ন, কোনাটি সাড়ে ৩ ইঞ্চি, কোনােটি ৪ ইঞ্চি ব্যাসার্ধের হয়।


কমপ্যাক্ট ডিস্ক বলতে কী বােঝো?

কমপ্যাক্ট ডিস্ক হল তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত একপ্রকার ডিভাইস। এতে তথ্যকে স্থায়ীভাবে সঞ্চয় করে রাখা হয়। এর সংরক্ষণ ক্ষমতা 650 MB-এর কাছাকাছি।


Www কী?

www- এর পুরো নাম world Wide Web। এর সাহায্যে সারা পৃথিবীর কম্পিউটার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা যায়।


কম্পিউটারের কয়েকটি উল্লেখযােগ্য প্রবিষ্টকরণের (Input) নাম লেখাে।

কম্পিউটারের প্রবিষ্টকরণগুলির মধ্যে উল্লেখযােগ্য হল কি-বোের্ড, কার্ড রিডার, ম্যাগনেটিক টেপ, ফ্লপি ডিস্ক, মাউস প্রভৃতি।


কম্পিউটারের কয়েকটি আউটপুট যন্ত্রের নাম লেখাে।

কম্পিউটারের আউটপুট মাধ্যমগুলির মধ্যে উল্লেখযােগ্য হল মনিটর, প্রিন্টার, ডিজিটাল ক্যাসেট, ভয়েস আউটপুট প্রভৃতি।


বিট ও বাইট কী?

কম্পিউটারের তথ্যসঞ্চয়ের ক্ষেত্রে ক্ষুদ্রতম একক হল বিট। কম্পিউটারকে পরিভাষায় ০ এবং ১ হল বিট সংখ্যা। কম্পিউটার সবরকম নির্দেশ, সব সংখ্যা এবং অক্ষরকে ০ এবং ১ দ্বারা গ্রহণ করে থাকে। আটটি বিটের সমাহার হল ১ বাইট।


কম্পিউটারে বাইট' কথাটি কবে থেকে এবং কেন ব্যবহৃত হয়?

কম্পিউটারে স্মৃতি সংরক্ষণের একক বােঝাতে বাইট' কথাটি ১৯৬৫ খ্রিস্টাব্দ থেকে ব্যবহৃত হয়।


'সফ্টওয়্যার ও 'হার্ডওয়্যার বলতে কী বােঝাে?

সফ্টওয়্যার হল কম্পিউটারের যন্ত্রগুলিকে চালানাের জন্য প্রয়ােজনীয় নির্দেশসমষ্টি বা প্রােগ্রাম। যে-সমস্ত যন্ত্রাংশ দিয়ে কম্পিউটার তৈরি হয় তাদের হার্ডওয়্যার বলা হয়।


সফটওয়্যার ও হার্ডওয়্যার-এর একটি পার্থক্য লেখাে।

সফটওয়্যার হল কম্পিউটারের যন্ত্রগুলিকে তথা হার্ডওয়্যারকে চালানাের জন্য প্রয়ােজনীয় নির্দেশ সমষ্টি বা প্রােগ্রাম। হার্ডওয়্যার হল কম্পিউটারের সেইসব যন্ত্রপাতি যেগুলির সাহায্যে তথ্যগ্রহণ, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


সিস্টেম সফটওয়্যার কী?

কম্পিউটারের সমগ্র সিস্টেমকে পরিচালনার জন্য ও বিভিন্ন প্রােগ্রামসমূহকে তৈরি করার জন্য যে-সমস্ত সফটওয়্যার ব্যবহৃত হয়, তাদেরকে বলে সিস্টেম সফটওয়্যার। যেমন— উইন্ডােজ ইউনিক্স।


শিক্ষাক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করাে।

শিক্ষাক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের দুটি সীমাবদ্ধতা যথাক্রমে-

  • কম্পিউটার ব্যয়বহুল তাই কম্পিউটারভিত্তিক শিক্ষাকে সর্বত্র ছড়িয়ে দেওয়া সম্ভব নয়।

  • যান্ত্রিক অসুবিধা।


মনিটর (Monitor) কাকে বলে?

কম্পিউটারের যে অংশের উপর কম্পিউটারের যাবতীয় কাজ ফুটে ওঠে টেলিভিশনের পর্দার ন্যায় সেই অংশকে মনিটর বলা হয়।


ROM এবং RAM-এর মধ্যে যে-কোনাে একটি পার্থক্য উল্লেখ করাে।

কম্পিউটারের স্মৃতি কেন্দ্রের দুটি অংশ— RAM (Random Access Memory) ROM (Read Only Memory)- পার্থক্যগুলি হল যথাক্রমে-

  • RAM হল অস্থায়ী স্মৃতি এবং ROM হল স্থায়ী স্মৃতি। বিদ্যুৎ সংযােগ বন্ধ হলে RAM-এর সব তথ্য মুছে যায় কিন্তু বিদ্যুৎ সংযােগ বন্ধ হলেও ROM-এর সব তথ্য অক্ষুন্ন থাকে।


MB-র সম্পূর্ণ নাম কী?

MB-র সম্পূর্ণ নাম হল মেগাবাইট।


GB-র সম্পূর্ণ নাম কী?

GB-র সম্পূর্ণ নাম হল গিগাবাইট।


KB-র সম্পূর্ণ নাম কী?

KB-র সম্পূর্ণ নাম হল কিলােবাইট।


মােডেম কম্পিউটারের কোন্ অংশ?

মােডেম কম্পিউটারের হার্ডওয়্যারের অংশ।


কম্পিউটারের কোন অংশে পরিবেশিত তথ্যগুলিকে বিশ্লেষণ করা হয়?

কম্পিউটারের CPU বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে পরিবেশিত তথ্যগুলিকে বিশ্লেষণ করা হয়।


DOS-এর পুরাে নাম কী?

Disk Operating System। এটি হল সিঙ্গল-টাস্ক অপারেটিং সিস্টেম।


CPU-এর পুরাে নাম কী?

Central Processing UnitI।


CPU (Central Processing Unit) কী?

CPU হল কম্পিউটারের মস্তিষ্ক। এটি তথ্যসংগ্রহ করার পর প্রয়ােজনীয় নির্দেশ অনুযায়ী তথ্য বিশ্লেষণ করে এবং এরপর আউটপুট ডিভাইসে পাঠিয়ে দেয়।


CPU-এর কাজ কী?

CPU কম্পিউটারের তথ্য গ্রহণ করে, নির্দেশ অনুযায়ী তথ্যকে বিশ্লেষণ করে এবং ফলাফলকে আউটপুট যন্ত্রে পাঠাতে সাহায্য করে।


PSU কী?

PSU কম্পিউটারের তথ্য সংরক্ষণকারী যন্ত্রাংশ। কম্পিউটারের Word সমূহ এই PSU-এর মধ্যে থাকে।


ALU-র পুরাে কথাটি লেখাে।

Arithmetic Logic Unit।


ALU (Arithmetic Logic Unit)-এর কাজ কী?

ALU (Arithmetic Logic Unit)-এর কাজ হল প্রাপ্ত তথ্য ও নির্দেশনার ভিত্তিতে কাজ করা।


কম্পিউটারের পূর্বপুরুষ কী?

কম্পিউটারের পূর্বপুরুষ হল, খ্রিস্টপূর্বাব্দে চিন দেশে আবিষ্কৃত প্রথম গণকযন্ত্র অ্যাবাকাস।


EDVAC-এর পুরাে নাম কী?

Electronic Discrete Variable Automatic Computer।


EDVAC যন্ত্রটি কে আবিষ্কার করেন?

ENIAC যন্ত্রটি বেশি তথ্য জমা রাখতে পারত না, তাই এই যন্ত্রের মধ্যে পরিবর্তন আনতে ভন নিউম্যান এর সঙ্গে নতুন সংযােজন করে EDVAC বা ইলেকট্রনিক ডিসক্রিট ভেরিয়েবল অটোমেটিক কম্পিউটার যন্ত্রটি আবিষ্কার করেন, যেখানে তিনি সর্বপ্রথম স্মৃতি সংযুক্ত করেন।


প্রথম জেনারেশন কম্পিউটারটি ব্যাবেজের ধারণার উপর ভিত্তি করে প্রথম কে, কোন যন্ত্রগণক আবিষ্কার করেন?

প্রথম জেনারেশন কম্পিউটারটি ব্যাবেজের ধারণার উপর ভিত্তি করে বিজ্ঞানী আইকেন MARK- কম্পিউটার আবিষ্কার করেন।


ENIAC যন্ত্রগণকের আবিষ্কারক কে বা কারা?

জে পি একার্ট ও জন মাসলে ১৯৪৫ খ্রিস্টাব্দে ENIAC যন্ত্রগণকটি আবিষ্কার করেন।


ENIAC-এর পুরাে নাম কী?

ENIAC-এর পুরাে নাম- Electronic Numerical Integrator and Calculator (ইলেকট্রনিক নিউমেরিকাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর)।


স্ক্যানার কী?

স্ক্যানার হল এমন একটি যন্ত্র যা কোনাে লেখা, ফোটোগ্রাফিক প্রিন্ট, পােস্টার ইত্যাদি বিভিন্ন চিত্রগুলিকে ধারণ করে এবং তা কম্পিউটারকে জানায়।


Multimedia বা বহুধামাধ্যম কী?

মাল্টিমিডিয়া বা বহুধামাধ্যম হল দর্শন ও শ্রবণযােগ্য মাধ্যমের সংযুক্ত রূপ। এটি টেক্সট, গ্রাফিক্স, ভিডিয়াে, ইমেজ, অ্যানিমেশন প্রভৃতি বিভিন্ন মাধ্যমের সমন্বয়ে গঠিত।


CAT-এর পুরাে নাম কী?

CAT-এর পুরাে নাম হল— Computer Aided Teaching অর্থাৎ কম্পিউটার সাহায্যপ্রাপ্ত শিখন।


CBT-এর পুরাে নাম কী?

CBT-এর পুরাে নাম হল— Computer Based Teaching।


PLATO-এর পুরাে নাম কী?

PLATO-এর পুরাে নাম হল— Programmed Logic for Automatic Teaching Operation।


DTP-এর পূর্ণ রূপটি লেখাে।

DTP-এর পুরাে নাম হল- Desktop Publishing।


DTP-এর কাজ লেখাে।

DTP-এর সাহায্যে খুব তাড়াতাড়ি ও পরিচ্ছন্নভাবে কোনাে তথ্য প্রকাশ করা যায়।


শিক্ষায় শিক্ষাপ্রযুক্তির যে-কোনাে একটি অবদান উল্লেখ করাে।

শিক্ষা প্রযুক্তিবিদ্যা শিক্ষার্থীদের অবিচ্ছিন্ন ধারায় শিক্ষা সরবরাহ করে। যেমন দূরাগত শিক্ষার ক্ষেত্রে শ্রেণিকক্ষে শিখনের ক্ষেত্রে।


e-learning কী?

ইনটারনেটের মাধ্যমে শিক্ষাগ্রহণের প্রথাটিকে বলা হয় ইলেকট্রনিক লার্নিং বা e-learning| এক্ষেত্র্রে ইলেকট্রনিক পদ্ধতিতে জ্ঞান ও দক্ষতার সক্রিয় স্থানান্তর ঘটে। স্কুলে বা স্কুলের বাইরে সর্বত্র এই প্রক্রিয়া চলতে পারে।


ই-মেল (Electronic Mail) কী?

কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে ইনটারনেটের সাহায্যে খুব কম অর্থব্যয়ে একটি কম্পিউটার থেকে অন্য একটি কম্পিউটারে চিঠি, ছবি প্রভৃতি দ্রুত পাঠানাে যায়। একেই ইলেকট্রনিক মেল বা সংক্ষেপে ই-মেল বলা হয়।


CAL বলতে কী বােঝােয়?

CAL (Computer Assisted Learning) TOCOCHET, কম্পিউটার সহযােগী শিখনকে। শিক্ষক যখন ব্যক্তিগত কৌশল বা পাঠ্যপুস্তকের মাধ্যমে শিক্ষার্থীর চাহিদা পূরণে ব্যর্থ হন কিংবা বিশাল পাঠ্যক্রমের অভিজ্ঞতা যখন শিক্ষার্থীর পক্ষে অর্জন করা অসুবিধাজনক হয়, তখন শিক্ষাক্ষেত্রে কম্পিউটারকে যেভাবে প্রয়ােগ করা হয়, তাকেই বলে CAL। শিক্ষার্থীরা Computer-এর সাহায্যে ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন তথ্যসংগ্রহ করে সহজভাবে শিখতে পারে। এর মূল নীতি হল, অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষার্থীদের জ্ঞান বাড়িয়ে তােলা।


CAI-এর পুরাে নাম লেখাে।

CAI-এর পুরাে নাম হল Computer Assisted Instruction.


CAI বলতে কী বােঝায়?

CAI (Computer Assisted Instruction) TICO ART কম্পিউটার সহযােগী নির্দেশনাকে। এই প্রক্রিয়ায় কম্পিউটার শিক্ষার্থীকে বিষয় নির্বাচনের ক্ষেত্রে বিকল্প উপায় তুলে ধরে এবং নির্দেশ দিয়ে থাকে। এতে মনিটারে কিছু প্রশ্ন দেওয়া থাকে, শিক্ষার্থী যতক্ষণ না প্রশ্নের সঠিক উত্তর দেয় ততক্ষণ পর্যন্ত পরবর্তী শিক্ষামূলক বিষয় উপস্থাপিত হয় না।


কম্পিউটারভিত্তিক শিক্ষার দুটি উপযােগিতা উল্লেখ করাে।

কম্পিউটারভিত্তিক শিক্ষার দুটি উপযযাগিতা হল যথাক্রমে- 

  • কম্পিউটারভিত্তিক শিক্ষায় শিক্ষার্থীরা শিক্ষার বিভিন্ন মডিউলগুলি ব্যবহারের মাধ্যমে অনুশীলন করার সুযােগ পায়। এর ফলে বিষয়ের উপর জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করার সুযােগ পায়। 

  • কম্পিউটারভিত্তিক শিক্ষায় শিক্ষার্থীরা স্বাধীনভাবে চিন্তা করার সুযােগ পায়, ফলে তাদের চিন্তাশক্তির বিকাশ ঘটে।


বিদ্যালয়ে কম্পিউটারের দুটি ব্যবহার লেখাে।

বিদ্যালয়ে কম্পিউটারের দুটি ব্যবহার নিম্নে আলােচিত হল- 

  • প্রশ্নমালা তৈরি, পরীক্ষা নেওয়া, স্কোর বণ্টন, বিশ্লেষণ ইত্যাদি শিক্ষার্থীদের শিক্ষণীয় বিভিন্ন বিষয়ে কম্পিউটার ব্যবহার করা যেতে পারে।

  • বর্তমানে ভাষা শিক্ষা অর্থাৎ যােগাযােগের মাধ্যম হিসেবে সাবলীল ভাষা শেখানাের জন্য বিদ্যালয়ে কম্পিউটার ব্যবহার করা হয়।


দুটি ভিন্ন ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার লেখাে।

দুটি ভিন্ন ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার নিম্নলিখিত-

  • বই, পত্রপত্রিকা, সংবাদপত্র ইত্যাদি প্রকাশনার ক্ষেত্রে কম্পিউটারের সাহায্য নেওয়া হয়। 

  • স্বয়ংচালিত শিল্পক্ষেত্র, তড়িৎ উৎপাদন কেন্দ্র ও প্রযুক্তিগত প্রক্রিয়ার নিয়ন্ত্রণে কম্পিউটারের ব্যবহার করা হয়।


CAE-এর পুরাে নাম কী?

CAE-এর পুরাে নাম Computer Aided Education।


কম্পিউটার কি শিক্ষার্থীর ভাষা শিক্ষায় সহায়তা করে?

কম্পিউটারের ওয়ার্ডপ্রসেসর-এর মাধ্যমে শিক্ষার্থী ভাষা শিক্ষা লাভ করতে পারে। যেমন ব্যাকরণঘটিত ভুল, বানান সংশােধন প্রভৃতি শিখতে পারে।


CML-এর পুরাে নাম কী?

CML-এর পুরাে নাম Computer Managed Learning।


CIET-এর পুরাে নাম কী? এটি কবে স্থাপিত হয়?

CIET-এর পুরাে নাম Central Institute of Education Technology। এটি ১৯৮৪ খ্রিস্টাব্দে NCERT-এর অধীনে স্থাপিত হয়।


শিক্ষাক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের যে-কোনাে দুটি অসুবিধার কথা উল্লেখ করাে।

শিক্ষাক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের দুটি অসুবিধা হল-

  • কম্পিউটার ব্যয়বহুল, তাই কম্পিউটারভিত্তিক শিক্ষাকে সর্বত্র ছড়িয়ে দেওয়া যায় না। 

  • অতিরিক্ত কম্পিউটার ব্যবহারের ফলে নিজস্ব উদ্ভাবনী শক্তি হ্রাস পেতে পারে বা মানসিক বিকাশ ব্যাহত হতে পারে।


অ্যাবাকাস (ABACUS) কী?

খ্রিস্টের জন্মের আগে চিন দেশের মানুষ প্রথম এই যন্ত্র আবিষ্কার করে, যাকে বলা হয় মানুষের হাতে তৈরি প্রথম গণকযন্ত্র। যন্ত্রটি কাঠ ও ধাতুর ফ্রেম দিয়ে তৈরি, ফ্রেমের মাঝে একটি কাঠের ব্যবধায়ক এবং এই ব্যবধায়কটির একদিকে ৫টি ও অপরদিকে ২টি পুঁতি থাকে। যে পাশে ৫টি পুঁতি তাদের প্রত্যেকটির মান ১ করে এবং যে পাশে ২টি পুঁতি তাদের মান ৫ করে। আঙুলের সাহায্যে পুঁতিগুলি সরিয়ে সরিয়ে গণনার কাজ করা হয়।


পশ্চিমবঙ্গে IIT কোথায় আছে?

খড়গপুর।